নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় এই,যে আমার কিছুই জানা নেই...

অজ্ঞাত অন্বেষা

অজ্ঞাত অন্বেষা › বিস্তারিত পোস্টঃ

জানি তুমি আজ আর নেই...

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

সেইদিন অনেক বড় ১টা ম্যাসেজ দিয়েছিলে। আমার সাথে তোমার অন্তরঙ্গ হওয়ার সেই মুহূর্ত গুলোর কথা মনে করে তোমার পেটে কিভাবে সুরসুরির আবির্ভাব ঘটে,খুব সুন্দর করে লিখে পাঠিয়েছিলে।সেই মুহূর্ত গুলোর কথা মনে করে আমার পেটেও যে কত সুরসুরি লেগেছিলো। অনেক হেসেছিলাম। আজও সেই ম্যাসেজ টা পড়ে আমি হাসি। অবশ্য এখন হাসির সাথে সাথে চোখে দু ফোটা জল ও চলে আসে।
Viqarunnisa Noon School এর মেইন গেট এর সামনে তোমাকে দেয়া আমার 1st kiss ta মনে আছে?? আছে। আমি জানি। ঠিক একই ভাবে আমি এও জানি যে... "আজ তুমি আর নেই"।
আমাকে ভালোবেসে এক সময় তুমি অনেক কিছু ই বলেছিলে। এর পর ঠিক একই ভাবে আরেকজন কেও ভালোবেসে সেই "তুমি" ই আমাকে আরো অনেক কথা বলেছো। অনেক কথা বলে যেমন আমার কাছে এসেছো, ঠিক ঐভাবেই অনেক কথা বলে তুমি আমাকে ছেড়ে চলেও গিয়েছো।
আগে অনেকের মুখেই শুনতাম, "আমার B.F আরেকজন কে পছন্দ করে, তাই আমার সাথে সম্পর্কের ইতি টেনেছে" আর রাতে বাসায় এসে তোমাকে জিজ্ঞাসা করতাম, "আচ্ছা, কীভাবে একটা ছেলে পারে এতদিন একটা মেয়ের সাথে থেকে, নিজের উপোর মেয়ে টা কে সম্পুর্ণ ভাবে নির্ভশীল করিয়ে, মেয়ে টা কে একা ফেলে রেখে যেতে?" তুমি উত্তরে যা বলতে, তা আজ হয়তো তোমার স্মরণে নেই আর আমি?......তা মনে করতে চাচ্ছি ও না। কারণ আমি জানি.... "আজ তুমি আর নেই"।
তোমার চলে যাওয়ার এতটা দিন পর ও আমি কিভাবে তোমাকে আমার জীবনে রেখেছি জানো? তীব্র বাতাসে কখনও পোড়া কাগজের ছাই সামলে রাখার চেষ্টা করেছো? যদি কখনও চেষ্টা করতে, হয়তো তখন বুঝতে পারতে।তবুও কিছু নমুণা দেই, শুনো:
তুমি যখন Whatsapp এ আমাকে উদ্দেশ্য করে কোনো ছবি দাও, আমাদের কোনো স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা বল, তুমি জানো আমি দিনে কতবার তা দেখি? জানো না। যখন আমার দেয়া কোনো ছবি বা স্ট্যাটাস এর ভিত্তিতে তুমিও অনুরূপ কিছু লিখো, জানো দিনে আমি সেটা কতবার পড়ি? জানো না।
তুমি চলে যাওয়ার কতদিন পর ও আমরা এমন লুকোচুরি খেলা খেলেছি.....আসলেই, তুমি আমার সাথে শুধু খেলা ই করেছো। আমি জানি যে এই খেলাটাতে হারবো ও আমি, কষ্ট ও পাব আমি ই। তবুও খেলতে ভালো লাগে। এই খেলা যে আমার নেশা হয়ে দারিয়েছে। সে এক ভয়াবহ নেশা। সহজে ছাড়তেই চাইছেনা।
আজ এই খেলায় দান চেলে আমি অধীর আগ্রহে বসে আছি...।তুমি কখন তোমার চাল চালবে?... অনেকদিন তো হয়ে গেলো, তবুও তুমি ইইকটুও খেলছোনা।আমি তো হারতে রাজি ই।এখন তো তোমার দান টা চালো...
দিলে না তো, তাইনা? হয়ত তুমি বুঝতে পেরেছো,এইভাবে আর কোতোদিন খেলবে? তাই বুঝি তুমি আজ এই খেলাটাও গুটিয়ে নিলে? তুমি জানো কতটা খালি লাগছে সবকিছু? এত কষ্টে সামলানো ছাই গুলো আজ তোমার মনের সমস্ত জোর দিয়ে উড়য়ে দিলে? এতটা নিষ্ঠুর তুমি কবে হলে? তোমার এই রূপ আমি আগে কেনো দেখিনি? ওহ! ভুলে গিয়েছিলাম.....তুমি তো খেলা করছিলে আমার ভালোবাসার সাথে... আজকে বুঝি তুমি বুঝতে পেরেছো যে কি অপরাধের নেশায় আমাকে মত্ত রেখেছিলে এতোদিন...আজ তাই তুমিও সবকিছুর ইতি টানলে?
আমার এত লেখালেখির কোনো কিছুই তুমি দেখতে পারবেনা।এই জন্য নয় যে আমি তোমাকে দেখাচ্ছিনা, বরং এই জন্য যে আমি জানি তোমাকে এইসব দেখিয়ে কোন লাভ নেই, এই জন্য যে, আমি জানি...." আজ তুমি আর নেই"

অণ্বেষনের জন্য এই অজ্ঞাত মনের প্রশ্ন: "তুমি পারলে আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে? তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? তুমি পারছো আমাকে ছাড়া থাকতে?"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৫

কিউপিড ইমতিয়াজ বলেছেন: তাহারা পারেন ভালো থাকতে। তাহারা পারেন ভুলে থাকতে!

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৪

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.