![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর
যে কবি বাঙলাদেশের দুঃখ কুড়াতে যায়
তাকে বাধা দিও না শুধু কাগজ আর কলম দিও
সে লিখু 'ক অসহায় মানুষের কথা।
যে কবি পুরো পৃথিবীকে বাঙলাদেশ
বানাতে চায়
তাকে বেধে রেখ 'না যেতে দেও
সে লিখু 'ক পৃথিবীর না বাঙলাদেশ।
যে কবি উড়াল চন্ডী মনে ঘুরে বেড়াতে চায়
তাকে ঘুরতে দেও, তাকে নারী-পুরুষের
জৈবিক -
সম্পর্কে আটকে রেখ 'না।
সে লিখবে, লিখাই তার নেশা, ও মন ঘরে
বসবে না।।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর পোষ্ট ভালো লাগল। ধন্যবাদ।