নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

DIVIDE & RULE এর নব্য সংস্করণ

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

একটা প্রশ্ন । এখন পর্যন্ত পৃথিবীতে কয়টা দেশের বয়স একশো বছর পেরিয়েছে । খুব কম , হাতে গোনা যায়। মোটামুটি ১৯৫০ সাল পর্যন্ত পৃথিবী ৩ টা দেশের দখলে ছিল । ইংল্যান্ড , ফ্রান্স , রাশিয়া ইউরোপের এই ৩ শক্তি মিলে পৃথিবী নামক কাঁঠাল খেয়েছে । শাসন করতে গিয়ে এরা যা করেছে তা হল ভাগ করো ও শাসন করো । যেমন

১) ভারতবর্ষে হিন্দু মুসলিম ভাগ করো নীতি । ইংরেজদের এই কাজের ফল হল ভারতবর্ষের বিভক্তি ।



২) ইংরেজরা দক্ষিণ পূর্ব এশিয়া তে বিশেষ করে মালয়েশিয়া তে মালই ও তামিলদের মধ্যে জাতি বিভাজন নীতি চরম ভাবে কার্যকর করে ।



৩) লেবাননে মেরানাইট খ্রিষ্টানদের সাথে মুসলিমদের সংঘাত বাধায় ফ্রান্স ।



৪) গ্রিস আলবেনিয়া বুলগেরিয়া এলাকায় রাশিয়া অটোম্যানদের সাথে ধর্মান্তরিত মুসলিম দের সংঘাত বাধায়। পরে এই পথ ধরে ওই অঞ্চলের রক্তপাত ।



৫) আরব রাজ্যগুলোতে ওয়হাবি দের সাথে শিয়া দের সংঘাত বাধায় যৌথভাবে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স ।



এই দেশগুলোর এই নীতি ১৮০০ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ ও প্রায় ১২৫ টি ছোট বড় যুদ্ধ ঘটায় যাতে নিহতের কোন সঠিক হিসাব নাই । শুধু একটা উধাহরন হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীতে থেকে জিপসি নামক একটা জাতি বিলিন হয়ে যায় । এতে আমেরিকা বা জার্মানি লোভ কম দায়ি ছিল না ।



সময়ের আবর্তে সরাসরি শাসন এর অবসান ঘটে । উপনিবেশগুলো স্বাধীন হয় । চিৎকার করে কান্না শুরু করে । ক্ষুধার চিৎকার ।জাতীয়তাবাদ খানিকটা উকিঝুকি মারতে থাকে । এটাকে থামানোর জন্য নতুন করে ভাগ করো ও শাসন করো নিতির আমদানি করা হয় ।

যেমন ধরুন যে দেশে ৯০ ভাগ লোক মুসলমান সেই দেশে তো আর সাম্প্রদায়িক বিভাগ করা যায় না । সেখানে রপ্তানি করা হয় আস্তিক নাস্তিক শুদ্ধ ভাষায় Secularist vs Islamist দন্দ । মিশর , তুরস্ক, পাকিস্থান এর অন্যতম উধাহরন । আমাদের বাংলাদেশ বা কম কি ।



আমরা শালার সাধারণ পাবলিক গিনিপিগের মতন যা বলে তাতেই লাফাই । আমাদের যে কানা কড়িও দাম নাই তা মানতেই চাই না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.