নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদুজ্জামান মানিক

আসাদুজ্জামান মানিক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি।।
----------------------------------------
সালাম নিবেন। আশাকরি আল্লাহর রহমতে আপনি ভাল আছেন। আপনার উদ্দেশ্যে কয়েকজন উচ্চ শিক্ষিত সাধারণ শিক্ষার্থীর কিছু আবেগতাড়িত কথা:
আরব বসন্তের কথা আমরা সবাই জানি যা তিউনিসিয়ায় শুরু হয়ে মিশর, লিবিয়া ও সিরিয়া আক্রান্ত হয়ে পুরো আরবের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। তিউনিসিয়ার এক যুবক নাম বুয়াজিজি। বিশ্ববিদ্যালয় পাশ করা উচ্চ শিক্ষিত এক তরুন। চাকরি না পেয়ে সংসার চালাতে ফুটপাতে সবজি ও ফুলের দোকান দিয়েছিল। একদিন পুলিশ এসে তার ফুলসবজির দোকানটি উচ্ছেদ করে দিল। ক্ষোভ ও ঘৃণায় জনতার সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহুতি দিল। পরের দিন পত্রিকাতে ঘটনাটি প্রকাশ হলো। তারপরের ইতিহাস আমাদের সবারই জানা। বেন আলী, হোসনি মোবারক, গাদ্দাফি আজ আর নেই। বাসারের অবস্থাও সংকটাপন্ন, সিরিয়া চার বছর ধরে জ্বলছে। মৃত বুয়াজিজি এতটা শক্তিশালী তা কারো কল্পনাতেও ছিল না। প্রসঙ্গটি অবতারণার কারণ আমরা ও আমাদের পরিবার খুব কষ্টে দিনযাপন করছি। শুধু একটা চাকরির জন্য কতইনা দিন রাত খেটে মরছি, বইয়ের পাতায় চোখ রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ছি। বয়স চলে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী চাকরির মাঠ একটা যুদ্ধ ক্ষেত্র। সুযোগের সমতা ছাড়া কিভাবে আমরা জয়ী হব। সরকারী চাকরিতে কোঁটা ব্যবস্থা আমাদের ও আমাদের পরিবারের জন্য এখন একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখন সময় হয়েছে এটা সংস্কারের।
মাননীয় প্রধানমন্ত্রী, একজন কোঁটাধারী চার পাঁচটা চাকরি পরিবর্তন করছে সেখানে একটা চাকরির জন্য সাধারণ শিক্ষার্থীর পড়তে পড়তে ভাইভা দিতে দিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই কোঁটাবৈষম্য আমাদের জন্য বিষকাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন পাকিস্থানী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর সরকারী চাকরিতে ৫৬% কোটা ও কোটা সংরক্ষণ ব্যবস্থা থাকত না। সরকারী চাকরিতে কোটা থাকবে এটা স্বাভাবিক, যা পৃথিবীর অনেক দেশেই আছে। কিন্তু তাই বলে ৫৬% কোঁটা!!! মরার উপর খাড়ার গা কোঁটা সংরক্ষণ নীতি। বঙ্গবন্ধু আজ নেই কিন্তু তার আদর্শতো মরে যায় নি। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কান্না, অনুভূতি অনুভব করতে পারতেন। আপনি বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতা রক্ষার ধারক ও বাহক। আপনি ছাড়া এই অসম বৈষম্য আর কে দূর করবে???
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট লক্ষ লক্ষ বেকার ও তাদের পরিবারের আকুল আবেদন এই কোঁটা পদ্ধতির সংস্কার করুন।।। আমাদেরকে যেন বুয়াজিজি হতে না হয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

শেখ মফিজ বলেছেন: কোঁটাবৈষম্য না থাকলেও সবাই চাকরী পাবে না ।
তবে অনেকের জন্য কোটা সুবিধা এনে দেয় ।
ছোট বড় প্রায় সব মার্কেটে বেশির ভাগ দোকানের মালিক
খুব বেশি লেখাপড়া জানে না ।
তারা কিন্তু অনেক শিক্ষিত মানুষের থেকে
বেশী আয় করে ।
মূলত বেশির ভাগ ছেলেমেয়ে
শিক্ষিত হতে চায় ।
কিন্তু নিজে কিছু করার ইচ্ছা রাখে না ।
আর বেশী লেখাপড়া হলে
তার ছোট স্বাধীন কাজ করার
ইচ্ছা থাকে না ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

আসাদুজ্জামান মানিক বলেছেন: কোটা প্রয়োজন আছে পিছিয়ে পড়াদের আগিয়ে নেয়ার জন্য , কিন্তু সেই জন্য দেশের ৯৮ ভাগ শিক্ষার্থী ও চাকুরী প্রত্যাশীদের কে ঊপেক্ষা করে কোঁটা বাস্তবায়ন করার কোন মানে হয় কি?

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

আসাদুজ্জামান মানিক বলেছেন: কোটা প্রয়োজন আছে পিছিয়ে পড়াদের আগিয়ে নেয়ার জন্য , কিন্তু সেই জন্য দেশের ৯৮ ভাগ শিক্ষার্থী ও চাকুরী প্রত্যাশীদের কে ঊপেক্ষা করে কোঁটা বাস্তবায়ন করার কোন মানে হয় কি?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

মিতক্ষরা বলেছেন: শেখ হাসিনা যদি আপনাদের কথা ভাবতেন, তাহলে কি আজ দেশ এই পরিস্থিতিতে আসত?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

আসাদুজ্জামান মানিক বলেছেন: আমাদের মত mango people দের নিয়ে কে ভাবে.।.।.।.।.।?
এমন একজন নেতা পেলে দরকার হয় তাঁকে স্বাগতম জানাতাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.