নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

মিশরের সেনাবাহিনীর প্রিয় লাল রঙে কালো রাজপথের আত্মহুতি............

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

মিশর । অনেকে ফেরাউনের দেশ বলে গালি দেয় । আবার পৃথিবীর অন্যতম সম্ভবত প্রাচীন কালের সবথেকে বড় সৌধ নির্মাতা এরাই । গত কয় দিন ধরে মিশরের রাজপথের রঙ লাল । কালো রং সেনাদের বড়ই অপছন্দ । তাই রক্ত ক্ষরণ । রক্তের রঙ লাল ।

গত এক সপ্তাহে মুসলিম ব্রাদারহুডের হিসাব মতে নিহতের সংখ্যা প্রায় ২৭০০ । সরকারি হিসাবে ৫৭৬ জন। প্রথমবারের মতন অবাধ নির্বাচন , স্ব ঘোষিত সেকুলার দের পরাজয় , ইসলাম পন্থী মুরসির ক্ষমতা গ্রহন , একবছরের মাথায় সেনা শাসনের প্রত্যাবর্তন। সব মিলিয়ে ঘটনা বহুল সময় । মাঝখানে রাস্তার রং পাল্টাতে লাল রক্ত রঙের আমদানি ।



মুল কথা হল ক্ষমতা । দল দুটো । একটা সেকুলার পন্থী ( অনেকের মতো নাস্তিক ) অন্যটা ইসলাম পন্থী । যে করেই হোক ক্ষমতায় টিকতেই হবে । রাস্তার রং লাল করতেই হবে । তাই সেনাবাহিনীর হত্যাকাণ্ড । নৈতিক সমর্থন দিচ্ছে সেকুলারপন্থীরা ।



একটা পুরনো উদাহরণ টানি । আলবেনিয়া , ইউরোপের মুসলিম প্রধান দেশ । পৃথিবীর একমাত্র সাংবিধানিক ভাবে নাস্তিক ( atheist ) দেশ । ১৯৪৫ থেকে এর সূচনা । ২০১২ সাল পর্যন্ত এই দেশটা সরকারি ভাবে ৪ লক্ষ ৭৬ হাজার লোক খুন করেছে , ২ লক্ষ ২৮ লোক নিখোঁজ , বন্দি কতো তার সঠিক হিসাব পাওয়া যায় না । এরা সবাই মুসলিম । শুধু মাত্র ধর্ম পালন তাদের অপরাধ। ধর্মীয় শাসন চাওয়া তো "হুনুজ দূর অস্ত " । খ্রিস্টানদেরও একই অবস্থা । এখানে মুসলিম জনসংখ্যা প্রায় ২৬ লক্ষ ( কিছু কম বা বেশি হতে পারে । ধর্মের ভিত্তিতে ওদের জনসংখ্যা গননা হয় না । ) বর্তমানে এই অত্যাচার কিছুটা কম হলেও এখনো একেবারে থেমে যায় নি ।



এখন মিশরের রাস্তার রঙ পরিবর্তনে যারা দুঃখ পাছেন তাদের জন্য বলি এটা নতুন না । ক্ষমতার লোভে পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ম পন্থিরা যেমন কঠোর হয়েছে ঠিক তেমনি এই কথিত নাস্তিকরা কিছু কম করে নি । এখানেও তাই হচ্ছে । দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ।



পার্থনা করি পরম করুণাময় যেন সকল নিহতকে তাঁর করুনাধারায় সিক্ত করেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.