নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

তোমাকে ঘিরে নাকি পৃথিবীটা
যার তিনভাগ পানি আছে আর বাকিটা মাটি।
তোমার থেকেই নাকি
নদ নদী আর সমুদ্র সৃষ্টি?
তবে আমি আকাশ হবো
মেঘ জমিয়ে জমিয়ে
তোমার দহে ঝরে আসবো -বৃষ্টি
তোমাকে নাকি প্রকৃতি হিংসা করে খুব?
আমি বলি করবে নাইবা কেন
ঐ চোখ আর রুপ দেখেই 'তো
আমি...........
তোমাকে নিয়ে গান বানাবো
তোমাকে নিয়ে ক্যামভাসে তুলিতে
রঙ মেখে মেখে ছবি আঁকবো
......কিন্তুু গান আর ছবি?
ওসব আমার আসেনা
তাই তোমাকে নিয়ে লিখছি
কবিতা।
শুনেছি তুমি নাকি কবি পছন্দ করোনা
তবে আমি তোমার প্রেমিকই হবো।
ঐ যে ফুল দুটো সে আমার প্রেম
আর ঐ ছোটো একচালা ঘর সে
আমাদের ভালোবাসার ঘর।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর

২| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কবিতা লিখতে চেয়েছেন কবিতা কিন্তু লেখেননি যা লিখলেন তা কবিতা না কি গল্প বোঝা গেল না ।। ধন্যবাদ।

৩| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আ স রনি আহমেদ বলেছেন: এটা কবিতাই কিন্তুু কবিতার ভেতরে প্রেমিকটি কবিতা লিখতে চেয়ে ছিলো সে লিখেনি। আপনাকেও ধন্যবাদ।।

৪| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিজন রয় বলেছেন: ভাল লগেছে।
++++

৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনিতো উত্তর লেখেন নি। আপনিও একজন মন্তব্যকারী হয়ে মন্তব্য করেছেন। মন্তব্যকারীর নামের বামে প্রথম যে তীর চিহ্ণ পাবেন তাতে ক্লিক করলে উত্তর লেখার ঘর পাবেন সেখানে উত্তর লেখবেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.