নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ashwa Ghosh

Nothing to put forward - nothing at all.

Ashwa Ghosh

Nothing to mention specially. Tall man. According to my grandma imprudent.

Ashwa Ghosh › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

হৃদয়ের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। লাল সাদা ফেস্টুনে জড়িয়ে যাচ্ছে আমাদের ক্ষোভ আর বেদনার প্রচ্ছন্ন রিবন। মুঠো থেকে দূরে সরে গেছে সেলফোন, চোখ থেকে নেট-চ্যাট, মন থেকে মেগাবাইটের হিসাব। এবার আঙুলে ঘুরবে বিপ্লব - মাতোয়ারা গান উড়বে বিধূর মূর্ছনায়।



বসে যাব ঋদ্ধমূল সেগুনের ঢঙে। বসে যাব পথে। হাজারে হাজার। আর কোন সস্তা, সাধারণ, মেরুদণ্ডহীন পথচারী নই আমি। আমি এক প্রজ্জ্বলিত আগুন পাহাড়। মাথায় উড়াচ্ছি দ্যাখো নিরপেক্ষ দোয়েলের দল। বিরুদ্ধ বাতাসে লেখা বিদ্রোহী স্লোগান - সম্পূর্ণ অরাজনৈতিক। বসে যাব সেই উষ্ণ চত্বরে যেখানে আমার মতো অগণন মানুষ শাল, সেগুন, বট হতে হতে আগুন পাহাড় হয়ে গেছে। প্রতিটি শাখায় শিস দিচ্ছে সমবেত কণ্ঠস্বরঃ

একটি মাত্র বাক্য চাই - যুদ্ধাপরাধী নিপাত যাক

একটি মাত্র শাস্তি চাই - মৃত্যুদণ্ড।

কোন আপোষ না, দরকষাকষি নয়

কোন হীন কৌশল না, রাজনীতি পলিটিক্স নয়;

সোজা ফাঁসি। শাস্তির রজ্জুতে ঝুলে থাকা মূর্ত অপরাধ।



ঘরে ফিরে যেতে চাই। নেটে, ব্লগে, ফেসবুকে। জবে আর গ্রন্থের পাতায়। তবে যদি আশাহত হই, কোন নীচ পর্দাঘেরা চালিয়াতি হয়, তবে আমি বলে দিচ্ছি শহুরে সন্তান, শাল-বট-সেগুনের ভাষা থেকে সোজা চলে যাব আগুনের মাতৃভাষায়; তোমাদের পরিচিত শাহবাগ হয়ে যাবে অচেনা স্কয়ার, অগ্নি-উৎপাতের রুদ্র সূতিকাগার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.