নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর রান্না আর কাম হিন বাঙ্গালীর রান্নাঘর POLITICS

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

মাঝে মাঝে আমি বজ্রাহত হই । বজ্রাহত কঠিন শব্দ । সহজ বাংলায় কষ্টে নিজেকে বেকুব মনে হয় । একটা উধারন দেই । আজকের মুখরোচক সংবাদ হল প্রধানমন্ত্রী রান্না ঘরে । বিরিয়ানি রান্না করেন । মনোহর দৃশ্য ।

এইটা নিয়ে কাজ কাম হিন বাংলাদেশী বাঙ্গালি সে এক অন্যরকম অনুভূতি প্রকাশ করছেন । এখানে "কামহিন" মানে যৌন ক্ষমতা হিন নয় । তো যা বলছিলাম ক্ষুধার্ত কাম হিন বাঙ্গালি এই খবর নিয়ে কাম কাজে মেতে উঠলেন । সে কি অনুভূতিরই বন্যা হইল । সচেতন মহল বন্যার পানি দিয়ে ইফতারি করছেন ।



যেমন ধরুন আসিফ মহিউদ্দিন এর চেতনা ময় বানি । তিনি এই কাজের মধ্যে ভোটের স্বার্থে প্রধানমন্ত্রীর হেফাজতের সাথে আপোষের একটা দুর্গন্ধ পাচ্ছেন । তার নাক অবশ্য dog nose . সব কিছুর গন্ধ পান । তার যুক্তি হল সফি সাহেব যেহেতু বলেছেন নারীদের কাজ রান্না করা তাই প্রধানমন্ত্রী এমন ভাবতেও পারেন । পুরাই বেকুব ।

বি এন পি ও জামাত পন্থি বড় ছোট যাদের লেখা পড়লাম মনে হল তারা খুবই নাখোশ । এতে তারা গভীর ষড়যন্ত্র দৃশ্যমান দেখেন । বিরিয়ানি কেন রান্না হল , চালের দাম কতো , তেল ভারতের কি না নানা প্রশ্ন । উত্তর নাই । জাতি উত্তর চায় । জাতি এখন শিক্ষিত হইছে । উত্তর না হলে ঘরে ফিরবে না । রান্না বিষয়ক হরতাল ডাকা হবে ।

এই বার হল চেতনাবাদিদের কথা । তাদের পোষ্টের স্লোগান হল যে রাঁধে সে চুলো বাঁধে । আমি ভাবি চুল না বাঁধলে তো বিপদ । খাবারে যাবে । তখন তা আর মোরগ পোলাও থাকবে না । তা হয়ে যাবে চুল বিরিয়ানি । খেলে পেট হরতাল ডাকবে ।

আর এক দল ছুপা চেতনাবাদি এরা তো এই ছবি দেখে মা নিয়ে কান্না আরম্ভ করলো । এমন ভাব যে এই ছবি না দেখলে তার যে মা ছিল তাই মনে পড়তো না । খুবই অন্যয় কাজ হতো । তাই এই অন্যায় না করতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও তার বিরিয়ানি কে ধন্যবাদ ।



যাই হোক আমরা নিজেরা নিজেদের খুব হেয় করতে পারি ।



প্রধানমন্ত্রী একজন মানুষ । তিনি দোষে গুনে একজন মানুষ । তার শখ আশা থাকতে পারে । সব রাজনৈতিক হতে হবে তাও না । তিনি তার পুত্রের জন্য রান্না করতেই পারেন ।সব পুত্রই এমনটি আশা করে । মা ও করে । এটা একটা সাধারণ পারিবারিক ব্যাপার । এতে হেফাজত বা ষড়যন্ত্র কিংবা অন্নের মা দেখে নিজের মা নিয়ে কান্না না করলেও চলত । কিন্তু আমরা তাই করছি । কারন আমরা কাম কাজ হিন বাঙ্গালি । বিশেষ দ্রষ্টব্য ঃ এখানে "কাম" মানে যৌন ক্ষমতা না ।



পরিশেষে শ্রদ্ধা জানাই সকল মা কে যারা গত ৪২ বছর এর রাজনৈতিক সংঘাতে নিজের পুত্র হারিয়েছে । এখন আর পুত্রের জন্য রান্না ঘরে যান না । শুধু বেচে থাকার জন্য খাদ্য তৈরি করতে বেস্ত থাকেন । সব পুত্রই তাদের মায়েদের কাছে কলিজার টুকরা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.