![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে, পছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নিরবে আপনা ঢাকি, সম্মুখে চরন নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হ হ্রদয়ে বুদবুদ মতো, উঠে শুভ চিন্তা কত, মিসেজায় হ্রদয়ের তলে পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রান যাবে, আঁখি সযতনে শুষ্ক রাখি নিরমল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রসমিতে পরে ব্যাথা চলেজাই উপেখ্যার ছলে। পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যাবে একসাথে মিলে সবে পারিনা মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে। বিদাতা দিয়েছে প্রান, থাকি সদা ম্রিয়মান সক্তি মরে ভিতির কবলে পাছে লোকে কিছু বলে।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: