নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

জ্বলন ( অনুগল্প)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫



~ মাগো শরীরে এতো জ্বলন কেন ?

~ কই জ্বলে গো বাপ ?

~ সারা শরীরে জ্বলন গো মা । মুখে জ্বলন বেশি । জাহান্নামের জ্বলন গো মা ।

~ বাপ আমার । নিশ্চিন্ত থাকো । জ্বলন কমবে । ডাক্তার সাহেব ঔষধ দিয়েছে । তুমি একটু সবুর করো আব্বা । আল্লাহ্‌ তালা সবুর কারিরে বড়ই পছন্দ করেন ।



~মাগো ডাক্তার মানুষটা খুবই ভালো । তাই না মা । মা আমি সুস্থ হইলে তাঁরে একদিন আমার লেগুনায় চড়াবো । বিনা ভাড়ায় । দুপর বেলায় নান্না মিয়ার মোরগ পোলাও খাওয়াবো । এই খানা বড়ই সুন্দর । বড়ই সুবাস । মা ডাক্তার সাহেব আমার সাথে যাবে না ?



~ অবশ্যই যাবে বাপ । তুমি সবুর করো । আজ তোমাকে দেখতে আসলেই তাকে সংবাদ দিবো ।



~ অবশ্যই বলবে মা । আচ্ছা মা আমি তো সবুর করলাম । জ্বলন তো কমে না মা। মুখের জ্বলন বেশি গো মা ।



~ বাপ আমার এইটুকু সবুর করলে হয় না কি ?সবুর অধিক পরিমানে করতে হয় । আমাদের নবী সাহেব ও সবুর করতেন । দীর্ঘ সবুর ।



~ আচ্ছা মা আমি মরে গেলে নবী সাহেব কে দেখতে পাবো ? বড়ই ইচ্ছা তাকে দেখার।



~ অবশ্যই পাবে বাপ । তাঁর সাথে বসে জান্নাতের খানা খাবে । এই খানা বড়ই সুস্বাদু ।

~ মা আমি কি মরে যাচ্ছি ? এতো কষ্ট হচ্ছে কেন গো মা ।



আমেনা বেগম আর কথা বলতে পারলেন না । তাঁর গলা ধরে এল । গলায় যেন কেউ পাথর বেঁধে দিয়েছে । তাঁর চোখ দিয়ে পানি পড়তে লাগলো । গরম পানি । চোখের পানি গরম হয় তা তিনি জানতেন না । তাঁর একমাত্র ছেলে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিট এ ভর্তি । ডাক্তার বলছে আশা কম । তিনি কম আশা নিয়ে ছেলের পাশে বসে আছেন । আয়তাল কুরছি পড়ছেন । আল্লাহ্‌ যদি একটু দয়া করেন ।



~ মা চুপ কেন ।

~ কিছু না গো বাপ । এমনি চুপ ।

~ বল না মা আমি বাঁচবো তো ?

~ হ বাপ তুমি বাচবে । আমরা তোমার বিবাহ দিবো । লাল বউ ঘরে আনব । তোমরা আনন্দে সংসার করবে ।

~ মা তুই কি যে বলিস না । বউ আবার লাল হয় না কি ?

~ হয় গো বাপ । লাল শাড়ি পরা বউকে লাল বউ বলে ।

~ ও মা তুই এখন চুপ থাক । নার্স আপারে একবার ডাক না মা । আমার যে খুব জ্বলতেছে ।

~ বাপ নার্স আসতেছে । তুমি একটু সবুর করো । জ্বলন কমবে ।

~ ও মা আমাকে বাচা না । আমার জ্বলন একটু কমা না ।

~ আল্লাহ্‌ আল্লাহ্‌ করো বাপ । সবুর করো ।

~ মারে আমি কি মরে যাচ্ছি ?



একমাস পরের কথা । নতুন সরকার হয়েছে । প্রধানমন্ত্রী সুন্দর গাড়ি করে শাহবাগ দিয়ে যাচ্ছেন । কঠোর নিরাপত্তা বেবস্থা । রাস্তা দিয়ে পিঁপড়া হাঁটার ও সুযোগ নেই । হাঁটলেই পুলিশ পা দিয়ে লাথি দিবে । হটাত একটা পাগলী প্রধানমন্ত্রী গাড়ীর সামনে লাফ দিয়ে পড়ল । পড়েই চিৎকার । “আমার শরীরে আগুন দে , আগুন দে । কাঁচা মাংস , পুড়ায় দে । “ পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেলো । প্রধানমন্ত্রীর গাড়ি ও চলে গেলো । হাজার হোক তাঁর নিরাপত্তার একটা ব্যাপার আছে । পরদিন পত্রিকা থেকে জানা গেলো প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী পাগলির নাম আমেনা বেগম । ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিট এর গেটে তাকে দেখা যায় । দারোয়ান তাকে ঢুকতে দেয় না । সে দাঁড়িয়ে থাকে । পোড়া রুগি দেখলেই বলে “ আগুন দে আগুন দে , কাঁচা মাংস জালায় দে । “

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: "আগুন দে আগুন দে , কাঁচা মাংস জালায় দে"..............আর কত!!!! অসাধারণ লিখেছেন ভাই। পাঠককে একটু হলেও ভাবিয়ে তুলবে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৩

আসিফ ফিবোনাক্কি বলেছেন: বাঙ্গালি বহু দিন ধরে ভাবনা চিন্তা করছে ভাই । এই জন্য আমরা ভাবুক জাতি । মাঝ খানে শুধু কর্ম করি না । যা করি তা কুকর্ম ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

তাসজিদ বলেছেন: শেষ কোথায়??????????????

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩২

আসিফ ফিবোনাক্কি বলেছেন: যখন আমরা বলবো আমরা আর রাজনীতি চাই না তখন শেষ । তবে এটা সম্ভব না । কারন মানুষ রাজনৈতিক জীব । রাজনিতিকে না বলতে পারে না ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কষ্টের গপ, দীর্ঘশ্বাসের গপ!

ভালো লাগলো

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৩

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

বেলা শেষে বলেছেন:
“ আগুন দে আগুন দে , কাঁচা মাংস জালায় দে । “
burning Point of the Nation & its Heart!
write more Blogger please!!!

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ভাই দোয়া করেন যেন এমন আর লিখতে না হয় । এমন কোন লেখা যেখানে মানুষের মৃত্যুর সংবাদ দেয় তা যেন আবার নতুন করে লিখতে না হয় । দোয়া করুণ যেন জীবনের গল্প আমাদের চারপাশে ছড়িয়ে থাকে । আমরা যেন আনন্দে থাকি ।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

শায়লা িসিদ্দক বলেছেন: "আগুন দে আগুন দে , কাঁচা মাংস জালায় দে" জানি না কবে এর শেষ হবে :(

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫

আসিফ ফিবোনাক্কি বলেছেন: যখন আমরা বলবো আমরা আর রাজনীতি চাই না তখন শেষ । তবে এটা সম্ভব না । কারন মানুষ রাজনৈতিক জীব । রাজনিতিকে না বলতে পারে না ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

খেয়া ঘাট বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: কষ্টের গপ, দীর্ঘশ্বাসের গপ!

ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.