নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় এই,যে আমার কিছুই জানা নেই...

অজ্ঞাত অন্বেষা

অজ্ঞাত অন্বেষা › বিস্তারিত পোস্টঃ

প্রেম বিষয়ক উপদেশ চাই; হাস্য রসাত্তক COMMENT নহে

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

ভার্সিটির সবাই কে বলে সারা, এমন কি মা, খালা, ভাই, বোন, দূরের বন্ধু, কাছের বন্ধু সবাই কে জানানো শেষ। "প্রেমে পড়েছি" তাও যেন তেন কারোর সাথে নয়। এক বছর ভার্সিটিতে ক্লাস করার পর আমার মন কেড়েছে একজন নবাগত TEACHER। জি, ঠিক শুনেছেন, আমি TEACHER এর প্রেমে পরেছি, যার ক্লাস করেছি আমি মাত্র কয়েকদিন। হাসুন, হাসুন, জোরে জোরে হাসুন (Comment এ প্রকাশ না করে বাধিত করবেন) প্রেমে যে পরেছি এইটা SURE। কারন হলো:
১) গত বেশ কয়েক মাস ধরে খুব মানসিক অশান্তি তে ছিলাম, অনেকেই বলেছে নামাজ ধরতে, মনে শান্তি আসবে, কিন্তু তখন নামাজ এ বসার জন্য মন টানে নি ( আল্লাহ্ মাফ করুন), কিন্তু তাকে দেখার পর থেকে মনে এক অন্য রকম শান্তি অনুভোব করছি, যা এতদিন ধরে খুঁজে বেরাচ্ছিলাম। শান্ত মনে এখন নামাজ পড়তেও ভালো লাগে (আলহামদুলিল্লাহ্)
২) স্যারের ক্লাস এর আগে এবং পরে কোন এক অজানা শক্তি আমাকে স্যারের ক্লাস রুমের বাইরে টেনে নিয়ে যায়। বেকুবের মত স্যার কে এক ঝলক দেখার জন্য দাড়িয়ে থাকি।
৩) MOST IMPORTANTLY- এতদিন Ex-bf এর কথা স্মরণ করে করে মাথা চাপরিয়েছি, রাত কে রাত অঝর ধারে চোখের পানি ফেলেছি, এখন তার কথা স্মরণ করা তো দূর, তাকে নিয়ে চিন্তা ভাবনার ধারের কাছেও আসিনা।
৪) পাগলের মত স্যারের সম্পর্কে যা কিছু জানা সম্ভব জানার চেষ্টা করে বেরাই।
৫) আগামি সেমিস্টার এ স্যারের ক্লাস পাই নি এবং এর পরে তাকে আর পাবোও না, এই কথা চিন্তা করে Stupid এর মত কেঁদেছিও।
৬) স্যার কে পটানোর জন্য খুব করে পড়াশুনা করে ক্লাসে Highest marks তুলেছি।
৭) দেখুন শেষ-মেশ আপনাদের কেও এইসব বলে বেরাচ্ছি।
দু্ঃখের কথা হচ্ছে, স্যার টের পেয়েছেন যে তার প্রতি আমি এমন দুর্বল এবং সে আমাকে খুব সুন্দর করে Ignore করছেন। স্যার কে propose করার সামর্থ আমার নেই ( স্যার অনননননননেক বড়লোক) তাই তাকে propose করবো ও না। শুধু Confess করবো। কেমনে করি?

*আমি পাগল, *এই বয়সে এইসব হয়ই, *বয়োসন্ধিকালের প্রভাব, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, *পড়াশুনায় মনোযোগ দিতে হবে, *এইটা ভালোবাসা না, Infatuation.
এইসব কিছুই আমি জানি।
জীবনে অনেক সময় অনেক মানুষ কে অনেক উচিত কথা শুনানোর দরকার ছিলো, শুনাই নি। এখন আফসোস করি। স্যার কে আমি জীবনেও পাবো না,সেটা আমি খুব ভালো ভাবেই জানি। তাই বলে স্যার কে মনের কথা জানাবো ও না? জানাতে চাই, যেন পরে আফসোস না করি।
স্যার কে জানাতে চাই, তাই আপনাদের কাছে জানতে চাই; অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের আজকের প্রশ্ন, "কি করিয়া বলি তাহাকে ভালবাসি?"
অনুগ্রহ করে কোন খারাপ COMMENT দিবেন না,please,। সবাই হাসে, আমি নিজেও জানি যে এইটা হাসির ব্যাপারও বটে কিন্তু কেনো জানি মনে হল এইখান ব্লগারদের reasoning power টা অন্য রকম, তাই আপনাদের সাথে share করলাম।

মন্তব্য ৫৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

অপু নীল বলেছেন: হায় কপাল ! :|| B:-)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আসলেই হায় কপাল অবস্থা :(

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সরাসরি স্যারকে আপনার ভাললাগাটা বলে দিন । এবং এটাও বলবেন, আমার মত করে আপনাকে কেউ ভালবাসবে না। আপনারতো কিছুই হারানোর নেই। সরাসরি বলে ফেলুন, কাল কি ঘটবে তা আমি আপনি বা স্যার কেউ বলতে পারবে না।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হুমমম...সেটাই ভাবছি। আসলেই,আমার তো হারানোর মত কিছুই নেই।তাকে যেখানে কখনো পাই ই নি,তো হারাবো আর কি? ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আরব বেদুঈন বলেছেন: কি কমেন্ট করব!!!হায় হাইয়। শুধু একটা কথাই বলব স্যার কে যখন পাবেনই না অন্তত আল্লাহর য়াস্তে এগুলো বাদ দিন কজ প্রেম ভালবাসা পর পুরুষের সাথে হারাম এটা প্রাই জ্বিনার সমতুল্য।ইহকালের সাথে পকালও ফুক্কা

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

আলোকসন্ধানী বলেছেন: আপনার স্যারের মত আমারও একই অবস্থা। কি পরামর্শ দিব? আপনি আমাকে পরামর্শ দিন কি করে তাঁকে এড়িয়ে চলি।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হায় হায়। এড়িয়ে যাওয়ার পরামর্শ আমি কেমনে দেই যেখানে আমিই কাছে যাওয়ার পরামর্শ চাইছি? তবে হ্যা, আমি এমন কিছুই করিনি বা করবোনা যে কারনে ভার্সিটিতে আমার বা স্যারের নাম বদনাম হোক।সেক্ষেত্র আপনার দিকের কি অবস্থা সেটা আপনিই ভালো জানবেন। মেয়েরা খুব sensitive হয়, তাই রুক্ষভাবে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিবোনা, এতে তাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। আমার দিক থেকে আমি আমার স্যারের কাছ থেকে যা আশা করি, তা হলো আমার সাথে স্বাভাবিক আচরণ করা, কারন আর যাই হক আমি এতটাও বোকা না যে স্যারের স্বাভাবিক আচরণ কে অন্য কিছু মনে করবো, কিন্তু এমন রুক্ষ আচরণ টা অন্তত কাম্য না। আশা করি আমি কিছুটা হলেও আপনাকে পরামর্শ দিতে সক্ষম হয়েেছি। ধন্যবাদ :)

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: এই গানটা বেশি বেশি শুনেন .........পরে আপানার গাইতে হবে।( আপানার ভবিষ্যৎ মনে হচ্ছে এমন হতে পাড়ে!)
তুমি চলে গেলে আমার কিছু বলা ছিলনা.........

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৫

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আগে থেকেই মানসিক প্রস্তুতি নেয়াই ভালো ;)

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

তাওহিদ হিমু বলেছেন: সরাসরি প্রপোজ করার সাহস যেহেতু নাই, তখন পুরানা দিনের রাস্তা ফলো করে গোপনে প্রপোজ করা যেতে পারে; যেমন- 'শেষের কবিতা' বা এই টাইপের কিছু কিংবা স্যারের জন্মদিনে প্রেমপ্রকাশক কিছু গিফট দেওয়া যায়। এইগুলা ক্ষ্যাত স্টাইল হলেও এই অবস্থায় এর চেয়ে ভাল উপায় দুর্লভ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: একবার ভেবেছিলাম একটা বেনামা চিঠি দিবো, কিন্তু তাতে আমার কি লাভ? সে তো জানতেই পারবে না তাকে এই বেনামা চিঠি পাঠানো প্রেমিকা টা কে :/ আপনার উপদেশ টা ভালো লেগেছে। ভেবে দেখা যায় ;) ধন্যবাদ আপনাকে :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

গেম চেঞ্জার বলেছেন: আরে এতো ডরানোর কি আছে। স্যারের ইমেইল এড্রেস জেনে নেবেন(সরাসরি উনার কাছ থেকে অবশ্যই অন্য কারো কাছ থেকে না)। আর বলবেন স্যার আমি এমন কিছু বলতে চাই যা ইমেইলেই বলব। সুন্দর করে গুছিয়ে বলে ফেলুন। এসপার ওসপার হয়ে যাবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: খারাপ বলেন নি। এটাও করা যেতে পারে। আপনাকে অসংখ ধন্যবাদ। :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা আমার নতুন পোস্টে। :)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

অজ্ঞাত অন্বেষা বলেছেন: সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ব্যাপার টা নিয়ে হাসি ঠাট্টা না করে আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশের জন্য। ধন্যবাদ :)

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

নতুন বলেছেন: আপনার লেখাতেই অনেক গুলি পথ আছে এবং আপনি মনে হয় শেষ পযন্ত উনাকে মনের কথা বলবেন না। :)

আরেকটা অনুরোধ... শেষ পযন্ত কি করলেন তা জানাবেন কিন্তু...

১) উনাকে মনের কথা জানালেন কি না?

২) জানালে উনার প্রতিক্রিয় কি...

ভাল থাকবেন...

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: পথ আছে বলতে? কি জানি?বলবোনা নাকি বলতে পারবোনা এখনো কিছুই বুঝতে পারছিনা :/ আর হাহাহাহাহ....হুমম শেষ মেশ কি করি তা অবশ্যই জানাবো। যদিও তা হতে অনেক দেরি আছে। তবুও জানাবো :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২

নতুন বলেছেন: অনেক সময় বাস্তবতা চিন্তা করে মনে আবেগের সাথে যুদ্ধ করতে হয়।

তখন মাথার RAM... processor কাজ করে না সেটাই ঠিক।

তবে পড়তে গিয়ে মাস্টারের প্রেমে পড়া ঠিক না। :)

আর যদি সেটা বিয়ে করে সেটেল্ড হবার মতন সিরিয়াস ভাবে চিন্তা করো তবে মনের কথা বলে ফেলাই উচিত।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আমি যাই চিন্তা করিনা কেনো সেটা যে কতটুকু সত্যি হবে সেটা নিয়েই আমার সন্দেহ। আর আমার সেটেল্ড হওয়ার চিন্তা থাকলেই বা কি? আমি তো আর পুতুল কে বিয়ে করবোনা যে আমি রাজি হলেই হল। কিছু আশা করছিনা, সেটা বোকামি হবে জানি, তবে এটাও জানি যে মনের কথা টা অন্তত প্রকাশ করার চিন্তা করা টা হয়ত অতটাও বোকামি নয়।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫

গেম চেঞ্জার বলেছেন: রিপ্লাই না করলে কেউই জানবে না। মানে আপনি আরেকটা কমেন্ট করলে হয়তো চোখেই পড়বে না। আপনি এক্ষেত্রে একটা আপডেট দিয়ে দেবেন এই পোস্টেই নতুবা অন্য একটি পোস্টে। পরে রিপ্লাইয়ে চেক/জানালাম সামথিং লিখে আমাদের বললেন।

আরেকটি কথা বোবা হাবারা সূযোগ লুফে নিতে জানে না। আশা করি আপনি স্ট্রেইট ফরওয়ার্ডলি যথেষ্ট বুদ্ধিমত্তার ব্যবহার করে বলতে পারবেন।

বেস্ট অফ লাক ইন লাভ। :) :) ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ঠিক আছে অবশ্যই জানাবো। হ্যা ভালো বলেছেন, যেহেতু ব্যাপার টা ঘটতে এখনো অনেক দের, তাই যদি সেই শুভদিন টি কখনো আসে, তাহলে অবশ্যই জানাবো। আর হ্যা, আপনার সাপর্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে। :)

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৮

আমি সেই আত্মা বলেছেন: বর্তমান পরিস্থিতিতে আপনি কি স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন? যদি পারেন আলহামদুলিল্লাহ ভাল।
তবে এত জল্পনা-কল্পনা বাদ দিয়ে আপনার মনোভাব তার কাছে ব্যক্ত করুন, একজন মানুষের বড় পরিচয় সে মানুষ তার পেশা নয়।
আপনি তাকে পছন্দ করেন ভালো, তারও অন্য কোনো পছন্দ থাকতে পারে, থাকাটা স্বাভাবিক তাই যত দ্রুত সম্ভব মনকে চাপ মুক্ত করুন।
শুভকামনা রইল B-)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জি ভালোই আছি আলহামদুলিল্লাহ, কেনোনা, যতই জল্পনা-কল্পনা করি না কেনো, আমার সীমাবদ্ধতা টা আমি জানি। তাই শুধু তাকে মনের কথা টা জানাতে চাই, ব্যাস :) আপনার সাপর্টিভ মন্তব্যের জন্য অসংখ ধন্যবাদ :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Sir onek borolok ejonno sir k propose kora jabe na? =p~ =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

অজ্ঞাত অন্বেষা বলেছেন: শুধু বড়লোক ই নয়, স্যার অনেক ট্যালেন্টেড ( অবশ্য একজন ভার্সিটির টিচার কে ট্যালেন্টেড হতেই হবে ) কিন্তু সব দিক দিয়েই স্যার অনেক স্মার্ট, আমি তার ধারের কাছেও না। আর propose করা মানে একটি উত্তর আশা করা যেটা আমি করতে চাই না। :)

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Vuleo ekotha email korben na. Email holo ekta proof.

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হ্যা, আমিও এটা পরে ভেবেছি, যে এমন কিছুই করবনা যেটা তে আমার proof রয়ে যায়, পাছে যদি স্যার ডিপার্টমেন্টে যেয়ে কমপ্লেন করেন ?? :/ তখন তো proof সহ ধরা। সাবধান করার জন্য ধন্যবাদ :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

িত্রস্তান বলেছেন: বিশ্বাসযোগ্য মনে হলো না।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হাহাহাহাহ.... না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাসযোগ্য মনে না হলেও সত্য ;)

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মেয়ে- ক্লাশে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাক! পড়ার উসিলায় বারবার আমর কাছে আসার চেষ্টা করো! আমি এত ইগনোর করি তবুও পিছু ছাড়ো না! এখন আবার ব্লগে এসে এসব বলাবলি করছো!
দাড়াও আগামী সেমিষ্টারে তোমাকে ফেল করিয়ে দেব!

তোমার বাবার নাম্বারটা দাওতো!
-
-
-


আরে নাহ! বিচার দিবনা! তোমার জন্য প্রপোজাল পাঠাব ;)

(কাল্পনিক)

কি ভুই পাইছেন নি :D B-) =p~ =p~ =p~

স্যারের ফেবুতে ঢোকেন! অন্য একটা ফেক আইডি দিয়ে টিচার হয়ে রিকোয়েস্ট পাঠান। তারপর তাঁর সব খবর জেনে নেন! তারপর চান্সে মিলে গেলে নিজের আসল আইডি দিয়ে রিকু পাঠান! ইনবক্সে দুনিয়ার মানুষ পটানি চলতাছে- আর আপনে আইচেন ব্লগে ;) :P
গেম েচঞ্জার আর নতুন ভাইয়ের সাথে সহমত।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হাহাহাহ প্রথম লাইন টা পড়ে আসলেই ভয় পেয়েছিলাম। কিন্তু পরের লাইন গুলা পড়ে সস্থি পেলাম ;) আরে ভাই এই আইডিয়া তো আমার বন্ধুরাও দেয়, যে পড়া না বুঝার বাহানায় স্যারের রুম এ যেতে, কিন্তু স্যার এত ভালো ভাবে বুঝান প্লাস উনার ক্লাসের পর আমার আরেকটা ক্লাস থাকে, তাই চাইলেও স্যারের রুম এ যেতে পারিনা।(ইসসসস...আপনার কাল্পনিক কথা টা যদি সত্যি হত ;) ) আর ফেবুর কাজ কারবার সব শেষ, কিন্তু ফেবু তে কিছু বলবনা, যা বলবো সামনা সামনি বলবো, যেনো কোন প্রুফ না থাকে ;) ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: সম্ভাব্য ফাঁসির আসামি যদি সাহস করে সবার অগোচরে বিচারকের খাস কামরায় ঢুকে নিজের কথাটি বলতে পারে তাহলে শাস্তির দণ্ডটি নির্ঘাত অর্ধেকে নেমে আসে এবং কোনো কোনো ক্ষেত্রে বেকসুর খালাসেরও আশা রাখা যায়। আমার জীবনেও বিপরীত লিঙ্গের জন্য এমনটি ঘটেছে।খুলে বললে অনেক জঠিল বিষয়েরও অর্ধেক সমাধান হয়ে যায়।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আপনার কমেন্ট টি পড়ে অনেক হাসলাম, মন থেকে, খুব ভালো লাগলো কথা টা শুনে, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

মুদ্‌দাকির বলেছেন: আমার ( ভালোবাসার ধাপ গুলো ) লেখাটি পড়তে পারেন। কাউকে এই রকম ভালোবাসাটাই স্বাভাবিক, পাগলামির কিছু নাই। কাউকে ভালোবাসলে মনে হয় জানানো উচিত। তবে অনেক অনেক হিতাহিত চিন্তা করা উচিৎ। বিশেষ করে আপনি যেহেতু একটা ব্রেক আপে আছেন, চিন্তা করা উচিৎ আপনি রি-বাউন্ড ফিলিংস এ আছেন কি না। যদি আপনার এই গুলো রি-বাউন্ড না হয় গো ফর ইট কিন্তু be(get) ready to get hurt !! because not necessary যে উনিও আপনার জন্য সেইম ফিল করছে কিন্তু তার ফিলিংস আপনারচেয়ে বেশীও হতে পারে, আল্লাহ জানে...............। :) :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: উফফফ রিয়েল লাইফ এ এমন সাইকলজির মানুষ গুলা চোখে পড়ে না কেনো? ভালোই হয়েছে, আমার মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এত সাপর্টিভ পরামর্শ পেয়ে আমি অভিভুত।আপনার শেষের কথা টা পড়ে খুব ভালো লাগলো ( আমি ধরে নিচ্ছি আপনার লাস্ট লাইনটি একটি পসিটিীটির ঈঙ্গিত ;) ) মানুষ মনে করে প্র্যাক্টিকাল উপদেশ দেয়াটাই সবচেয়ে শ্রেয়, আমি মনে করি, মানুষ বাচে আশায়। তার মনে আশা জোগানো উচিত। তার জীবনে কি হবে কি না হবে সেটা সে নিজেও জানেনা। তাহলে এই প্র্যাক্টিকাল যত উপদেশ দিয়ে কি লাভ? ভালো বন্ধু তারাই যারা তাদের বন্ধুকে সব বিযয়ে সাপর্ট করে এবং যদি হিতে বিপরীত হয় তখন " আমি বলসিলামা না তোকে আগে?" এই জাতীয় কথা না বলে, বরং পাশে এসে বলে , "দোস্ত যা হওয়ার তা তো হয়েই গেসে, সেটা নিয়ে ভেবে লাভ নাই,সামনে এগিয়ে চল" । আপনার উপদেশের জন্য ধন্যবাদ। আর হ্যা, মনে হয় না এই ফিলিংস গুলা আমার এক্স এর গ্যাপ ফিল-আপ করার জন্য। ;)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯

প্রামানিক বলেছেন: সহব্লগার পারভেজ রশীদ মঙ্গল ভাইয়ের কথাটিও মন্দ নয়।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জি ঠিক বলেছেন :) কমেন্টের জন্য ধন্যবাদ :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জানিয়েছি...বিস্তারিত জানতে পারবেন আমার এই নিয়ে লেখা নতুন পোস্টে। :)

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: প্রেম ভালোবাসা বলতে আসলে কিছু নেই, বিষয়টা হলো ভালো লাগা কোনো মানুষের সাথে দীর্ঘ সময় একসাথে থাকা বা পথ চলার পরিকল্পণা এবং সেটা পরিকল্পনা মাপিক হতে হবে, এক সাথে চলতে হলে সম মানের মনের হতে হয় সেটা একদম বাস্তব এবং বানিজ্যিক ভাবেই বিবেচনা করতে হবে,কোন ভাবেই নিজের মাপের মানে গন্ডির বাইরে যাওয়া যাবেনা।

এখন আমাকে হয়তো কড়া কিছু কথা শুনিয়ে দিবেন, কোন লাভ নেই, শুধু মাত্র ভালোবাসা মনকে প্রাধান্য দিয়ে নিজেকে সপে দিতে আমি কাউকে দেখিনি। ছেলে মেয়ে নির্বিশেষে লাভ লোকসান হিসেবে বেহিসেবী হতে আমি দেখিনি, হয়তো আমার পৃথিবী সংকোচিতো বলে এমন,হয়তোবা না,

সব ভুলে এমন একটা মানুষ কে খুজুন যেখানে নিজের অজান্তে হাত দুটো ঐ মানুষটার গাল ছুয়ে দেয়,দুহাতের তালুতে মুখটা তুলে আনতে ইচ্ছে করে এমন।শুধু মুখটা।জীবন শতভাগ পরিপুর্ণ, একশত ভাগ নিশ্চয়তা দিলাম :)

( সতর্কীকরণ- বড় লোকের আগে পিছে ভুলেও হাটবেননা) :)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: না ভাই, কোন ধরনেরই কোন পরিকল্পনা নেই। কোন আশা নেই, কোন চাওয়া নেই। শুধু একটা ই ইচ্ছা যে যাকে "ভালো লেগেছে" ( হয় মনের ভুলে আর না হয় অন্য কোন কারনে) তাকে শুধু এই মনের কথা টা জানিয়ে দিবো, যদি অসীম সাহসে কুলায়, যদি আল্লাহ্ কপালে জুটান। আর হ্যা উনার বড়লোকির উপোর প্রেমে পরি নি, উনার স্বভাব চরিত্র দেখে মনে ধরেছে। আপনার উপদেশের জন্য ধন্যবাদ।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত পরিকল্পনার কি আছে। মানুষ একাধিক প্রেম করে।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: সেটাই।

২২| ০৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮

Andrea২৩ বলেছেন: Very interesting sharing about love, bitlife thank you very much, I really enjoyed reading this article

২৩| ০৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৯

Andrea২৩ বলেছেন: Very intriguing discussion about love. https://bitlifegame.org , thank you very much. I really loved reading this article.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.