| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিফ ইব্রাহীম
একমুঠো স্বপ্ন দেবো তোমায়, শিশির ভেজা কাশফুলেরী সুবাস দোবো কিছু কথা দেবো শুনতে বিষন্বতায় বল,নেবে কি?
সেই সময়টা এখন আর নেই।চাইলেই কোন কিছুকে তাবিজ বানালেন,এরপর একগ্লাস পানি ধরিয়ে দিয়ে বললেন;খাও।অমনি সে চোখ বন্ধ করে গলাধ করণ করলো।এটা এখন নিতান্তই অতীত।
কিন্তু আপনি এখনো স্বঘোষিত চালাক রয়ে গেলেন।আপনি জানেন না,হয়তো জানার ক্ষমতা আপনার এতটাই ক্ষয়ে গেছে " কলিকাতা হারবাল" দিয়েও আর কাজ হচ্ছে না।আপনি এখনো তাবিজ বানান।গণতন্ত্রের তাবিজ,ধর্মনিরপেক্ষতার তাবিজ,কথিত চরমপন্থার তাবিজ।
বিলিও করেন এবং বাসায় গিয়ে শরীর বিচানায় বিলিয়ে দিয়ে ভাবেন-মহাকাজ করে এসেছেন।খুব আরাম করে ঘুমান,সকালে ভালো আউটপুটের স্বপ্নে বিভোর হয়ে।
কিন্তু একবিংশ শতাব্দীর প্রাণীদের কাছে আপনার/আপনাদের ঘর একেকটা অপেরা হাউজ এবং আপনি/আপনারা সবচেয়ে খারাপ অভিনেতা।এখবর রাখেন?
ইতিহাস লিখলেন,পড়লেন,আবৃত্তি করলেন আর প্রচার করলেন।ভাবেন না সবখানে বিনা চ্যালেঞ্জে পার পেয়ে যাবেন!
সাবধান হওয়ার জন্য সময় আপনার দরোজায় বার বার কড়া নাড়বে না!
২|
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:
ভালো থাকুন সবসময় সবখানে।
৩|
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
তারেক ফাহিম বলেছেন: লিখাটি পড়ে বুঝতে পারলাম না।
গাজী ভাই’র মন্তব্য দেখে পুণরায় পড়ে বুঝার চেষ্টা করলাম তাও ঢুকলোনা ![]()
৪|
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
মরুচারী বেদুঈন বলেছেন: লেখা বুঝতে ছেয়েও বুজতেছিনা!
লেখার আগা মাথা ঠিক আছে কিনা দেখেন।
আপনি কি মানসিক চাপে আছেন?
৫|
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লাভ কি এসব বলে? তেনাদের সাইজ করার মত নেতা আমাদের দেশে এখন নেই...
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
লিখেছেন, ভালো হলো; এখন পড়ে দেখেন, কি বলতে চেয়েছেন, নিজে বুঝেন কিনা!