নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদুজ্জামান মানিক

আসাদুজ্জামান মানিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের নেতা আমাদের দ্বারাই নির্বাচিত

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭

আমরা সবসময় চাই যে আমাদের নেতা যিনি হবেন , তিনি অবশ্যই আমাদের সেবায় ব্রত থাকবেন। মানুষকে নিয়ে ভাববেন। তিনি দুর্নিতি পরায়ন হবেন না। নেতা হওয়ার পরেই আঙ্গুল ফুলে কলা গাছ হবেন না অথবা গাছ তলা থেকে পাঁচ তলার মালিক হবেন না । নেতা এমন হবেন যার মেয়াদ শেষে দুর্নিতি ত্বন্ন ত্বন্ন করে খুজে লেশ মাত্র পাওয়া যাবে না।
কিন্তু আমরা কি এমন নেতা পছন্দ করি! আমরা নেতা হিসাবে মেনে নেই যারা সচ্চরিত্র তাঁদের পরিবর্তে যারা নিয়মিত য্বেনা করে এবং পতিতালয়ে যায় , নারী কেলেঙ্কারীর দায়ে প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়। যারা সত্‍ তাদের পরিবর্তে আমরা মেনে নেই যারা চাঁদাবাজীতে পটু , যাদের কাছে আগ্নেয়াস্ত্র হল হাতিয়ার , যারা মানুষকে সুন্দর সুন্দর গালি দিতে পারে ।
যারা নেতৃত্ব হাতে নেয়ার আগে চিন্তা করে কত টাকা খরচ হবে আর কত টাকা আসতে পারে । মানুষের জন্য কোন অনুদান আসলে তা নিজের সম্পদ মনে করে ভক্ষণ করতে অহংকার বোধ করে । যারা রাত বাহিনী, দিন বাহিনী , সন্ত্রাসের গডফাদার, তাদের হাতে নেতৃত্ব আসলে আমরা খুশি হই ,ভোট দিয়ে জয়ী করি ।
;-> এমন নেতৃত্ব থেকে আমরা কি আশা করতে পারি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.