নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার অন্যায়, অযৌক্তিক ও সাম্প্রদায়িক উস্কানীমূলক বক্তব্যের প্রেক্ষিতে আমার প্রতিবাদী কবিতা:

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার অন্যায়, অযৌক্তিক ও সাম্প্রদায়িক উস্কানীমূলক বক্তব্যের প্রেক্ষিতে আমার প্রতিবাদী কবিতা:

‘তোরা তবে মুত খা’
-আবছার তৈয়বী

গাভীটারে মা বানিয়ে করো কতো ধান্দা,
আমি ভাই গোবেচারা- গরু খাওয়া বান্দা।

ডাক্তার বাবু বলে- গরু খাওয়া যাবে না,
আমি বলি তাহলে মোরে কাছে পাবে না।

গরু গোস দেখিলে মন বলে জোরে খাও,
গরুটার বিনিময়েই কড়কড়ে টাকা পাও।

গরু বেচে টাকা নিয়ে অন্নটা খাবে না?
তারপরও কেন বলো- গরু কাটা যাবে না।

তোমাদের কথা শুনে আমি পুরো হাবা রে,
গাভী যদি মা হয়, বৃষ তোর বাবা রে।

বৃষদের গোস খাবো গাভীদের খাবো দুধ,
তোমরা পান করো- গরুদের লাল মুত।

গরু গোস দেখিলে দীল করে খাঁ খাঁ,
আমরা খাবো গোস, তোরা তবে মুত খা।

সাধা দুধ দেখিলে লাগে মোর তেষ্টা,
তোমরা খাও তবে- গরুদের বিষ্টা।

সাম্প্রদায়িকতার বিষ্পাপ কেন আজ ছড়ালে,
গায়ে পড়ে ঝগড়াটা- কেন আজ বাঁধালে?

সুখে থাকতে তোমাদের ভুতে কেন কিলালো,
সংঘের দাবিটা- কে তোমাদের গিলালো?

মিলেমিশে বল কেন- গো-হত্যা বন্ধ,
মুসলিমের নীরবতায় লাগে মোর দ্বন্দ্ব।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান মিলে-
তারা আজ চায় খেতে মুসলিমে গিলে।

তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.