![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলার পথে কি মনে হতে,
একটা গোলাপ কিনলাম।
লাল গোলাপ, দেব বলে তোমায়।
জানো তো, লাল গোলাপ কিসের প্রতীক ?
ভাবনা ছিল, গোলাপটাই আমি হয়ে তোমায় সব বলবে।
বলবে, কিভাবে প্রতিটা স্বপ্নে তুমি জড়িয়ে,
অন্তহীন কষ্টগুলো সরিয়ে,
ব্যস্ত সময়গুলো গড়িয়ে,
এক অলীক অবকাশের সৃষ্টি করো।
দূর হতে সেদিন তোমায় দেখে অবাক আমি
ভাবছি, গোলাপ রঙা শাড়িতে তোমার তুমি
যেন কোন নশ্বর নারী নও।
হৃদয়ে তীব্র কাঁপন আর বোবা চোখের ব্যর্থ কথন
নিয়ে যখন ঠিক সামনে এসে সাহসের শেষ সীমায়,
তখন ভাবছি, "ধরণী দ্বিধা হও".
তোমার চোখের হাজার ভাষার মাঝে
সেই পরিচিত দুষ্টু হাসি দেখে,
হতবাক আমি, আর আমার গোলাপ
আড়াল হয়েছে মুখ লুকিয়ে আঙ্গুলের ফাঁকে।
"কিরে, কিছু কি বলবি ?" তোমার
ঠোঁটের পাশের তিলটা হঠাৎ বলে উঠল কথা।
জানি না, মুখে জমেছিল কিনা রক্ত আমার,
হৃদয়ের রক্তক্ষরণ ও কাটায়নি সেদিনের বিমূঢ়তা।
অসহায় আমি আটকে গেছি,
তোমায় গালের ঐ ছোট্ট তিলে।
নাকের উপর বিন্দু বিন্দু ঘাম যেন
ভোরের শিশির, আর এ দুটো মিলে,
সেদিন হারিয়েছিলাম, নিজেকে ভাসিয়েছিলাম,
ভালবাসার কোন অদ্ভুত নীল জলে।
বিশ্বাস করো, পুরনো কোন কষ্ট পাইনি সেদিন।
তবে গোলাপটা বুঝেছিল, বলতে না পারার যন্ত্রণা।
পাপড়ি মেলে অবাক চোখে দেখছিল তোমার প্রস্থান।
মনে তাই একটাই শান্তনা,
সাথে সেদিন আমার গোলাপ ছিল।
না বলা কোন কিছুর সাক্ষী হয়ে।
আমি আর আমার গোলাপ ।
©somewhere in net ltd.