নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় এই,যে আমার কিছুই জানা নেই...

অজ্ঞাত অন্বেষা

অজ্ঞাত অন্বেষা › বিস্তারিত পোস্টঃ

জীবনে প্রথম বিয়ের জন্য পাত্র দেখা; Feeling টা অদ্ভুত ;) পর্ব১

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

ছেলের নাম: জানি না।
ছেলে কি করে: জানি না
ছেলে কিসে পড়াশোনা করে: জানি না।

এতদিন যত মানুষের জন্য বিয়ের প্রস্তাব আসতে দেখলাম, সবার ক্ষেত্রে 'আগে' আসে ছেলে/মেয়ের Bio-data,
Bio-data দেখে সবকিছু পছন্দ হলে 'পরে' ছেলে বা মেয়ে কে সামনা-সামনি দেখা করান হয়।(অন্তত আমার দেখা অনুযায়ি, কোনো প্রস্তাবে যেভাবে আগানো হয়)
তবে আমার ক্ষেত্রে ঘটলো উল্টা!!
জীবনে প্রথম এমন বিয়ের জন্য ছেলে দেখতে যাবো, অথচ, ছেলেরটার সম্বন্ধে আমার কোনো কিছুই জানা নেই।
অবশ্য একেবারেই জানা নেই বললে ভুল হবে।
ছেলের ব্যাপারে 'হাওয়া বার্তা সংস্থা' থেকে যা যা জানলাম, তা হলো
* ছেলে Canada'র Citizen,
* ছেলে MBA করেছে,
* ছেলের অনেক টাকা আছে,
* ছেলে বাপের হোটেলের ম্যানেজার :|
মূলত এই বিষয় কটি 'শুনেই' আমার বাবার লাফা-লাফি শুরু। ছেলে পক্ষ দেখতে চাইলো, মেয়ের বাবাও সাথে সাথেই কবুল বলিয়া ফেলিলো :| বাহ!! কী সৌন্দর্য!!
এমন একটা মাথা গরম করার মত কাজ আম্মুর দ্বারা করা সম্ভব বলে এতদিন মনে করতাম,কেনোনা আমার মতে, মেয়ের বিয়ের ব্যাপারে মায়েদের মাথা ব্যাথা টা বাবা দের থেকে ইকটু হলেও বেশি। অন্তত আমার ক্ষেত্রে তো আমি তাই মনে করতাম। আর যেই বাবা আমাকে সারাজীবন তার বুকের মাঝে রাখার ইচ্ছা ব্যক্ত করে এসেছে, সেই বাবাই যে আজ শুধু মাত্র ছেলের টাকার অংকের কথা শুনেই, মেয়েকে অন্তত জিজ্ঞেষ করাটাও প্রয়োজন মনে না করে, এমন এক কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিবে, তা কখনো আশা করিনি। বাবার মনের পরিবর্তন টা দেখে খুব কষ্ট পেলাম। আজ বুঝতে পারলাম, ঋণগ্রস্থ বাবার ঘারে তার আদরের সন্তানটাও যে অনেক সময় না চাইতেই এক বোঝা স্বরূপ হয়ে দাড়ায়। আর আমি তো হলাম একজন 'মেয়ে'
যাই হোক। ছেলের ব্যাপারে আশা যাক।
বিয়ের প্রস্তাবটি এনেছেন আমার ছোট ফুপু। তার বান্ধুবি Facebook নামক Matrimonial Site(তাদের জন্য,যারা কিনা নিজের ছেলে বা মেয়ের জন্য পাত্রী/পাত্র কে LIKE করে থাকেন) এ আমার ফুপ্পির সাথে আমার ছবি দেখে আমাকে তার নোনাষের ছেলের জন্য পছন্দ করেছেন।
ছেলের জন্য পছন্দ করেছেন ভালো কথা, তো ছেলের ব্যাপারে আমারও তো কিছু জানি? তা না করে এক লাফে একেবারে দেখা-দেখি পর্বেই চলে গেলো। তাদের কথা হলো; 'মেয়েকে শুধু ইকটু দেখবে, আর দেখা মানেই তো আর বিয়ে না, তাইনা?'
তাই মেয়ে তার জীবনের এমন একটি মুহূর্তের জন্য প্রস্তুত কিনা সেটা জানা টা কেও প্রয়োজন মনে করলো না।

সত্যি কথা বলতে নিজেকে তখন খুব অসহায় মনে হোচ্ছিলো; যেনো আমি একটা বাজারের মেয়ে। কেও আমাকে দেখতে চাইলো, আর ওমনি আমাকে সাজিয়ে-গুজিয়ে হাজির করানো হলো, এখানে আমার মন্তব্যের কোনো স্থান বা প্রয়োজনীয়তার প্রসন্গ খাটে নি।
বাবার হোটেলে খাই, বাবার পকেট কেটে সব টাকা Private University তে ঢালি, নিজের কোনো উপার্জন নেই, সারাদিন বাসায় পরে থাকি....এই মেয়ের আর মুল্য কি? আর বাবা-মা যা করে তা সন্তানের ভালোর জন্যই তো করে। তাহলে এতো চিন্তা কিসের?
মজার ব্যাপের হচ্ছে, এমন অজ্ঞাতকূলশীল এক প্রস্তাবে আমার মা'র ও কোনো আগ্রহ নেই। শান্তি!!!

অবশেষে সেই শুভক্ষণ টি আসলো। আমার জীবনের প্রথম পাত্র দেখার মুহূর্ত ।

(চলবে)

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

গেম চেঞ্জার বলেছেন: আপনি তো আবার মেগা লেট করে ফেলেন। তাই ওয়েট করতেও ভয় পাই।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

নতুন বলেছেন: আগামী বুধবারে মেয়ে দেখতে যাব আমার এক বন্ধুর জন্য....

বিদেশের মাটিতে আমিই ছেলের বন্ধু+বড় ভাই+কলিগ...

মেলা দায়িত্ব :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

অজ্ঞাত অন্বেষা বলেছেন: মেয়ে কেমন দেখলেন? ;)

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: ভালো সাসপেন্সে রাখলেন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ;) ;)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: পর্ব ২ ও কিন্তু Available ;)

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

শ্রাবণধারা বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে এই ছেলেটাকে আপনার পছন্দ হবে ।
একটু হিমুগিরি করলাম আর কী......;)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ছেলে কানাডার নাগরিক, MBA করেছে, বাপের অনেক টাকা-পয়সা অাছে । অার কোন যোগ্যতার অাদৌ প্রয়োজন অাছে কি?

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ভালো ছেলে টা কে হবে? ;)

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

ফারজানামিতু বলেছেন: আরও কিছু জিনিস লাগে। শুধু কানাডার নাগরিক কিংবা বাবার অনেক টাকা থাকলেই হয়না। বাকিটুকু পড়ার অপেক্ষায় থাকলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: জ্বি,একদম ঠিক বলেছেন। পর্ব ২ ও কিন্তু Available ;) সাথে থাকার জন্য ধন্যবাদ। :)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছেলেরে এই পোস্টখান দেখায়াইয়েন। :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হাহাহা!!! ছেলে বাংলায় কাঁচা ;) বুঝবেনা ;)

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়! ব্লগেও সিরিয়াল ষ্টাইল ;)

লেখায় পিলাচ :)

+++

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

অজ্ঞাত অন্বেষা বলেছেন: এক ব্লগে লিখলে যে এক ঘেয়েমি হয়ে যেত, আর হালকা সাসপেন্স টুকু টা কাজ করতো না ;)। আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: পর্ব ২ ও কিন্তু Available ;)

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

আবু শাকিল বলেছেন: আসলাম ঘি নিতে, দিয়া দিলেন ডালডা-
অপেক্ষায় থাকলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

অজ্ঞাত অন্বেষা বলেছেন: হাহাহাহা! পর্ব ২ ও কিন্তু Available ;)

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

মহা সমন্বয় বলেছেন: সব ফ্যামিলিতেই কম বেশি এরকমই হয় , আমার ছোট বোনের কথা মনে পড়ে গেল এরকমই কিছু একটা হয়েছিল। ও সরাসরি বাবাকে মুখে কিছু না বলে মনের যত কথা সব কাগজে লিখে দিত আমি কি তোমার এতই বোঝা হয়ে গেছি, এত তাড়াতাড়ির কি হল ?? ইত্যাদি ইত্যাদি ? আর ওর লেখা পড়ে আম্মা শুধু কাঁদতো।
তবে যাই হোক এখন সুখেই আছে.. পিচ্ছি একটা ভাগনীও আছে আমার :-B
আর সব বাবা, মা ই সন্তানের ভাল চায় এটাই হচ্ছে শেষ কথা।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: অবশ্যই, সব মা-বাবারাই তার সন্তানের ভালো চায় এবং যত পাত্রই দেখুক না কেন, তারা সহজে তাদের আদরের মেয়েকে ঘরছাড়াও করতে চায়না। ধন্যবাদ আপনাকে :)

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫

রাবার বলেছেন: অপেক্ষায় :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

অজ্ঞাত অন্বেষা বলেছেন: পর্ব ২ ও কিন্তু Available ;)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

বিজন রয় বলেছেন: ভাল
++++

১৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৪

কালনী নদী বলেছেন: সাসপেন্স দিয়ে বাকিটা কোথায় লোকিয়ে রাখলেন? তাড়াতাড়ি লিখে ফেলেন নয়তো প্লট চুরি করে নিজেই একটা বানিয়ে ফেলব!
হা হা মজা করছি। লিখাটা সুন্দর ও সাচ্ছন্দময় হইছে। পড়ে আরাম লাগছে।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৫

অজ্ঞাত অন্বেষা বলেছেন: পর্ব ২ তো সাথে সাথেই দিয়ছি। ইকটু কষ্ট করে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.