![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* ওমুকের মেয়ে Engineer, তমুকের ছেলে Doctor, আরেকজন Pilot ব্লা ব্লা ব্লা হবে.... আর বিবিএ পড়ে আমি কি করবো? ঘোড়ার ঘাস কাটবো। আমি নিজেও বিবিএ পড়তে চাই নাই, ৯-৫ অফিস করতে চাই না। Film maker হতে চাই... তাকি আমি কখনও পারবো?
* ৪ বছরের সম্পর্কে যে এমন অনাকাঙ্ক্ষিত ভাবে ফাটল ধরবে তা কখনও স্বপ্নেও ভেবে দেখি নি। আজ সেই ছেলেটা দিব্বি আনন্দে তার প্রকৃত Soul Mate এর সাথে ঘুরে বেরাচ্ছে। আর আমি? বসে বসে উদ্ধভট যত সব চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছি। ওকে আবার ও ফিরে পাওয়ার আশায়।আমার সেই আশা কি কখনও পূর্ণ হবে? বা এইসব চিন্তা কি কখনও আমার মাথা থেকে দুর হবে?
* NSU থেকে ভালো একটা রেসাল্ট নিয়ে বের হতে পারলেই চাকরি confirm. ভালো রেসাল্ট বলতে একটা ভালো cgpa. । এই ধরেন cgpa 4 বা তার কাছাকাছি।তার বেশিও না, কম ও না। এর জন্য খাটনি অনেক করতে হবে। স্কুল জীবন, কলেজ জীবন কারা রুদ্ধ অবস্থায় থাকার পর কি এখন versity life এও ইকটু মন খুলে নিশ্বাস নিতে পারবো না বুঝি? খুব ইচ্ছা ছিলো, versity life এ অনেক কিছু করবো। ক্লাব করবো। আমার যেহেতু Film Making এর শখ, তাই ভেবেছিলাম Cine & Drama club জয়েন করবো। সেই ইচ্ছা কি আমার কখনও পুরণ হবে?
প্রতি দিন এমন আরো লাখ লাখ প্রশ্ন মাথায় ঘুর পাক খায়...(In details প্রতিটা প্রশ্নের ই ব্যাক্ষা আস্তে আস্তে দিবো) যাকে এত সব কথা বলতাম তার নাম্বার টা আজ আরেক মেয়ের সাথে কথা বলায় ব্যস্ত। তাই মনের সুখে অপরিচিত আমার ব্লগার বন্ধুদের ই এইসব কথা বলি।
সবাই যখন স্বপ্ন পুরোণের নেশায় মত্ত হয়ে, দিশে হারা হয়ে দিক্বিক ছুটছে, আমি তখন আমার স্বপ্ন ভঙ্গের কথা এই ব্লগ এ বসে বসে লিখছি। কি সুন্দর জীবন আমার। কত সুন্দর স্বপ্ন আমার। কত প্রশ্ন এই মনে আমার।
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
অজ্ঞাত অন্বেষা বলেছেন: হাহাহাহ.... যাক কাও কে তো পা্ওয়া গেলো.. আমার অবস্থা বুঝার মত।
২| ১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:১০
হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: আপনার ফিল্মমেকার হওয়ার সম্ভাবনা তো এখনো শেষ হয়ে যায় নি। আমি নিজেও এখনো ফিল্মমেকার হওয়ার সপ্ন দেখি।
এত চিন্তা না করে যেটা হতে চান সেটা হওয়ার আপ্রাণ চেষ্টা করুন। সফলতা আসবেই।
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭
অজ্ঞাত অন্বেষা বলেছেন: সাপোর্ট করার জন্য ধন্যবাদ। অবশ্যই চেষ্টা চালাবো স্বপ্ন পূরোনে।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪১
আমি রিয়াদ বলেছেন: NSU থেকে ভালো একটা রেসাল্ট নিয়ে বের হতে পারলেই চাকরি confirm. ভালো রেসাল্ট বলতে একটা ভালো cgpa. । এই ধরেন cgpa 4 বা তার কাছাকাছি।তার বেশিও না, কম ও না। এর জন্য খাটনি অনেক করতে হবে। স্কুল জীবন, কলেজ জীবন কারা রুদ্ধ অবস্থায় থাকার পর কি এখন versity life এও ইকটু মন খুলে নিশ্বাস নিতে পারবো না বুঝি? খুব ইচ্ছা ছিলো, versity life এ অনেক কিছু করবো। আপনারও দেখি আমার মত কাহিনি..
versity life টা এভাবেই শেষ হল.. 