নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

নির্বাসনে নৈতিকতার ভূত ..................

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

ঐশী মেয়েটিকে দেখলাম । কেমন জানি মায়া লাগা চেহারা । চোখ ভর্তি ভয় । এমন কোন কথা নাই যে ইয়াবা খেয়ে বাবা মা কে খুন করলে চোখে ভয় থাকতে পারে না । থাকলে অন্য কথা । হয়তো একসময় মেয়ের এই ধরনের ভয় দেখে বাবা মা চিন্তিত হতেন । গভীর রাতে দুই জনে আলোচনা করতেন, " মেয়ের চোখে ভয় কেন ? মেয়ে কি এখনো ভূত ভয় করে নাকি । ছোট বেলা থেকেই তো ওর ভূতের ভয়। আহারে মা আমার । মনে আছে ছোট বেলা ভয় পেয়ে গভীর রাতে এসে আমাদের পাশে জড়সড় হয়ে ঘুমাত ? ঐশী বড় হয়ে গেছে তাই না গো ? "



ঐশী সত্যি এখন বড় হয়ে গেছে । বয়সের বড় না । স্বভাবের বড় । রাত করে বাড়ি আসে। বন্ধুদের ঘরে নিয়ে এসে আড্ডা দেয় । মাঝে মাঝে দরজা বন্ধ থাকে । কেউ গেলে খুব রাগ করে । মাঝে মাঝে বন্ধ দরজার ভেতর থেকে ধোঁয়া আসে । শব্দ আসে , গভীর ক্লান্তিময় আনন্দের শব্দ ।



এখন আর সে গভীর রাতে ভয় পেয়ে বাবা মার পাশে এসে ঘুমায় না । এখন গভীর রাতে সে জেগে থাকে। ধোঁয়া আর লাল , নীল ট্যাবলেটের স্বপ্ন দেখে । সেখানে ভূতের আনাগোনা নিষিদ্ধ । একদিন নিজেই বাবা মাকে ভূতের রাজ্যে পাঠিয়ে দেয় । খুব জ্বালাতন করছিলো যে । এখন তো সে বড় হয়েছে , স্বাধীন । সেখানে হস্তক্ষেপ মানবে কেন ? এখন তাদের ভূতের রাজ্যে পাঠানোই দরকার । এখানে তারা বড় বেমানান। তারা আধুনিকতার শত্রু । বড় সে কেলে । তাই এটাই ঠিক ।



বড়ই আফছস । একদিন আমাদের সমাজে নৈতিকতা নামের ভূত ছিল । আমরা আধুনিকতা আমদানি করতে গিয়ে কিছু ভালো এনেছি । সাথে কিছু খারাপ ওঝা এনে ফেলেছি । ওঝা এসে নৈতিকতার ভূত তাড়িয়েছে । এখন আমরা দেখছি আমরা স্বাধীন । যা ইচ্ছা তাই করতে পারি । নৈতিকতা , মূল্যবোধ সে তো পেটের বেথা । কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা ।



পরিশেষে বলি ঐশী কে চরম শাস্তি দেয়া বড় কাজ নয় । আমাদের সমাজে এখন ঐশী দের সংখ্যা কম না । কেউ কি আছে যারা এদের মাথায় পরম মমতায় হাত বোলাবে । বলবে " মা 'রে ঘরে আয় । আমরা সবাই আছি । তোর চিন্তা কি । চলরে বেটি ভূতের গল্প করি । সেই যে সাকচুন্নি ভূতের কথা ......

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

শহুরে আগন্তুক বলেছেন: ব্যাপারটা মেনে নিয়ে মাথায় হাত বুলানোটা কষ্ট সাধ্য ।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

আসিফ ফিবোনাক্কি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ শহুরে আগন্তুক । আপনি প্রথম যিনি আমার এখানে কোন মন্তব্য করলেন ।
সবসময় মনে থাকবে ।
আপনি ঠিকি বলেছেন । তবে কি না চুল থাকলে তো কষ্ট হতো । এখন তো মাথায় চুল ই নাই । এখন আর কষ্টের কি আছে ?

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

শহুরে আগন্তুক বলেছেন: It's your KHALID BHAIA from Du , Finance.

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

আসিফ ফিবোনাক্কি বলেছেন: আমি আপনাকে চিনেছি । তাই একটু ঘটা করে ধন্যবাদ দিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.