নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

"969" একটা আন্দো........................

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

"969" একটা আন্দোলন ।একটা গ্রুপেরও নাম । মায়ানমারে এই আন্দোলন শুরু হয়েছে , উদ্দেশ্য রোহিঙ্গা মুসলিমদের ধরে ধরে হত্যা করা । ভিক্ষু উইরাথু এই আন্দোলনের প্রধান প্রচারক । ২০১২ সালে টাইম ম্যাগাজিন এই বেক্তিকে The Face of Buddhist Terror বলেছে । এর উত্তরে মায়ানমারের রাষ্ট্রপতি তাকে " বুদ্ধের পুত্র " বলে মন্তব্য করেন । অবশ্যই এই লোক বুদ্ধের পুত্র । তবে "কু পুত্র "। মনে গভীর অন্ধকার । এই ভিক্ষু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় । সাথে থাকে তার অনুসারিরা । তারা তিনটি কাজ করে খুব যত্নের সাথে ।

আর তা হল.....................



১) মুসলিম বণিকদের ও তাদের পণ্য বর্জন ।

২) মুসলিমদের হত্যা করা যাতে তারা ভয় পেয়ে দেশ ছাড়ে ।

৩) মুসলিম মৃতদেহ গুলোকে আগুনে পুড়িয়ে দেয়া । এটাই তাদের পাওনা , আর বৌদ্ধ দের উচিৎ এই প্রাপ্য প্রদান করা ।



বিবিসি এর তথ্য অনুযায়ী গত ২০১২ সালে এই গ্রুপের হাতে নিহত হয় ২০০ মুসলিম । তাদের মতে এটা সরকারী হিসাব , বেসরকারি হিসেবে আরও বেশি । ঘর ছেড়েছে ১ লক্ষ মানুষ । সরকার নিজেই এই আন্দোলনকে সহয়তা করছে । উইরাথু সরকারের সমর্থন ও পৃষ্টপোষকতা পান ।



তাহলে যা দাড়াচ্ছে তা হল



১) সরকার এই আন্দোলন প্রসারের ব্যাপারে মৌন ও প্রকাশ্য সমর্থন দিচ্ছে ।

২) উগ্র মত প্রচারকারীদের নিরাপত্তা দিচ্ছে , গ্রেফতার করছে না ।

৩) সরকার রাষ্ট্রযন্ত্র কে ব্যাবহার করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড চালাচ্ছে ।



বাংলাদেশ প্রতিবেশী দেশ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এই সমস্যা মোকাবেলা করছে । তবে দুর্বল ভাবে । আমাদের একটা নীতি গ্রহন করা উচিৎ । তা হওয়া উচিৎ মানবিক ও যৌক্তিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.