নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস নাকি?

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

সত্যিই কি বিজয় এসেছে, সম্মানিত করতে পারি কি মহান নায়ক, গুনীজন, বুদ্ধিজীবীদের? ৪৪ টি বছর হয়েছে কিন্তুু ১৬ মহান বিজয় দিবসটি বাদে বাকি দিনগুলো সমগ্র বাঙলাদেশে স্মৃতি সৌধ কি পরিবেশ থাকে, তা আমাদের সকলেই দেখা ও জানা। সম্মান যদি ভেতর থেকে না আসে তবে কি লাভ এই মহান বিজয় দিবসে। পাওয়া না পাওয়ার হিসেবটা এই ৪৪ বছরে অনেক বড় হয়েছে। একটা প্রজন্ম তো ভুল ইতিহাসে বড় হয়ে বেড়িয়ে গেছে। আর এই যুগের প্রজন্ম তাদের কাছে বিজয় দিবস কি? কাল কেউ মাঠে মাঠে খেলাধুলা ব্যস্ত হবে, কেউবা মহান বিজয় দিবস উপলক্ষে কোনো দলীয় ব্যানারে বিশাল ক্রিড়া প্রতিযোগিতায় আয়োজনে বানিজ্য খোঁজে বেরাবে? কেউবা লাল সবুজ শাড়ি রুপসজ্জা রমণীর পিছু পিছু হেঁটে চলবে। সত্যিই কি বিজয় এসেছে মুক্তিযোদ্ধাদের মাসে যে অর্থ সহায়তা দেওয়া হয় তাকে আমরা ভাতা বলে চালিয়ে যাচ্ছি একজনও কি নেই বলার এটা কেন ভাতা হবে এটা তাদের অধিকার ভাতা নয়। দেশের মহাবিদ্যালয়ের কি এমন কেউ কি নেই যেখানে ভাতা নামটি উঠানোর ব্যবস্থা করে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপমন্ত্রী বেতন বাড়ে যেখানে তাদের সত্যিকারের বেতনের প্রয়োজন আছে কিনা তা মনে প্রশ্ন জাগে। অনেক কিছুই লেখা যায় , বলা যায় কিন্তুু আমরা হয়ে গেছি নিজস্ব স্বার্থবাদী? টাকা চাই বাড়ি চাই কিন্তুু প্রকৃত স্বাধীনতা আর বিজয় খুব অল্প বাঙালিরাই চায় @

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.