নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এই কবিতার কবি আমি নই।।

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

তাকে নিয়ে কবিতা লিখা যায়
তবে লিখবে কে?
তার শ্যাম বর্ণ গায়ের রঙ কি করে
শব্দে শব্দে বুঝাবে কবি?

তার ছোট ছোট চোখ গুলো,
মিষ্টি হাসি, আর চক্ষের চাহনি
তাকে নিয়ে কবিতা লিখা যায়
তবে লিখবে কে?
তার কন্ঠস্বর ভেসে আসে -
দূর স্বর্গ থেকে।
তার অভিমানী রাগটাও অপূর্ব
মনে হয় অবুঝ শিশু গাল ফুলিয়ে
বসে বসে তার নিজেস্ব কল্পনা ভুবনে
রঙ তুলির রঙ এঁকে যাচ্ছে।

তাকে নিয়ে কবিতা হয়তো লিখা যায়
তবে সেই কবিতার কবি আমি নই।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমি জানতাম যে, আমার কবিতাগুলো চুরি হচ্ছে!

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



ভালো হয়েছে কবিতা

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

আ স রনি আহমেদ বলেছেন: আপনার কবিতা চুরি হয়েছে মানে? একটু বুঝলাম না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.