নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

লাশ ( অনুগল্প )

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪



~ লাশটা কার ।

~ মানুষের । পুরুষ মানুষ ।

~ আমি কি বলেছি কুকুরের লাশ ।

~ জানেন যখন তখন জিজ্ঞেস করছেন কেন ।

~ না , মানে এর পরিচয় জানেন কি না ?

~ না জানি না । এইটা আমার আত্মীয় লাগে না । তাই চিনি না ।



বড় রাস্তার ধারে একটা লাশ পড়ে আছে । অল্প বয়সি ছেলের লাশ । বয়স হবে হয়তো বিষ একুশ । মুখে রক্ত লেগে আছে । হাতের একটা আঙ্গুল কাঁটা । কাঁটা গায়গায় রক্ত জমাট বেঁধে আছে । লাশটি প্রথম দেখে রতন । সে সকালে দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছিলো । আজকে দুধ কম হয়েছে । তাই তার মেজাজ খারাপ । শীতে মধ্যে গরু কম দুধ দেয় কি না এই নিয়ে সে চিন্তিত । চিন্তা করতে করতে সে এই লাশ দেখতে পায় । প্রথমে ভেবেছিল কোন মাতাল শুয়ে আছে । তার ইচ্ছা ছিল কাছে গিয়ে একটা লাত্থি দিবে । সে ভাত খেতে পায় না , আর এরা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে । এদের লাথি দেয়া কর্তব্য । সে কর্তব্য পালন করতে এসে দেখে একটা মরা মানুষ পড়ে আছে । কমবয়সী একটা ছেলের লাশ । মুখে রক্ত লেগে আছে তাই চেহারা বোঝা যাচ্ছে না ।



রতনের চিৎকারে লোক জড়ো হয়েছে । লোকের মধ্যমণি হিসেবে আছে সে । কেউকেটা ভাব নিয়ে সে অন্যদের ঘটনার বর্ণনা দিচ্ছে । লাশ আবিস্কারের এই ঘটনায় সে নায়ক হয়ে গেছে । এর মধ্যে তার দুধ বিক্রি হয়ে গেছে । দাম বেশি পেয়েছে । ৭০ টাকা লিটার । চিন্তার সময় মানুষ দামাদামি করে না । এখন খুবই চিন্তার সময় । লাশের পরিচয় বের করা মহা চিন্তার ব্যাপার ।



~ কে মেরেছে বলে ধারণা করছেন রতন ভাই ।

~ অবশ্যই মানুষ মেরেছে । এখন তো আর বাঘ নাই , বাঘ তো আর এই মানুষ মারে নাই । মানুষই মানুষ মেরেছে ।

~ সত্য কথা । সেই মানুষটা কে ?

~ এইটা রহস্য । রহস্য উদ্ধার করবে পুলিশ । এইটা আমার কাজ না । এইটা পুলিশের কাজ । আমি করলে হবে অকাজ । তবে পুলিশ যদি মেরে থাতে তবে রহস্য রহস্যই থাকবে ।

~ আপনার কি বিবেচনা ?

~ আমার কোন বিবেচনা নাই ।



বেলা বেড়ে গেছে । লাশ থেকে গন্ধ বের হয়েছে । লাশের চারদিকে মাছি ওড়াউড়ি করছে । রতন খুবই ক্লান্ত । লাশের বর্ণনা দেয়া কষ্টের কাজ । এই কাজ করতে গিয়ে তার ক্ষুধা লেগেছে । তার উপর লাশের গন্ধ তার অপছন্দ । ক্ষুধা পেটে গন্ধ তীব্র লাগে । বমি বমি ভাব হয় । পুলিশ এসে গেছে । এখন তার না থাকলেও চলবে ।



ঘটনা ২



~ ভাই ঘুমান না কি ?



রতন বিরক্ত হয়ে তাকায় । লাশ দেখে আসার পর থেকে সে বমি করছে । শরীর ক্লান্ত । আজ রাতে সে বারান্দায় শুয়েছে । বমি করতে বার বার উঠতে হচ্ছে তাই আর ঘরে যায় নি । ঝিমুনি আসছিলো , এর মধ্যে তাকে এই কথা জিজ্ঞেস করার কোন মানে হয় । মানুষ দিনের দিনে আহাম্মক হয়ে যাচ্ছে । সব সময় প্রশ্ন করতেই থাকে ।



~ ভাই ঘুমান নাই ।

~ দেখেন না ঘুমাই কি না ?

~ প্রথমে বুঝি নাই । এখন বুঝলাম ।

~ বুঝেছেন যখন তখন যান । আমি ঘুমাবো ।

~ আচ্ছা ভাই আপনি ঘুমান । আমি আপনার পাশে বসে থাকি ।

~ বসে থাকবেন মানে । আপনি বাড়ি যান । আমার এইখানে বসে থাকবেন কেন ?

~ আমার বাড়ি নাই ভাই । এখনো ঠিক হয় নি । তাই বুঝতে পারছি না কোন বাড়িতে যাবো ।

~ খুলে বলেন । রহস্য করবেন না । এখন মাথা পরিষ্কার নাই । রহস্য ভালো লাগেব না ।

~ ভাই আমার এখনো কবর হয় নি । এই জন্য বললাম বাড়ি ঠিক হয় নাই ।

~ কবর হয় নি মানে কি ? আপনি তো মরেন নাই । কবর হবে কি করে ।

~ অবশ্যই মরেছি ভাই । গত রাতে কয়েকজন লোক আমাকে এটা গাড়ীতে করে তুলে নিয়ে যায় । চোখ বন্ধ ছিল তাই গাড়ীর রং দেখি নাই । তবে গাড়ি ঠাণ্ডা ছিল । এসি গাড়ি । এর পরে আর কিছু মনে নাই ।

~ এইসব কি বলেন । ভাই আমার শরীর খারাপ । তার উপর খারাপ গন্ধ পাচ্ছি । বমি বমি করছে । আপনি রহস্য করবেন না । এখন বাড়ি যান ।

~ ভাই আমি সত্যি বলতেছি । আজ সকালে আপনি আমার লাশ দেখেছেন । এই দেখেন আমার একটা আঙ্গুল নাই । কাঁটা আঙ্গুল থেকে রক্ত পড়ছে ।



রতন গন্ধে বমি করে ফেলে । মনে হচ্ছে পেটের লারি ভুঁড়ি বের হয়ে আসবে । সে গলা চেপে তা আটকে রেখেছে । তার বমি হতেই থাকে । তার পাশের মানুষটি এখনো যাই নি । মানুষটার আঙ্গুল থেকে রক্ত পড়ছে ।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: অনুগল্প বলা হচ্ছে কেন? পরমানু গল্প বললে অসুবিধা কোথায়?

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

আসিফ ফিবোনাক্কি বলেছেন: পরমাণু শব্দটা ভালো লাগে না । মনে হয় পরমাণু বোমা । তাই অনুগল্প বলা হচ্ছে ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

অদিব বলেছেন: আরো অনেক গল্প চাই! ফিবোনোক্কির ধারার অনুরুপে... :D :D :D

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ । দেখি ভাই কি হয় । শীতকালে বেশি গল্প বের হয় না । আমার গল্পের গরুর মতন অবস্তা । চিন্তার বিষয় ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

খেয়া ঘাট বলেছেন: বড়ই রহস্য গল্প।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ভাই এখানে রহস্য কিছুই নাই । যা রহস্য তা আমাদের মনে ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

রাফা বলেছেন: প্রতিবাদ করিনি বলেই আজ শুধু লাশ আর লাশ।আজ ও কাল সে তারপর আপনি নিজে অথবা আমিও ঐ লাশ হয়েই পরে থাকবো।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

আসিফ ফিবোনাক্কি বলেছেন: হয়তো আপনি ঠিক বলেছেন । একেক জনের প্রতিবাদের ভাষা একেক রকম হয় ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

উদাস কিশোর বলেছেন: প্লাস
চমত্‍কার অনুগল্প

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

অপ্রচলিত বলেছেন: বেশ বেশ, মন্দ নয়!

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালো লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: লেখার টুইস্ট্যটার চাইতে ধরনটা বেশ পরিচিত ঠেকলো, হুমায়ুনজাফর হইছে। ইন্টারেস্টিং।

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

আসিফ ফিবোনাক্কি বলেছেন: মানুষ মাত্রই মিল খুঁজে । আপনি মানুষ তাই খুঁজবেন । আমিও মানুষ । আমি মিল করবো । সবই নিয়ম অনুযায়ী চলে । এইটাও একটা নিয়ম । ধন্যবাদ , গল্পটি পড়ার জন্য ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইন্টারেস্টিং ভালো লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ । আপনি নিজে হয়তো মজার মানুষ । তাই মজা পেয়েছেন ।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: চমৎকার ছোট গল্প। শেষে লাশের সাথে কথা বলাটা বুঝা যাচ্ছিল।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ । আমার লিখতে গিয়ে এমন মনে হচ্ছিলো ।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

ব্যবচ্ছেদ বলেছেন: ভালো লিখেছেন । ফেসবুকেও বলেছি,এখানেও বলি । :)

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ । দুই বার দিলাম । একবার ফেসবুক এর জন্য , অন্য বার ব্লগ এর জন্য ।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

সোজা কথা বলেছেন: ভালো লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

বাকপ্রবাস বলেছেন: যদি কিছু মনে না করেন, আমার খুব ইচ্ছে অনু গল্প লিখার বাটা আইডিয়া নেই, অনুগল্পের মূল উপাদান গুলো কি কি, ডিটেল্ড না বললেও আমাকে শুধু এটা বলেন ১ম অংশ আর দ্বিতীয় অংশের সমন্বয়টা কিভাবে দিয়েছেন, ফিনিসিংটা পাচ্ছিনা, একটু ব্যাখ্যা করলে আমার জন্য ভাল হতো, লাশটা আসল কেন আবার, তার দায়িত্ব কেউ নেইনি তাই সে আবার আসল তার কাছে? তার বিবেক কে তাড়া দেবার জন্য? আবার ছেলেটি ছোট তার দায়িত্ব সে করেছে সবাইকে ডেকে দিযে, তাকে আবার যন্ত্রনা দেয়া কি ঠিক হবে? বিবেকের দায়তো অখন অন্যের ঘাড়ে, পুলিশ এর ঘাড়ে, সমাজের ঘাড়ে, দুঃখিত আমি যদি গল্পের স্পিরিট না বুঝে থাকি, সত্যি কথা বলছি আমার লিখার খুব ইচ্ছে তাই খুটে খুটে প্রশ্নগুলো করছি

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ।
অনুগল্পের কোন মূল উপাদান নেই । এটাকে আপনার ইচ্ছা মতন লিখতে পারেন । এমন না যে সব গল্পের গভীর শিক্ষা থাকতে হবে । আমি তাই মনে করি ।

সত্যি কথা বলতে কি , অনুগল্পের শেষ কথা বলেন পাঠক । এখানে কল্পনা করার সুযোগ অনেক বেশি । ছোট গল্পের থেকে ও বেশি । অল্প কথায় এতো বেশি কল্পনা করার সুযোগ তৈরি করা হয় যে অর্ধেক লেখেন গল্পকার অর্ধেক লেখেন পাঠক ।

আমার গল্পের আমি রতন কে ছোট ছেলে বলে উল্লেখ করি নি । আর যে মানুষ সেই মানুষের কষ্টের কথা বুঝে , অমানুষ বোঝে না । রতন মানুষ , তাই তার কাছে লাশ এসে কথা বলতে পারে । যারা খুন করেছে তারা মানুষ না , হলে লাশের কথা ভেবে খুন করতো না । তাদের কাছে লাশের কোন মূল্য নেই । তারা লাশের কথা বোঝে না ।

জানি না আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারলাম কি না । তবে আমি যা বিশ্বাস করি তাই বললাম ।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগলো !!!

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ লেখক ভাই ।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্পের নির্বিকার স্বাভাবিকতায় মুগ্ধ হলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

আসিফ ফিবোনাক্কি বলেছেন: আমি আপনার সহজ কিন্তু সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হলাম ।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

শুভ পাটগ্রাম বলেছেন: নাছোড়বান্দা লাশ! ভাল লাগল। অল্পতেই খতম।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

আসিফ ফিবোনাক্কি বলেছেন: ধন্যবাদ পড়েছেন তাই । মানুষ এর কাছে লাশ নাছোড় বান্দা । কারন তাদের মানবিক অনুভূতি আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.