![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এগিয়ে যেতে চাই।অনেক বিশাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়।লক্ষ্য স্হির রেখে বুহুদূর চলতে চাই।
সন্ত্রাসীরা "আল্লাহু আকবার, আল্লাহু আকবার" বলতে বলতে প্রবেশ করলো -এর দ্বারা কিছু কি প্রতিয়মান হয়?
.
হবেনা কেন, আমরা আল্লাহু আকবারের অর্থ এবং ব্যবহার জানি "আল্লাহু আকবার" মানে "আল্লাহ সর্বশ্রেষ্ট/ আল্লাহ মহান/ আল্লাহ সবচেয়ে বড়" আরো হতে পারে, এই গুলো বলা মনে আল্লাহ প্রশংসা করা হতে পারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।
.
আপনে চুরি করতে গেলেন আল্লাহু আকবার বলতে বলতে, গেরস্ত কি আপনাকে ধরে বানাবেনা!( শব্দে গেরস্তের ঘুম ভাঙ্গবেনা?)
ডাকাতি,লুট, চিন্তাই, সন্ত্রাসবাদ ইত্যাদি কর্মকান্ডে গেলেন তাও আল্লাহু আকবার বলতে বলতে -এখন প্রশ্ন হলো আল্লাহ কি বলেছেন চুরি, ডাকাতি, হত্যা, গুম করার সময় আমার নাম নিতে হবে? বরং ইসলামে সন্ত্রাসবাদ নিষিদ্ধ। সন্ত্রাসবাদ এবং জিহাদের আলাদা বর্ননা কুরআন-হাদিসে দেওয়া আছে। জিহাদ এবং সন্ত্রাসবাদ এক নয়।
.
কালকে যারা গুলশানের 'হলি আর্টিসান বেকারি' তে হামলা করেছে তারা মুসলিম নয়, বরং সন্ত্রাসী- প্রমাণ চান?
তাহলে শুনুন: আমাদের স্কুলের কথা বলছি সাধারণত অনেক অমুসলিম যেমন কোন হিন্দুকে কালেমা জিজ্ঞেস করে দেখুন, দেখবেন তারাও কালেমা পারে।
আমাদের স্কুলের একজন পিয়ন যিনি ঝাড়ুদারের চাকুরি করেন তার নাম 'বিনোদ বণিক' আমরা 'বিন্নত বাবু' নামে জানি। নামেই বুঝা যাচ্ছে তিনি একজন হিন্দু তবে মজার ব্যাপার হচ্ছে তিনি ইসলাম বিষয়ে অনেক কিছু জানেন যেমন তিনি সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত জানেন (সম্ভবত তার কম বেশি হতে পারে) এছাড়া অনেক দোয়া জানেন যা আমি মুসলিম হয়ে নিজেও জানিনা।
অতএব এত কিছু জানার পরেও তিনি কি মুসলিম?? মোটেও না অতএব আল্লাহু আকবার শব্দটা অনেক ছোট যে কেউ বলত পারে। এখন কি বোঝা যায়না যে, সন্ত্রাসীদের কোন ধর্ম নেই।
.
অতএব আইএস নামে কিছু নেই সবই আমেরিকার সৃষ্টি, ইসলামকে সংখ্যালঘু করার প্রচেষ্ট।
না হয়, বি.এন.পি জামাতের ষড়যন্ত্র।
বিঃদ্রঃ শেষের লাইনটি সার্কাজম মাত্র, কারণ কিছু নেতারা এই বিষয়টি মুখস্ত বলে থাকেন।
©somewhere in net ltd.