![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।
ভাই আমি আশাবাদী । আমি এদের সাথে বহুদিন সময় পার করেছি। এখনো করছি । দেখেছি কি ভাবে বাংলাদেশের সব থেকে মেধাবী ছাত্ররা পচা ভাত আর পিরানহা ( তেলাপিয়া মাছ নামে চলে ) মাছ দিয়ে ক্ষুধার্ত পেট লোভীর মতন ভর্তি করেছে । পূজা বলুন আর রোযা বলুন ছারপোকা কখনো হরতাল করে না। ভাই আমরা এই সাধারণ ছাত্ররা অতি সাধারণ ঘর থেকে আশা । আমাদের মা বোনরা কখনো পার্টিতে যাওয়ার স্বপ্ন দেখে না । রান্নাঘরে বছর ধরে অপেক্ষা করে আমাদের জন্য । ছেলেটা আসবে পিঠা খাবে। আহারে বাছা আমার কতদিন ভালো কিছু খায় না । ভালো খাবার এর স্বাদই বোধয় ভুলে গেছে ।
ভাই এই আমরাই ছাত্রলীগ, আমরাই ছাত্রদল ,এই আমরাই শিবির বা নাস্তিক বা সমাজতান্ত্রিক ।আমরাই দিন শেষে খুধা পেটে হল বা ম্যাচে ফিরি, ছারপোকা আর নোংরা দুর্গন্ধের সাথে ঘরবসতি করি ।
অবস্থা, শোষণ বা অসহায়ত্ব আমাদের ছাত্র রাজনীতির লেজুড় ধরতে বাধ্য করে । কেউ কেউ নিজেদের বিক্রি করে দেয় । তখন আর তারা মানুষ থাকে না ।
গতকাল কে যখন ছাত্রলীগ এর কিছু ছেলে আন্দোলনকারীদের পেটাল আমার পরিচিত পদ ধারি অনেক ছাত্রলীগ এর ভাই কে দেখেছি এর বিরুদ্ধে কথা বলতে । এক ছোট ভাই কে মেরেছে তাই আমার এক পরিচিত বড় ভাই কেঁদে ফেললেন । " ভাইরে আমি কিছু করতে পারলাম না " । তিনিও ছাত্রলীগ করেন ।
"ছাত্রলীগ ছাত্রদল শিবির সমাজতন্ত্রী
ভাই ভাই
যৌক্তিক কোটার বিধান চাই ।"
অধিকার আদায়ে কোন দল নাই দাবী প্রধান ।
©somewhere in net ltd.