নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্যান কার্ভ

ডিসক্লেইমার: মন্তব্য করুন নিজের মতই, কিন্তু তাতে আমার হৃদয়ের কাছাকাছি খুব প্রিয় মানুষদের কষ্ট পাওয়ার সম্ভবনা থাকলে সাথে সাথে ডিলিট হবে।

আস্তমেয়ে

হে প্রভু, তুমি আমাকে অকল্যাণ বয়ে আনা এবং অর্থহীন কথা ও কাজ থেকে রক্ষা করো! [link|http://www.somewhereinblog.net/shondhabatiblog|Ges Avwg]

আস্তমেয়ে › বিস্তারিত পোস্টঃ

মেঘের বউ

১৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০৩

ছবিটা তোলা হয়েছিল প্লেইন থেকে। পড়ন্ত বিকাল বেলা। মেঘের বউ গানটা শুনতে শুনতে ছবিটা দেখে মেঘকে ব্যক্তি হিসেবে কল্পনা করতে ভালোই লাগছে। দূত হয়ে আমার বার্তাদের নিয়ে যায় অনেক দূরে। 'ইটা তোর কেমুন সলনা?'

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১০

অতিথি বলেছেন: আমি এমুনই... সলনা ফলনা মুর ধাতে নাইক্যা।

ছবিটা বেশ হয়েছে...

২| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১২

অতিথি বলেছেন: মেঘের বউ হিসাবে কল্পনা করে মেঘকে দূত বানালেন কিভাবে! সে আবার কোথায় পরকীয়ার মেসেজ নিয়ে যাবে! ছি ছি ছি! তবে ছবি ভাল হইছে।

৩| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১৬

অতিথি বলেছেন: গানটায় মেঘের বউ চাঁদ। কই চাঁদ আর কই আমি! আমি তো ইর্যান্ড বয় হিসেবে ব্যবহার করি এখন তখন।

৪| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১৭

অতিথি বলেছেন: ইর্যান্ড বয় কি?

৫| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২১

অতিথি বলেছেন: অফিস টফিসে থাকে না, ছোট ছোট ছেলেরা ছোট খাট ছুটা ছুটির কাজ করে, খবর পৌছিয়ে দেয় বা ঠান্ডা গরম নিয়ে আসে, 'errand' এ যায়, ওরকম। আমার ম্যাসেজ পেঁৗছিয়ে দেয় আর নিয়ে আসে কত কিছু

৬| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৩

অতিথি বলেছেন: ইর্যান্ড বয় টা কি??সলনা মলনা বুঝি না..

ছবিটা ভালো হইছে....

৭| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৪

অতিথি বলেছেন: আস্তমেয়ে আমারে ধরো, নইলে আমি কিন্তু বোকারামরে একটা গালি দিয়াই ফালামু! হাতপা শিরশির করতাছে, মনে হয় মারি একটা চাট্টি ব্যাটার মাথায়!

৮| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৮

অতিথি বলেছেন: হা হা হা। আসল মানুষের প্রেসক্রিপশন ফলো করেন কৌশিক, 'জাস্ট ইগনোর'

আবু সালেহ, ব্যাখ্যা করলাম তো ইর্যান্ড বয় মানে।

৯| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩২

অতিথি বলেছেন: জটিলস ফটুক। চয়েজ আছে।

১০| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৫

অতিথি বলেছেন: বাংলা মন্তব্য করলে আপনার মন্তব্য রাখবো বোকারাম। আপাতত বিদায়...

১১| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৫

অতিথি বলেছেন: আল্লা আল্লা করি ভাই, দমে দমে বলি আল্লা, নাম রাখি রামনাম, বড়রাম। কত রংগ এই দুনিয়ায়।

১২| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৭

অতিথি বলেছেন: তা অনেক রঙ্গ। কিন্তু এখানে কি করে প্রাসঙ্গিক, একটু যদি বুঝিয়ে দিতেন জয় চৌধুরি?

১৩| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৮

অতিথি বলেছেন: আমিও তো ছোটখাটো মেঘের গ্রাম থেকে ঘুরে আসলাম 2 দিন আগে। অনেক মজা করেছি ... তোমার ছবিটা দেখে 4 বছর আগের খাগড়াছড়ি ভ্রমনের কথা মনে পড়ছে।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪০

অতিথি বলেছেন: না না আস্তমেয়ে, ভাই এটা ঠিক হল না, থাকত রামনামের মন্তব্যটা। কত রংবাজ এ দুনিয়ায়।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪১

অতিথি বলেছেন: ভাল্লাগছে।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪২

অতিথি বলেছেন: আস্তমেয়ে, আপনি রামনামের মন্তব্য ডিলিট করায় আমার এই মন্তব্যর অর্থ থাকল না।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪২

অতিথি বলেছেন: জয় চৌধুরী, একটু ফ্যাসিস্ট হলাম, ইংরেজি বর্ণগুলো চোখে যন্ত্রনা দিচ্ছে আর কি।

ঝড়ো, লিখে ফেলেন না। সাথে ছবি ঝাড়বেন।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪২

অতিথি বলেছেন: ASTOME IS A FUNDAMENTALIST FACIST

১৯| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪৫

অতিথি বলেছেন: facist না কি fascist ?

আপনাকে ব্লক করছি বোকুরাম

২০| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪৮

বকর বলেছেন: ASTOME IS A FUNDAMENTALIST FACIST

২১| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৫৩

420*2*2 বলেছেন: ASTOME IS A FUNDAMENTALIST FACIST

২২| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:১৮

ফবপ বলেছেন: Have sex with your women whenever, however, and as often as you like. 2:223

২৩| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:১৮

ফবপ বলেছেন: Have sex with your women whenever, however, and as often as you like. 2:223

২৪| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:২৪

অতিথি বলেছেন: ছবিটা দারুন ... ...

আমি ব্লক করতে চাইনা

২৫| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:২৪

অতিথি বলেছেন: Have sex with your women whenever, however, and as often as you like. 2:223

২৬| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:২৬

অতিথি বলেছেন: PEACE OFFERING

ACCEPT IF YOU WANT TO BLOG

OR I WILL BUG U TO DEATH

২৭| ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:৩১

অতিথি বলেছেন: মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান,
ধন্যবাদ। আমি আজকের আগে কাউকে ব্লক করি নি আর এত গুলো মন্তব্য এক সাথে ডিলিট করি নি :)

২৮| ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১৫

অতিথি বলেছেন: ফটুডা চুরি করলুম

টপ ব্লগার লিষ্টে আইস্যা পরছো দেখি.. স্বাগতম

২৯| ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:২৯

অতিথি বলেছেন: ওহ, আমার বেশ কিছু অপ্রকাশিত পোস্ট আছে মনে হচেছ

৩০| ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৩০

অতিথি বলেছেন: এহ, ফটুকে কপি রাইট আছে। নাম ধাম দেয়া ছাড়া কোথথাও ব্যবহার করবেন না!

৩১| ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৩০

শাওন বলেছেন: এহ .?? অপ্রকাশিত মানে ??

মেঘের স্বামী হওয়া যাবে না ??

৩২| ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৪২

অতিথি বলেছেন: গানটায় চাঁদ হচ্ছে মেঘের বউ। মেঘকে বউ ভাবলে কে মেঘের স্বামী হবে তুই ভেবে বের কর। সূর্য্য? হলে কেন হবে?

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:০৯

অতিথি বলেছেন: ভয় খাইলাম.... ঠিকাছে.. কৃতজ্ঞতায় আস্তমেয়ে দিয়ে দেবনে

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৫৮

অতিথি বলেছেন: হুমমম

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১৪

অতিথি বলেছেন: এই মেঘ টা তো আমার বাসার জানলা দিয়ে দেখলাম।তাই আর সেইভ করলাম না...

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩১

অনিক বলেছেন: মেঘের বউ হইলো বৃষ্টি, খালি কান্দে। এত অভিমান যার তার বিয়া করনের দরকার কী? বেচারা মেঘ বউয়ের মান ভাঙ্গাইতে সারা আকাশ চইষা বেড়ায়।

৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:৪৬

অতিথি বলেছেন: মেঘেদের বিয়ে হয় কিনা জানি না
তবে মেঘের ছবি দেখতে আমি ছোটবেলা থেকেই খুউব ভালবাসতাম। মনেপড়ে, বিকেল শুরু হলেই সূর্যটা চলে যেত পশ্চিমাকাশে। আর আমি দহজিলের নামাজের টঙে বসে বসে মেঘেদের বেড়ে উঠা দেখতাম, মনটা তখন কি যে বড় হয়ে যেত আর বিচিত্রাভূতিতে ভরে যেত; বোঝাতে পারবো না।
আকাশ আর সাগর মনটাকে অনেক সময় সবরকম দুঃখ-কষ্ট থেকে ধুয়ে মুছে ফ্রেশ করে দেয়।
ভাল লাগলো খুব ছবিটি -আস্তমেয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.