![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা করবো জয়
-আবছার তৈয়বী
আলহামদু লিল্লাহ্, ওয়াস সালাতু ওয়াসলামু আলা রাসূলিল্লাহু সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লামা। আমরা অভিভূত, আমরা আনন্দিত, আমরা গর্বিত এবং আমরা আশাবাদী। আমরা বন্যা কবলিত, দুর্দশাগ্রস্থ, নিরন্ন, বুভুক্ষু, পীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আহ্বান জানিয়েছিলাম- এতে আপনাদের বিপূল সাড়া পেয়েছি। যাঁরা ইতোমধ্যে অনুদান দিয়েছেন, যাঁরা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যাঁরা অনুদান দেওয়ার কথা ভাবছেন, যাঁরা অন্যের কাছ থেকে সাহায্য নিয়েছেন, নিচ্ছেন এবং নিবেন, যাঁরা আমাদের উদ্যোগের সফলতা কামনায় নিজেদের টাইমলাইনে লিখেছেন, যাঁরা আমাদের পোস্টগুলো শেয়ার করেছেন, লাইক করেছেন্ এবং কমেন্ট করেছেন আর যাঁরা আমাদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন- আমরা আপনাদের প্রত্যেককেই অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আল্লাহ-রাসূল (দরুদ) আপনাদের প্রত্যেকের প্রচেষ্টা, সহযোগিতা ও সহমর্মিতা কবুল করুন। দুনিয়াও আখিরাতে জীবনের বাঁকে বাঁকে আপনাদের প্রত্যেককেই এর 'নিয়ামুল বদল' দান করুন। আমিন!
যাঁরা আমাদের উদ্যোগে সাড়া দিয়েছেন- তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, কেউ আমাদের বন্ধু আর কেউ আমাদের আত্মীয়। তাঁদের কেউ কেউ আমাদেরকে এই উদ্যোগটি চালু রাখার জন্য তাগিদ দিয়েছেন। কেউ কেউ জিজ্ঞেস করেছেন- আমরা কারা? তার উত্তরে আমরা বলবো- 'আমরা দেশ, সমাজ ও জাতি-রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ কিছু সাধারণ জনগণ'। উচ্ছল- উজ্জ্বল তারুণ্যদীপ্ত কিছু যুবসমাজ। বুড়ো বলতে শুধু আমি একজনই। আমার চারপাশে যারা আছেন- তাঁরা মহৎপ্রাণ মানুষ। তাঁরা টাকাওয়ালা নয় বটে, কিন্তু 'দিলওয়ালা'। তাদের দিলে ঢুঁ মেরে আমি কোন কূল-কিনারা পাইনি। পাবোই বা কেমনে? প্রতিটি হৃদয় যে এক বৃহৎ 'সমন্দর'! সেই 'সমন্দর' মানুষের ভালোবাসায় শুধু পরিপূর্ণই নয়, একেবারে টইটুম্বুর! তাঁরা যে কোন উদ্যোগ, যে কোন কর্মসূচী সফল করে তুলতে পারে। তাঁরা মানুষের কল্যাণে, সমাজ ও দেশের কল্যাণে যে কোন ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখেন। আমি এই মহৎপ্রাণ মানুষগুলোকে অভিবাদন জানাই।
কেউ কেউ আমাদের কোন সংগঠন আছে কি-না, তাও জানতে চেয়েছেন। হ্যাঁ, আমাদের একটি সংগঠন আছে। তবে তা আমরা কখনো কারো কাছে প্রকাশ করিনি। সেই সংগঠনটির গোড়াপত্তন হয় ১৯৯২ সালে, যখন আমি স্মাতক পর্যায়ের ছাত্র ছিলাম- তখন। এরপর দীর্ঘ ২৪ বছর কেটে গেছে। সংগঠনটি আমার মনের আলমারিতে একরকম তালাবদ্ধই ছিল। মাঝখানে ২০০২ সালে মনের আলমিরা থেকে বের করেছিলাম, আবার সযতনে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম নানা কারণে। এখন ফেবুর কল্যাণে উপযুক্ত পরিবেশ পেয়েছি। তাই সেই সংগঠনটি মনের আলমিরা থেকে খুলে আপনাদের সামনে পেশ করছি। সমাজের প্রতি দায়বদ্ধ যে কোন বয়সের নারী-পুরুষ আমাদের সদস্য হতে পারবেন। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও আর্তমানবতার সেবায় নিয়োজিত সেবামূলক সংগঠন। আমরা অচিরেই সেটিকে সাংগঠনিক রূপ দেবো- ইনশাআল্লাহ্।
আমাদের এ সংগঠনের নাম Helping Hands, বাংলায় 'সাহায্যর হাত' বা 'সাহায্যকারী হাত'। এটির মূল ভিত্তি হাদীসে রাসূল (দরুদ)। হাদীসে আছে- 'আল ইয়াদুল উলইয়া খায়রুম মিন ইয়াদিস সুফালা' অর্থাৎ 'উপরের (দাতার) হাত নিচের (গ্রহীতার) হাত থেকে অতি উত্তম'। উপরের হাতকে 'আল ইয়াদুল মাসায়িদা' বা সাহায্যকারী হাতও বলা যায়। সে জন্য আমাদের সংগঠনের নাম 'হেলপিং হ্যান্ডস'। আমরা এই সংগঠনের উদ্যোগেই আপনাদের প্রদত্ত অনুদানগুলো যথাযথ ভাবে নিরন্ন, বুভুক্ষু, পীড়িত ও দুদর্শাগ্রস্থ অসহায় বানভাসি মানুষগুলোর হাতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছি।
তাই আপনারা যাঁরা অনুদান দিতে চান, তাঁরা নিম্মলিখিত ঠিকানায় আপনাদের অনুদানগুলো সত্ত্বর পৌছে দিন। আল্লাহ চাহে তো আমরা ১০-১২ তারিখ আপনাদের অনুদানগুলো পৌঁছাবো। তাই ১০ তারিখের আাগেই আপনাদের অনুদানের টাকা আমাদের কাছে পৌঁছানো দরকার। যাঁরা নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, আমরা তাঁদের নাম-ঠিকানা গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু পরবর্তী যোগাযোগের জন্য সবার নাম-ঠিকানা আমাদের জানা দরকার। আপনারা নির্দ্বিধায় আমাদেরকে নাম-ঠিকানা জানাবেন। যদি আপনি নাম-ঠিকানা প্রকাশ করতে না চান- তাহলে সেটা অনুদান দেয়ার সময় বলে দেবেন।
যাঁদের কাছে আপনার সাহায্য পাঠাতে পারেন:
১. তাহের আকবর- Akber Taher (বিকাশ নং: ০১৮১২০২৫৬৭০) ঢাকা।
২. রবিউল চৌধুরী Mohammad R H Chowdhury (বিকাশ নং:০১৮২৮ ৭২৭২০৮), ঢাকা।
৩. ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ্- Ibrahim Masum Billah (বিকাশ নং: ০১৬৭৫৪৩৫৭৮২), ঢাকা।
ব্যাংক একাউন্ট:
Rabiul Hossain Chowdhury
129.101.197493
Dutch Bangla Bank
CDA Avenue, Chittagong
প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ! আমরা আমাদের সর্বনিম্ম অনুদানের পরিমাণ রেখেছি- মাত্র ১০০ টাকা। এই দূর্মূল্যের বাজারেও ১০০ টাকা দিয়ে অনেক কিছুই পাওয়া যায়। যেমন ধরুন- ১০০ টাকায় ২-৩ কেজি চাল বা ২ কেজি চিড়া বা গুড় বা ১৫-২০টি ওরস্যালাইন পাওয়া যায়। সুতরাং আপনার প্রদত্ত ১০০ টাকার মূল্যও আমাদের কাছে কম নয়। তাই যার কাছেই আমাদের উদ্যোগের কথা পৌঁছুবে, তিনি বা তারা কমসে কম ১০০ টাকা দিয়ে আমাদের উদ্যোগে শরিক হবেন। এতে লজ্জার কিছুই নেই। তবে আমরা আপনার কাছ থেকে সর্বোচ্চ আন্তরিকতাই আশা করবো। আল্লাহ্ বলেছেন, "তোমরা সৎকাজ এবং খোদাভীরুতায় সাহায্য কর"। আপনার কাছে যদি আমাদের উদ্যোগটি 'সৎকাজ' মনে হয়, তো আপনি আমাদের সহযোগীতা করবেন না কেন?
তারিখ: ০৭ আগস্ট, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।
এ সংক্রান্ত অাগের লেখাগুলো পড়তে ক্লিক করুন:
https://www.facebook.com/AbsarTaiyobi/posts/10208731011165944
https://www.facebook.com/AbsarTaiyobi/posts/10208721197000596
©somewhere in net ltd.