![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর
ওরা আমাদের ফসলের জমি কেড়ে নিল,
ওরা আমাদের ঘর -বাড়ি কেড়ে নিল
ওরা গৃহপালিত পশুকে ও ছাড়লো না
ওরা মনুষ্যত্ত্ব ভুলে আমাদের ঘরে লক্ষীকে বাইরে নিয়ে এল।
আমরা চুপ ছিলাম, অসহায় ছিলাম -
ওরা নাকি এবার আমাদের মাকে আঘাত করতে চায়,
সবাই অস্ত্র তুলে নিলাম জানোয়ার গুলোকে মারার জন্য,
একটা করে করে মেরেছি ওদের।
এখন এতো যুগ পেরিয়ে যাওয়ার পর
আবার আঘাত আনতে চায় -
আবার ওরা আমাদের পতাকা ছিনিয়ে নিতে চায়?
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: ওরা ঘাতক ৷ তাই আঘাতের কষ্ট তারা বুঝেনি ৷