নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

আসিফআহমেদ

মৃত্যুর অপেক্ষায় এখনো চলমান

আসিফআহমেদ › বিস্তারিত পোস্টঃ

আলিফ এর শুক্রবার সকাল

২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০০

আলিফ এর ঘুম ভাঙলো দেরিতে। চোখটা খুলেই মেজাজ খারাপ হয়ে গেল তার। জানালা দিয়ে ঘরের ভেতর সূর্যের আলো ঢুকছে। রুমটা একদম ফকফকে। আজকে শুক্রবার, এটা ভেবে তার মেজাজ আরো খারাপ হয়ে গেল। মোবাইলের স্ক্রীন অন করে দেখতে পেল 9:45 বাজে। টেবিলের উপর রাখা এনালগ ঘড়িটার দিকে বিতৃষ্ণা নিয়ে তাকালো। ঘড়িটার একটা বিশেষত্ব হলো এইটার এলার্ম সাউন্ড খুব জঘন্য। এটার যখন এলার্ম বাজা শুরু করে তখন কোন ভাবে বিছানায় শুয়ে থাকা যায় না । মূলত এই কারণেই আলিফের রুমে ঘড়িটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আলিফের ঘুম অনেক বেশি। সে ঘুমালে দিন দুনিয়ার কোন খবর থাকে না। ভালো ঘুম নাকি নেয়ামত। এটা ভেবে সে ঘুমের উপর রাগ করতে পারে না। কিন্তু এই মুহূর্তে আসলে অনেক রাগ হচ্ছে। কারণ সকালের ফজর নামাজ মিস গেছে। আর সেই মিস করাটা শুক্রবারেই হতে হলো। আলিফের বিশ্বাস নামাজ মিস করা মানে অশুভ লক্ষণ। কয়েকটা বাজে ব্যাপার তো ঘটেই গেল। সকালের মূল্যবান তিনটা ঘন্টা ঘুমের মধ্যে কেটে গেল। অথচ প্ল্যান ছিল একটু পড়াশোনা করতে হবে।  আলিফের এখন বেকার জীবন। বেকার জীবনের অনেক জ্বালা। বাড়ি থেকে টাকা নিতে হয়। বয়স 27 এর উপর। এই বয়সেও টাকা আনতে তার খুব কষ্ট লাগে কিন্তু, কি করবে, টিউশনির টাকা দিয়ে সে ঠিকঠাক চলতে পারে না। ফজর নামাজ মিস করলে সারাটাদিন খারাপ যায় আলিফের। মাথার মধ্যে খালি খচখচ করে যে এই বুঝি আরো আকাম হয় তার দ্বারা। ফজর নামাজ সময় মত পড়তে গেলে আসলে অনেক প্ল্যান থাকা লাগে, গতরাতে প্লান মোতাবেক কাজ হয়নি দেখে এই অবস্থা। ফজর নামাজ পড়তে গেলে অবশ্যই বারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। কিন্তু সে তো গতরাতে বারোটার মধ্যে ঘুমায় নাই, সে বসে বসে মুভি দেখছে। মুভির নাম হচ্ছে টারজান। অ্যানিমেশন মুভি। মুভি দেখা আসলে কিন্তু ঠিক না। মুভিতে সুন্দর সুন্দর নায়িকা দেখলে আলিফের মত বেকার দুর্বল ঈমানের যুবকের ভেজাল লেগে যাওয়ার কথা, এজন্য গতরাতে মুভি দেখার সময় সে চিন্তা করেছে এটাতো এনিমেশন মুভি, এখানে পাপ কম। এখন সে শয়তানের কারসাজিটা ভালোভাবেই বুঝতে পারছে। মুভিটা পুরোটা শেষ করে ঘুমাতে গেছে সে রাত দুইটায়। শয়তান সফল। এলার্ম দিতে ও ভুলে গিয়েছিল সে। ফজর নামাজ না পড়ার কারণে স্বাভাবিকভাবে অন্যান্য কাজকর্ম দেরিতে শুরু হবে। দেরিতে শুরু হলে হোক, কিন্তু বাকি কাজগুলাতে শয়তানের খপ্পরে পড়া যাবে না। আলিফ চায় বাকি দিনটা অন্তত প্লান মোতাবেক হোক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: আলিফ যদি ধর্মকে আকড়ে ধরে তবে তার কপালে দুঃখ আছে।

২৮ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১

আসিফআহমেদ বলেছেন: সে তো অনেক আগেই ধর্মকে আকড়ে ধরে ফেলেছে ভাই! আর দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?

২| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৬

জোভান আহমেদ বলেছেন: আশা করি, আলিফ এই অনুত্প্ত হওয়াটাই আলিফকে আরো ধার্মিক হতে সাহায্য করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.