![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দিক বেদিক ঘুরে... দূর থেকে দূরে... ফিরে এসেছি শূন্য হাতে,
কিছু জলজ্যান্ত দীর্ঘশ্বাস নিয়ে, এক রাশ ভারি বিষণ্ণতার রাতে,
চুপ চুপ ঐ অন্ধকারে... ছুপ ছুপ ভালোবাসা নিয়ে, বেড়িয়েছি ফেরীতে,
আছে কি কেও ভালোবাসা কিনতে ? আছে কি কেউ বোকার রাজ্যে হারাতে ??
আমি চাইছি দিতে অল্প-স্বল্প, কিছু গল্প-কল্প কবিতার ছলে,
আমি চাইছি দিতে কিছু স্বপ্ন, কিছুটা নির্জনে আরালে-আবডালে,
নেবে কি কেউ কিছু পাগলামি, রাত দ্বিপ্রহরে মনের গভীর অন্তরালে,
আমি ফেরী করতে চাই ভালোবাসা, আর কিছু স্বল্পমূল্যের আবেগের মৃত্যু অকালে !!!
©somewhere in net ltd.