![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে, " ইচ্ছা থাকলে উপায় হয়"। এই কথা আমার জানা থাকলেও আমি এই প্রবাদটির প্রয়োগ ঘটাই ইকটু সংশোধিত রূপে যা হলো, "ইচ্ছার সাথে সাথে সময়, শক্তি, কাজ করার ইচ্ছা, বয়স (পারতঃ পক্ষে কাজ টা না করার জন্য আরো যা যা লাগে) সেই সব ই প্রয়োজন।" কিন্তু কিছুদিন আগে আমার এই ধারনা টা আমি আবারও সংশোধোন করে আবার আগের রূপ টা কেই মেনে নিলাম।
আমার Film Making শখ টা বোধ হয় আমার বাবার কাছ থেকেই এসেছে। আমার বাবার মাথায় ও সারাক্ষণ নাটক Making এর নানান concept ঘুরা ঘুরি করতে থাকে। এমন কি বাবার দেয়া কিছু কিছু concept আমার বানানো concept গুলার থেকেও চমৎকার। বাবা প্রতিদিন ই এমন নতুন নতুন নাটক বানানোর আকাংক্ষ প্রকাশ করে আর আমি বসে বসে শুনি।
বাবার আরেকটি ইচ্ছা যে তার বড় মেয়ে, মানে আমি, যেন বেঁচে থাকা অবস্থায় এমন কিছু করে যাই যা পৃথিবীর বুকে আমাকে আমার নাম এবং আমার পরিবারের নাম উজ্জল করে দেয়। হ্যা, সবার বাবাই তার সন্তানদের কাছ থেকে এমন ই আশা করেন, কিন্তু আমার বাবার এই আশা টা শুধু মাত্র আমরা পড়শোনা কে ঘিরে নয়, বরং পড়াশুনার বাইরেও জাগতিক কাজে নিজেকে নিয়োগ করে, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে যেন আমি মানুষের মনে জায়গা করতে পারি, টাকার চেয়ে বড়, সুনাম, ক্ষ্যতি যেন অর্জন করতে পারি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে লজ্জার ব্যাপার হল আমার বাবার কোনো আশাই আমি এখন অবোধি পূরণ করতে পারি নি।
যাই হোক, আমাকে দিয়ে কিছু হবেনা অথবা হতেও অনেক দেরি, এমন ই হয়তো কিছু মনে করে বাবা আমাকে কিছুদিন আগে Facebook একটা group এর কথা বললো। Group টার Admin বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু। সচেতনতা মূলোক একটি Group এ নিজেকে একজন Group-Member হিসেবে দেখে বাবার মাথা্য় নিজের ই একটি সচেতনতা নির্ভর, তার অঢেল জ্ঞান নির্ভর একটি Facebook Group খুলার ভবোদয় হল। চট করে আমাকে এসে বললো তাকেও Facebook এ একটা Group খুলে দিতে। আমি ভাবলাম Group খুলতে আর কি আসে যায়, পোস্ট তো বাবা আর নিজে থেকে দিতে পারবেনা। তাও তাকে Ridmik Keyboard ডাউনলোড করে দিয়ে,Facebook এ Group খুলে দিয়ে,সব ঠিক ঠাক করে বুঝিয়ে দিয়ে নিজের দায়িত্ব পালোন করি।
পরের দিন সকালে উঠে আমার Facebook আইডি তে ঢুকেই দেখি Group এ বাবা একটা পোস্ট দিয়েও দিয়েছে।Plus নিজে থেকেই মানুষ জন কে Friend Request পাঠিয়ে আরো নতুন Member Add করে একাকার। আমি জিজ্ঞেস করলে বাবা বললো যে সেই সব কিছু করেছে। আমি অবাক!!! একেই তাহলে বলে "ইচ্ছা শক্তি"। যেই আমি ৪বছর ধরে Facebook ব্যবহার করে Like, Comment, Share, Chat আর Block করা ছাড়া কিছুই করতে পারলাম না, সেখানে আমার বাবা যে কিনা দুইদিনের Facebook User, সে এখন নিজের Group পরিচালনা করছেন তাও প্রসংশনীয় ভাবে!!! বাবা তোমার এই প্রচেষ্টা কে আমি সাধুবাদ জানাই এবং আশা করি যেনো আমিও তোমার মত এমন প্রবল ইচ্ছা শক্তির অধিকারী হতে পারি।
দ্যি বাদশাহ্ অফ বলিউড একদা বলেছিলেন, "Do not underestimate the power of a common man"
আসলেই, কারন একজন common man এর ইচ্ছা শক্তির Power প্রায় ই অনেক Uncommon হয়ে থাকে।
©somewhere in net ltd.