নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একোজন মানুষ

আতিকুল্লাহ খান

আতিকুল্লাহ খান › বিস্তারিত পোস্টঃ

এসবের সম্পর্কের কি ‪সম্পর্ক‬ থাকতে পারে...??

০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১

-- ওরা অ্যাটাক দিসে... রাত ০৮.৪৫ মিনিটের দিকে...
‪SITE‬ এটা আইএস করেছে বলে ঘোষনা করেছে মধ্যরাত ০১.৪৬ এর দিকে...
তারমানে অস্ত্রবাহী ব্যক্তিরা ঢুকার পরে কনফারম করছে...

‪মোবাইল‬ এর ফোনকলের মাধ্যমে হলে... ওরা কল হিসটরী ডিলিট করে দিলেও নাম্বার ধরে অপারেটরকে বললেই সব ইনফরমেশন পাওয়া যাবে...
ইন্টারনেটের মাধ্যমে হলে... অবশ্যই কোন না কোন অপারেটরের সিম ব্যবহার করে নেট ইউজ করছে...
ওদের ধরার পরে এসব মোবাইল বা ডিভাইসগুলো কি ভ্যানিশ হয়ে গিয়েছে...??
আর সিমগুলোর ‪বায়োমেট্রিকে‬ কে বা কারা ছিল...?
তার চেয়েও বড় কথা ইন্টারনেট সংযোগের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি আপলোড করেছে....!!
তারমানে নেট সংযোগ দিয়ে লগ ইন করেছে এবং...
এ্যাকাউন্ট থেকে ‪‎লগ আউট‬ করে দিলেও Cache and Cookies অপশন থেকে এখনও অনেক তথ্য উদ্ধার করা সম্ভব...!

রাতে ইন্টারনেটে ঘাটাঘাটি করে যতটুকু বুঝা গেল... SITE এর কনফারমেশনের পরেই সব মিডিয়াগুলোতে আইএস দায় স্বীকার করেছে বলে জানানো হয়েছিল... (ছবি সাথে দেওয়া হয়েছে)

-- আর ওরা যদি কোন ‪#‎যোগাযোগ‬ নাই ই করে...
SITE জানলো কিভাবে...??
সব কি আগে থেকেই....??

-- রাতের ১২ টার প্রথম অংশের দিকেই ‪#‎ভারতের‬ একটি মিডিয়া দুইজন ইটালীয় নাগরিক হত্যার কথা জানিয়ে ‪#‎টুইট‬ করেছিল...!!
আজকে যতদূর জানা গেল... মধ্য রাতের দিকেই ওরা ধারালো অস্ত্র দিয়ে অনেককে খুন করেছিল...
‪‎বাংলাদেশের‬ একটি কোন মিডিয়াও এসব কিছু জানতে পারছিল না...!
ধারে কাছেও যেতে দেওয়া হয় নি...
তাহলে ওরা কিভাবে...?
সত্য-মিথ্যার সম্পর্ক...!
এসবের সম্পর্কের কি ‪সম্পর্ক‬ থাকতে পারে...??

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২১

রায়হানুল এফ রাজ বলেছেন: বায়মেট্রিক করা হয়েছে তামাসা করার জন্য। এই পর্যন্ত কোন বিশেষ কাজে লেগেছে বলে মনে হয় না। উল্টো জালিয়াতি হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.