নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি ।

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি । ক

আসিফ ফিবোনাক্কি

স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।

আসিফ ফিবোনাক্কি › বিস্তারিত পোস্টঃ

পঁচিশ নম্বর ভূত ( অনুগল্প )

২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৭



( উৎসর্গঃ নদীতে ভেসে বেড়ানো উদবাস্তু লাশগুলোকে )



রবীন্দ্রনাথ ঠাকুর তার আরাম কেদারায় আয়েস করে বসে আছেন । সন্ধ্যা হয়েছে । সারাদিন খুব গরম ছিল । এখন ঠাণ্ডা বাতাস হচ্ছে । পদ্মার বোটে বসে এই বাতাস খেতে খুব ভালো লাগে । এই সময় কবি গুন গুন করে গান করেন । গানের কথাগুলো বাতাসের সাথে নাচানাচি করে , হাসাহাসি করে , এক অন্যের গায়ে ঢলে পড়ে । আজ কবি গান গাচ্ছেন না ।



রাতে একটা জরুরি সভা আছে । এক সপ্তাহ আগে থেকেই এই সভার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিলো। কবির একমাত্র সেবক নরেন নদীর ধারের গ্রাম থেকে ভালো রসগোল্লা জোগাড় করে রেখেছে । সভায় বড় মাথার লোকরা আসবেন । খালি মুখে কথা জমে না । তাই রসগোল্লা দিয়ে মুখ ভর্তি করতে হবে । কবি সেই সভা নিয়ে ভাবছেন ।



তার এক ভক্ত একটা গুরুত্বপূর্ণ খবর পাঠিয়েছে । এই ভক্তের বাড়ি ঢাকার পাশে বিক্রমপুরে । এককালে আর্মিতে কাজ করতো । আর্মির লোক গান পছন্দ করে না । ওরা পছন্দ করে ঢুস ডাঁশ। বন্দুকের শব্দ এদের কাছে মধুর লাগে । তবে এই মানুষটা ভিন্ন । প্রতি রাতে গীতাঞ্জলী না পড়ে ঘুমাতে যেত না । পড়ার পরে বলতো আহা কি লেখা । এই কবি বাঙ্গালী না হলে আমি জাতীয়তা পরিবর্তন করতাম । একশত ভাগ করতাম । তার নাম ফরিদ মিয়া । সে ১৯৭১ সালে যুদ্ধের শেষের দিকে পাক বাহিনীর হাতে মারা যায় । পালিয়ে যুদ্ধ করতে এসেছিলো । মৃত্যুর পর থেকেই ঢাকার পুরাতন বিমানবন্দরে থাকে । বিমানের শব্দ না শুনলে নাকি তার ভালো লাগে । মন অস্থির লাগে । ভুতেদের মন নাই এমন তো কোন কথা কোন গ্রন্থে লেখা নাই ।



ফরিদ মিয়া চিঠিতে জানিয়েছে বাংলাদেশ এক মহা আয়োজন করেছে । এই আয়োজনের কথা শুনলে যে কেউ হাত তালি দিবে । হাত না থাকলে পা তালি দিবে । চিৎকার দিয়ে কান্না শুরু করবে । ব্যাপার হল বাংলাদেশের জাতিও সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড করা হবে । যে সে কথা না । এক লাখ মানুষ একসাথে এই গান গাবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি , চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রানে বাজায় বাঁশি। ভূত সমাজের উচিৎ এই অনুষ্ঠানে উপস্থিত থাকা । এমন দৃশ্য দেখা কি সবার ভাগ্যে জোটে । জোটে না ।



ভুতেদের ডাক বিভাগ খুব ভালো কাজ করে । তিন দিনের মধ্যে চিঠি এসে পৌঁছেছে । কবি নদীতে ছিলেন বলে একদিন দেরি হয়েছে । না হলে আগেই চলে আসতো । চিঠি পাওয়ার পর পরই কবি সভার আয়োজন করেছেন । বড় মাথার ভূতদের আগেই জানানো হয়েছে । সবাই আসবে । তাদের নিয়ে আজ রাতে সভা হবে ।



কবি এই সভা নিয়ে ভাবছেন । আজ তিনি খুবই খুশি । মনে মনে ভাবছেন বাংলাদেশ কতো কিছু করছে । সেদিন পতাকা নিয়ে রেকর্ড করলো । তার খুব যাওয়ার ইচ্ছা ছিল । তবে মাজার বেথ্যার কারনে যেতে পারেন নি । তবে এইবার অবশ্যই যাবেন । নদী নালা সব ভরাট হয়ে গেছে , এর উপরে গরু ছাগল চরে । সমস্যা নেই । কোন রকমে বুড়িগঙ্গা পর্যন্ত যেতে পারলেই হবে । পরের বেবস্তা ফরিদ মিয়া করবে । সে খুবই কাজের ভূত । কাজ করা আর তেজপাতা গোনা তার কাছে একি কাজ । কবি গুন গুন করে গান ধরলেন ।



আমার সোনার বাংলা,

আমি তোমায় ভালবাসি।



চিরদিন তোমার আকাশ,

তোমার বাতাস

আমার প্রাণে বাজায় বাঁশি।



ঘটনাঃ ২



বাতাসে কেমন জানি গন্ধ আসছে । মরা পচার গন্ধ । কবি নাক কুচকালেন । নরেনকে ডাকলেন । ব্যাপার কি ? বোট তো নদীতে । এইখানে মরা পচার গন্ধ আসবে কি করে । কবির দুর্গন্ধ খুবই অপছন্দ ।

নরেন খোঁজ করে জানালো একটা লাশ নদীর মাঝখান দিয়ে ভেসে যাচ্ছে । কয়েকদিন আগেকার লাশ । পচে গেছে । নাম অজানা । এই লাশের উপর তার ভূত বসে আছে । মুখ গম্ভীর করে । গন্ধ সেই লাশ থেকে আসছে ।

কবি খুবই বিরক্ত হলেন । মরে গেছিস ভালো কথা । মানুষের শেষ পরিনতি মৃত্যু । কেউ আগে মরে কেউ পরে । এই নিয়ে চিন্তার কি আছে । কবি সেই ভুতকে ডাকতে বললেন । তিনি কথা বলবেন ।





ঘতনাঃ ৩



-তোমার নাম কি ?

-আমার নাম পঁচিশ , বাংলার ২৫ নম্বর ।

-এইটা কারো নাম হয় না কি ?

-কবিগুরু আমার কোন নাম নাই । মানুষ যখন ছিলাম তখন ছিল । এখন মনে নাই । মরার আগে আমাকে এই নাম্বার দেয়া হয়েছিলো ।

-হুম , মারা গেলে কি করে ? এক্সিডেন্ট ? এখন অবশ্য এই কারনে অনেক মানুষ মারা যায় ।

-না , এক্সিডেন্ট না । মেরে ফেলেছে ।

-নদীতে ভাসছ কেন ?

-ওরা আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছে ।

-ঘটনা কি খুলে বল তো ।

-কবি গুরু ঘটনা খুবই দুঃখের । দুই তিন দিন আগে সন্ধ্যায় আমি বাড়ি ফিরছিলাম । আমার ছোট মেয়ে দই নিতে বলেছিল , তাই দই নিয়ে বাড়ি যাচ্ছিলাম । আমার ছোট মেয়ের নাম গিনি । ও বিড়াল পছন্দ করে , ওর বিড়ালের নাম মিনি ।

-বিড়ালের কাহিনী বাদ দাও । তোমার মারা যাওয়ার ঘটনা বল ।

-আমার বাড়ি যেতে হয় বড় রাস্তার উপর দিয়ে । আমি যখন বড় রাস্তার মোড় পার হচ্ছি তখন একটা গাড়ি আসলো । আমার সামনে দাঁড়ালো ।

-তার পর ?

-গাড়ীর কাচ কালো । কাঁচের একপাসে লেখা রেব । আমি তো ভয় পেলাম । বাঘে ধরলে এক ঘা , রেব এ ধরলে একশত ঘা । ইদানিং অবশ্য ভুয়া পরিচয়ে কিছু লোক ঘুরাঘুরি করে । মানুষকে ধরে নিয়ে যায় । এরা আসল না নকল আমি কিছুই বুজলাম না । আমাকে গাড়ীতে তুলে নিলো ।

-তার পর ?

-ওদের একজন বল্ল স্যার এইটার নাম্বার পঁচিশ । অন্যজন হাসলও । পরে আমার হাতের দই নিয়ে খেয়ে ফেললো । আমি ভাবলাম এরা তো মানুষ ভালো না । দই না নিয়ে গেলে মেয়েটা তো মন খারাপ করবে । মেয়ে খুবই জেদি । খাওয়া দাওয়া বন্ধ ।

-পরে তোমার কি হল ?

-পরে আর কি । ওরা আমাকে সহ কয়েকজনকে নদীর ধারে নিয়ে আসলো । তার পর ঢুস । কেল্লা ফতে । তখন থেকে আমি নদীর পানিতে ভেসে বেড়াচ্ছি । গন্ধ বের হচ্ছে । কিচ্ছু করার নাই । সাতার জানি না । নদী পার হব কি করে ?



কবি কিছুই বললেন না । তিনি নরেন কে ডাকলেন । বললেন পঁচিশ নম্বর ভূতের খাতির যত্ন করতে । দুই পিচ রসগোল্লা খেতে দিতে বললেন । নরেন পঁচিশ নম্বরকে নিয়ে গেলো ।



ঘটনাঃ ৪



কবি এখন একা । ঠাণ্ডা বাতাস হচ্ছে । নদীর পানিতে মৃদু ঢেউ । এই ঢেউয়ে ঝিমুনি লাগে । কিছুক্ষণ পরে সভা শুরু হবে । এখন ঝিম ভাব আসলে চলবে না । এখন একটু খুশি খুশি থাকতে হবে । তবে তিনি খুশি থাকতে পারছেন না । তার মনটা খুব খারাপ লাগছে । কান্না পাচ্ছে । কবিদের কান্না করতে নেই । এইটা অশুভ কাজ । কবিরা সমাজের বিবেক । তারা কাঁদলে সমাজ সংস্কার করবে কে ? কবির কান্না পাচ্ছে পঁচিশ নম্বরের ভূতটার জন্য । বিনা কারনে ওরা মানুষটাকে মেরে ফেললো । মানুষটার মেয়েটার এখন কি অবস্থা । দই না খেয়ে মেয়েটা অবশ্যই তার পিতার উপর অভিমান করে বসে আছে । তার ঠোট ফুলে আছে । এই মেয়ে ফোলা ঠোট নিয়ে আমার সোনার বাংলা গাইবে কি করে । আহারে মেয়েটার কি কষ্ট । কষ্ট নিয়ে কি সঙ্গীত করা যায় ।

কবির মনে এখন কষ্ট হচ্ছে । কষ্ট নিয়ে তিনি সঙ্গীত করছেন ...............



"মা তোর বদন খানি মলিন হলে

আমি নয়ন

ও মা আমি নয়ন জলে ভাসি

সোনার বাংলা,

আমি তোমায় ভালবাসি।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.