নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

আমি আর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি না ............... এখন সব দুঃস্বপ্ন লাগে

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:০৮

কারন



১) এ দেশে বহু প্রত্যাশার পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতি করে সেই আবুল হোসেন কে দুর্নীতি দমন কমিশন সৎ লোক বলে সনদ দেয় । তাকে আটক করা তো দুরের কথা বরং তার চরিত্রের সু গুন বর্ণনা করে আমাদের দেশের দেশপ্রেমিক পত্রিকা বিজ্ঞাপন দেয় । এতে আবুল হোসেনের দাঁত বের করা ছবি ও থাকে । যেন ম্যাজিক টুথ পাউডার এর বিজ্ঞাপন ।



২) এদেশে সুরঞ্জিতের কালো বিড়াল দেবতা হয়ে দুধ কলা খেয়ে বেড়ায় আর তিনি জনগণকে সৎ হতে উপদেশ দেন । যেন ভগবান বিষ্ণু তাকে এই দায়িত্ব জোর করে দিয়েছেন , মাসে বেতন ঘুষের টাকা । তিনি এই কাজ নিতে চান নি , বড়ই বেদনার কাজ । নিজে অসথ হয়ে অন্য কে সৎ হতে বলা কি বেদনা নয় ।



৩) ৪০০০ হাজার কোটি টাকা যখন হল মার্ক নিয়ে যায় তখন তা অর্থ মন্ত্রীর কাছে সামান্য টাকা । কিন্তু দেশের প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকরা বেতন পান না । আহারে আমার ধনী দেশ । যে চুরি করে তার কাছে তোমার সম্পদ অপার । ৪০০০ হাজার কোটি টাকা কোন টাকাই না । কিন্তু যে মাস শেষে ৩০০০ হাজার টাকা পায় তাকে সেই টাকা দিতে কতো গড়িমসি ?



৪ ) এই দেশে এক হাজার লোকের হত্যাকারী পাঁজেরও গাড়িতে করে আদালতে যায় , এ সি ছাড়া তার বিশাল শরীরে খুব কষ্ট হয় । আর বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্ররা বি আর টি সি একটা পুরনো গাড়ি পায় না । পাবে কি করে আমরা সব তো ফকিরন্নির পুত তাই না ?



৫) এদেশ ৩৩ লক্ষ লোকের অর্থ শেয়ার বাজার থেকে নিয়ে সালমান এফ রহমান হয় দরবেশ এর তার টি ভি চ্যানেল এর তালাশ নামক অনুষ্ঠান খুজে বেড়ায় ফার্মগেট এলাকায় কে ভিক্ষা করে তার গ্রামের বাড়িতে হাগু খানায় টাইলস বসাল ।





৬) নিজের অধিকার চাইতে গিয়ে কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা হয় স্বাধীনতা বিরোধী আর ধর্ষণের দায়ে অভিযুক্ত পুলিশ পায় প্রধানমন্ত্রীর নিরাপরতার দায়িত্ব ।



৭ ) এদেশে সত্যি কথা বলতে গিয়ে গোলাম মাওলা রনি কে হতে হয় দুর্নীতিবাজ । প্রমাণিত দুর্নীতিবাজ আবুল হোসেন বা সুরঞ্জিত পান পুলিশ নিরাপত্তা আর রনি যান আদালতে । আহারে আমার দেশের আইনের শাসন , আমার দেশের বিচার বেবস্থা , আর সাংবাদিক । একটা হত্যাকাণ্ডের (সাগর রুনি ) বিচার এর দাবিতে এরা এক হতে পারে না কিন্তু গোলাম মওলা রনি কে একসাথে বয়কট করে । যেখানে আরেক সাংসদ বদি সাংবাদিক নির্যাতনে পি এইচ ডি করে দিব্বি ঘুরে বেড়ায় সেখানে রনি যায় জেলে । আদালতের কাছে জামিন দেয়াও যেন অনেক খরচার ব্যাপার ।



তাই আজ আর স্বপ্ন দেখি না । তবে একটা কথা মাঝে মাঝে মনে হয় ...



" তোমরা ভয় দেখিয়ে করছ শাস

জয় দেখিয়ে নয় । "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.