নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় এই,যে আমার কিছুই জানা নেই...

অজ্ঞাত অন্বেষা

অজ্ঞাত অন্বেষা › বিস্তারিত পোস্টঃ

এক রাতে নতুন বছর, বহু বছরে এক নতুন আমি

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

একটা সময় ছিলো যখন "New year celebration" was a THING. বাবা ক্লাবের সদস্য হওয়ায় ছোট থেকেই ক্লাবে অনুষ্ঠিত 31st Night এর অনুষ্ঠানে যেতাম, নববর্ষ উদযাপন করতাম। সাথে থাকতো বন্ধু-বান্ধুবী। রাত ভর নাচা-নাচি, হৈ-হুল্লোর করতাম (না না, উগ্রতা ও মাতলামি বহির্ভুত আনন্দ, আমরা তখন স্কুলের ছোট ক্লাসে পড়তাম, যদিও এখনকার স্কুল যাওয়া So called "শিশু" দের আনন্দের মধ্যেও ছিটে ফোঁটা নেশার কিছু বিন্দু পাওয়া যায়, তবে আমাদের আনন্দ ছিলো একেবারেই বিশুদ্ধ :) )

Social Media, মানুষের মাঝে এখন যতটা বিরাজমান, আজ থেকে ৭/৮বছর আগেও এর এতটা বিস্তার ছিলোনা, হাতের মুঠোয় শুধু ছিলো একখান মুঠো-ফোন। তাই বলে কি কাওকে নতুন বছরের শুভেচ্ছা জানানো যাবেনা? নতুন বছর, আর আমি কাওকে Wish করবোনা তাকি হয়? মোটেও না। তাও আবার খুব সুন্দর একটা message থাকতে হবে।বড় দেখে, সুন্দর সুন্দর শব্দে ভরা নববর্ষের সুন্দর একটি শুভেচ্ছা বার্তা। তখন যারা শুকনা একটা message দিয়ে তাদের কাজ সেড়ে ঘুমিয়ে পরতো, তাদের সেই message আমি মোবাইল থেকে মুছে ফেলতাম। ভাবতাম "মানুষ এত রস-কসহীন হয় কীভাবে? একটি নতুন বছর এসেছে, ইকটু সুন্দর করে তার শুভেচ্ছা জানাও। তা না করে কি এক সাদা মাটা Happy New Year লিখে পাঠিয়ে দিলে? এমন রসহীন message রাখার থেকে না রাখাই ভালো।"

কিন্তু সময় আজ অনেকটা পাল্টে গেছে,..... অনেকটা। এখন ক্লাবে যাওয়ার জন্য মন আর টানেনা। এইবার ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিল্পী কে আনা হয়েছে, তাও এই দেশের নয়, ওপার বাংলা এবং ভারতের অতি পরিচিতো শিল্পী Kumar Sanu কে আমন্ত্রণ করা হয়েছে। তার গান আমার ভালো ও লাগে, কিন্তু তাও মনে টানে নি।ছোট বেলায় যেই বন্ধুদের হাত ধরে নাচতাম, তারাও যেন কোথায় হাড়িয়ে গিয়েছে। এখন আমাদের জায়গায় একদল নতুন স্কুল যাওয়া ছেলে-মেয়েরা নাচা-নাচি করে।

শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য এখন আর কোনো সুন্দর শব্দ খুঁজে পাইনা। চিন্তা করে যে কিছু শব্দ বের করে সেগুলো কে সুন্দর করে সাজিয়ে,নববর্ষের একটা সুন্দর message বানাবো, সেই উদ্দীপনাও এখন কেনো যেনো আর নেই। সেই সাদা-মাটা message পাঠানো মানুষদের দলে এখন আমিও যোগ দিয়েছি। যদিও গতকাল নিজের এই পরিবর্তনটি লক্ষ করে, নিজেই ব্যাথিত হয়েছি....অনেক বেশি ব্যাথিত হয়েছি।

নতুন বছর এখন আমার কাছে;
১) পূরনো ক্যালেন্ডার টি ফেলে দেওয়া ( তাও যদি মনে থাকে ;) )
২) তারিখ লেখার সময় একটি অংক পরিবর্তন করে লেখা
কারণ এসব ছাড়া বাকি সবকিছুই তো সেই আগের মতই।

তবে পরিবর্তন আমার মধ্য এসেছে বটে, কিন্তু তা নতুন বছরের মত রাতা- রাতি নয়, এক এক করে এমন অনেক গুলো, উদ্দীপনা বিহীন, উদযাপন বিহীন 31st Night এর মাধ্যমে, অনেক কিছু হারিয়ে ফেলার মাধ্যমে। সেই রসে টৈ-টুম্বুর "আমি" টা কে হারিয়ে ফেলার মাধ্যমে।
অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের, নিজের কাছে নিজেরই প্রশ্ন......... "সেই হারিয়ে ফেলা "আমি" টাকে কি আর ফিরে পাবো না? কিছুক্ষণের জন্যও না?"


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৪

গেম চেঞ্জার বলেছেন: নতুন বছর এখন আমার কাছে;
১) পূরনো ক্যালেন্ডার টি ফেলে দেওয়া ( তাও যদি মনে থাকে ;) )
২) তারিখ লেখার সময় একটি অংক পরিবর্তন করে লেখা


আমার এখন তো ক্যালেন্ডার ব্যবহার করা হয় না।
আর এবার তারিখ লিখতে কোন ঝামেলা হচ্ছে না। ডাইরেক্ট ২০১৬-ই লিখছি। হাহা।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: আশা করি আপনার আপনি কে খুঁজে পাবেন।

নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। :)

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যায় দিন আর ফিরে আসে না!

বরং নতুনের সাতৈ নিজেকে মানিয়ে আরেকটি নতুনের অপেক্ষায় থাকুন ;)
কারণ বদলের নিত্যতাই জীবন :)

হ্যাপি নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হুমম, আরেকটি নতুন "আমি"র অপেক্ষায় :)
Happy new year :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.