![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।
বঙ্গবন্ধু একটা উপাধি , শেখ মুজিব একটা নাম । ১৯৭১ এর পূর্বে তিনি জাতীয় নেতা , ১৯৭১ এর পর বাংলাদেশের রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী । সব মিলিয়ে তিনি জাতীর পিতা , যে অর্থে গান্ধী ভারতের বা জিন্নাহ পাকিস্থানের জাতীর পিতা । ১৯৭১ এর পর তার কাজ নিয়ে হাজারটা অভিযোগ তোলা যাবে । তা আবার প্রমান করাও যাবে । পাশাপাশি তার পুরো রাজনৈতিক জীবনে হাজারটা ভালো গুনের কথা বলা যাবে । তা প্রমান ও করা যাবে । কিন্তু সবকিছুর পর একটা কথা বড় হয়ে দেখা দেয় তিনি ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ঠিক পুরা হয় না ।
বাঙ্গালি হিসেবে আমাদের দীনতার কথায় আসি । আমরা রাজনীতির মাঠে শেখ সাহেব কে বিক্রি করি , কখনো তাকে নিয়ে ইতিহাস চর্চা করি না । উদাহরণ দেই , পৃথিবীতে এখন পর্যন্ত গান্ধীর উপর ৫২৬ টা পি এইচ ডি গবেষণা হয়েছে । জিন্নাহের উপর ৫১৩ টি । বঙ্গবন্ধুর উপর বলার মতন একটাও হয় নি । যা হয়েছে তা হল তেল বাজি । তাকে কেউ মহামানব আবার কেউ নিচুমানব বানাতে যতো রকমের কাজ করা যায় কোনটাই বাদ রাখে নি । হাজার হোক হাজার বছরের তথাকথিত সংস্কৃতি ধারন করা বাঙ্গালি তো আমরাই তাই না কি ? আমাদের মাঝে চেতনার বন্যা বয় , শুধু জ্ঞান চর্চার ক্ষেত্রে আমাদের পেট বেথা হয় ।
তাকে নিয়ে অনেকে অনেক বিতর্ক করেন । অনেকে গর্ব করেন । জাতীয় নেতা হিসেবে তার যতোটুকু মূল্য পাওয়ার কথা ছিল তা আমরা দেই না । আমরা ককৃপণ , শুধু বউকে দামি গহনা দিতে পারি ।
আজ ১৫ ই আগস্ট । এই দিন কিছু লোকের ভাগ্য নতুন করে গড়েছে , কারো ভাগ্য অন্ধকারে হারিয়ে গেছে । বঙ্গবন্ধু আজ নিহত হয়েছিলেন । সাথে তার পরিবার । জাতি হিসেবে হয়তো আমরা তাকে এই মৃত্যু থেকে বেশি কিছু দিতে পারতাম না । আজও কিছুই দিতে পারি নি । যা দিয়েছে তা তাদের দিয়েছি যারা তার নাম খোলা বাজারে কেজি দরে বিক্রি করে ।
©somewhere in net ltd.