![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিকারুন্নেসা কলেজের গেটের সামনে দাড়িয়ে আছে লামিয়া। তীব্র রোদ, তবুও অপেক্ষারত ভাবে সেই রোদের মধ্যেই দাড়িয়ে আছে সে। হঠাৎ তার চোখে পরলো, সিদ্ধেশ্বরী গার্লস্ কলেজের পাশের গলি থেকে ২০বছর বয়সের একছেলে দৌড়িয়ে দৌড়িয়ে তার কাছে আসছে।
"উফফফফ!!! ছেলেটা কে নিয়ে আর পারলামনা।কত যে আর বলবো, এইভাবে রাস্তার মাঝখানে দৌড়াতে না,কিন্তু কে শুনে কার কথা? দাড়াও আজ তোমায় আমি ঠিক করছি!" ভাবতে ভাবতে ইকটু অভিমানি ভেংচি কাটলো লামিয়া।
দেখতে দেখতেই লামিয়ার চোখ ঝাপসা হয়ে আসে। ছেলেটিকে আর দেখতে পায় না সে।
হঠাৎ পেছন থেকে মিষ্টি গলায় একটি মেয়ে ডাক দিলো, " আম্মু!!! " ডাক দিয়েই লামিয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরলো।
গলিটির দিকে আবার তাকাতেই লামিয়ার চোখ থেকে এক ফোঁটা অশ্রু, গেটের সামনের উত্তপ্ত সেই রাস্তায় পরে শুকিয়ে গেলো।
©somewhere in net ltd.