নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

স্মাতক পাশ প্রধানমন্ত্রীর ক্লাস ফাইভ পড়ুয়াদের স্নাতকোত্তর মর্যাদা প্রদান

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪

হায়! শরমে পরাণ যায়...
-আবছার তৈয়বী
ওহাবী-কওমী খবিসরা মিলাদকে শিরিক ও বেদাত বলে। তার মানে যারা মিলাদ করে- তারা মুশরিক ও বেদাতি। এই খবিসদের মনগড়া ফতোয়া থেকে কি মাননীয় প্রধানমন্ত্রীও বাঁচতে পারলেন?

মাননীয় প্রধানমন্ত্রীর উচিত- তাঁর ভাষায় 'তেঁতুল হুজুর'কে (ওহাবী-কওমীদের আল্লামা শফি, যিনি নিজের কথাতে নিজেই নাপাক এবং ধ্বজভঙ্গ রোগী হিসেবে প্রমাণিত) গণভবনের মিলাদে দাওয়াত দেয়া। তারপর বুঝা যাবে- 'ধ্বজভঙ্গ রোগীর পেটের ভিত্রে সূতা কিরমি কিভাবে কামড়ায়'?

হায়! আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিরক বেদাত ফ্যক্টরির কারিগরগুলোকে সার্টিফিকেট দিলেন!
হায়! স্বাধীনতার স্থপতির কন্যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধীদের পক্ষে সাফাই গাইলেন!
হায়! বাংলাদেশের নির্বাহী প্রধান থানা আক্রমণকারীদের উৎসাহিত করলেন!
হায়! জাতির পিতার কন্যা 'জাতির পিতা' কনসেপ্ট যারা মানেনা- তাদেরকে মাথায় তুললেন!
হায়! বঙ্গবন্ধু কন্যা মহান মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরস্কৃত করলেন!
হায়! 'দেশপ্রেমিক প্রধানমন্ত্রী' জাতীয় পতাকার অবমাননাকারীদের সমমান দিলেন!
হায়! পরিবেশ সচেতন প্রধানমন্ত্রী প্রকাশ্যে গাছ কেটে পরিবেশ নষ্টকারীদের প্রশ্রয় দিলেন!
হায়! জঙ্গি দমনে সারা বিশ্বে প্রশংসিত নেত্রী জঙ্গী দোসরদের হাতে অস্ত্র তুলে দিলেন!
হায়! ইসলামপ্রিয় দাবীদার নেত্রী ইসলামের দুশমন ওহাবী-কওমীদের সার্টিফাই করলেন!
হায়! মাজারভক্ত প্রধানমন্ত্রী মাজার বিরোধীদের আদর-আপ্যায়ন করলেন!
হায়! স্নাতক পাশ প্রধানমন্ত্রী 'ক্লাস ফাইভ' পড়ুয়াদের স্নাতকোত্তর মর্যাদা দিলেন!
হায়! এশিয়ার লৌহ মানবী লাঠিয়ালদের কাছে পরাজয় বরণ করলেন!

আল্লাহ-রাসূল (দরুদ) সাক্ষী থাকুন- আমি এর প্রতিবাদ করলাম।
বাংলাদেশের জনগণ সাক্ষী থাকুন- আমি এর নিন্দা জানালাম।
বাংলার আকাশ-বাতাস স্বাক্ষী থাকো- আমি শরমে মরমে মরলাম।

(বি.দ্র.: জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের লক্ষ্যে লেখাটি বেশি বেশি শেয়ার করুন। কপি করে অবিকৃতভাবে নিজেদের টাইমলাইন থেকে একযোগে পোস্ট করুন। সকল গ্রুপে ও পেইজে দিন। মনে রাখবেন- আপনার একটি পোস্টেই দেশ ও জাতির প্রভূত কল্যাণ হতে পারে। সকলকেই ধন্যবাদ।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.