নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

জুতা দান ( অনুগল্প ~ উৎসর্গ ~ বিসিবি কে , যারা বুদ্ধিমান , তবে ঘাস খায় । )

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০



~ ভাই কোথায় যান ?

~ জাহান্নামে যাই । আপনি যাবেন ?

~ না যাবো না । আমার প্রিয় স্থান জান্নাত । শুনেছি ঐখানে হুর পরি আছে । পাবো কি না জানি না । তবে আশা রাখি ।

~ আশা রাখা ভালো । মানুষ মাত্রই আশাবাদী । এই জন্য মানব প্রজাতি বেকুব । আপনিও একটা বেকুব ।

~ আমাকে বেকুব বললেন কেন ?

~ আমার পিছনে লেগেছেন । এই জন্য বেকুব বললাম ।



জয়রামপুর গ্রামের মেম্বার আনিস সাহেব এই মানুষটার উপর খুবই বিরক্ত হয়েছেন । তখন থেকে পেছনে লেগেছে । একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে । বিশ্রাম নাই । যে লোকের কাজ কাম নেই তারা বেশি প্রশ্ন করে । এই লোকের বোধয় কোন কাজ কাম নেই । আনিস সাহেবের এখন অনেক কাজ । বড় একটা দায়িত্ব নিয়েছেন । আজ সন্ধ্যার মধ্যে কাজটা করতে হবে ।



~ ভাই আপনার ব্যাগে কি ?

~ বোমা । ককটেল বোমা না । আসল বোমা । মারলেই কেল্লা ফতে । ধুম । জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এইটা আল্লাহ্‌ পাকের বিবেচনা ।

~ ভাই মস্করা করেন কেন । কি আছে বললেই তো হয় । মানুষের প্রশ্নের উত্তর তো মানুষই দেয় । গাধা তো দেয় না । বলেন ভাই দেয় ?

~ না দেয় না ।

~ এখন বলেন আপনার ব্যাগে কি আছে ।

~ ভাই আমার ব্যাগে পুরাতন জুতা আছে । কয়েকটার তলায় গবর লেগে আছে । আমার গ্রামে গরুর পরিমান বেশি । পথে ঘাটে প্রকৃতির ডাক সারে । বোঝেন তো ।



আনিছ সাহেব বড় দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন । তার গ্রামের সকল লোক বাংলাদেশের ক্রিকেট খেলার ভক্ত । খেলার দিন কাজ বন্ধ দেয় । বাড়িতে পিঠার আয়োজন হয় । জামাই ঝি কে দাওয়াত করা হয় । দল জিতলে মসজিদে শিন্নি দেয় , মিলাদ পড়ায় । এমন কি তিনি নির্বাচন করেছেন ব্যাট বল মার্কা নিয়ে । ব্যাট বল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ।



কিন্তু দেশের লোক শান্তি পায় নি । চরম অশান্তিতে আছে । কয়েকদিন ধরে তারা গভীরভাবে চিন্তিত । কারন গুরুতর । বাংলাদেশ নাকি টেস্ট খেলতে পারবে না । এইটা কেমন কথা । আমাদের ছেলেদের খেলার কি কোন দাম নাই না কি । সবাই জলে ভাইসা আসছে । ফু দিলেই উড়াল দিবে । এদের পেছনে সারা দেশের মানুষের দোয়া আছে ।

কিন্তু দোয়াতে কাজ হয় নি । আজ সকালে তারা জানতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড নাকি দেশের জন্য ভোট দিবে না । মিটিং বসেছে , সিদ্ধান্ত হচ্ছে । টেস্ট না খেললে টাকা বেশি তাই খেলা বন্ধ । এইটা কেমন বিবেচনা । ক্রিকেট বোর্ড এ কি গাধা বসে না কি । ঘাস চিবায় , আর সিদ্ধান্ত নেয় । এই জন্যই তো মাঠে ঘাস এর কমতি । এর একটা প্রতীবাদ হওয়া দরকার । কঠিন প্রতীবাদ । তাই গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ডের লোকদের জুতা দেয়া হবে । পুরাতন জুতা । গলায় পরালে ভালো হোতো । না পরানো গেলেও সমস্যা নেই । ছুঁড়ে মারলেও হবে । গ্রামবাসী এই কাজের দায়িত্ব দিয়েছে তাদের মেম্বার আনিস সাহেব কে । আনিস সাহেব ঢাকায় আসছেন এই কারনে ।



~ ভাই জুতা কি করবেন ?

~ এইটার কাজ আছে ভাই । বড়ই দরকারি জিনিস ।

~ খুলে বলেন ।

~ আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং আছে । বিসিবি ভবনে । আমি সিদ্ধান্ত নিয়েছি এই মানুষগুলাকে জুতা দান করবো । এইটা একটা প্রতীবাদ । জুতা হল প্রতীবাদের ভাষা । কঠিন ভাষা ।

~ ভাই ভালো সিদ্ধান্ত । কাজ কি আজকে করবেন ।

~ অবশ্যই আজকে । শুভ কাজে দেরি করতে নেই । বরকত কম হয় ।



আনিস সাহেব বাস থেকে নামলেন । রাস্তা পার হলেই বিসিবি ভবন । ভবন দেখতে সুন্দর । ঝকঝকে পরিষ্কার । দেখলে মন ভরে যায় । এর গায়ে বাঘের ছবি । কি চমৎকার ছবি । আনিস সাহেব ভবনের গেটের দিকে এগিয়ে যাচ্ছেন । বাসের লোকটা তার সাথে আসছে । শুভ কাজ সবাইকে সাথে নিয়ে করতে হয় । আল্লাহ্‌ খুশি হন । আনিস সাহেব অপেক্ষা করছেন । কিছুক্ষণের মধ্যেই মিটিং শেষ হবে । শেষ হলেই শুভ কাজ করা হবে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪১

আমিই মিসিরআলি বলেছেন: সবাই জুতা নিয়ে প্রস্তুত থাকুন X( X(( X(

গল্পে ++++++++++++

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪১

ভিটামিন সি বলেছেন: আমারও একজোড়া পুরান বাটা আর বেলি কেডস আছে। আনিস সাহেব খাড়ান, আমিও আইতাছি আপনার সাথে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.