নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় এই,যে আমার কিছুই জানা নেই...

অজ্ঞাত অন্বেষা

অজ্ঞাত অন্বেষা › বিস্তারিত পোস্টঃ

\'এইবারো মেয়ে?\'

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৫

দ্বিতীয় সন্তানের মা হতে চলছে সেলিনা। গর্ভে সন্তানের বয়স ৭মাস। আসন্ন সন্তানটি ছেলে কি মেয়ে এখন সেটাই জানার বিষয়।
সেলিনার ১ম সন্তানটি ছিল এক ফুটফুটে সুন্দরী কন্যা। ১ম সন্তান নিয়ে সবার ই বরাবরের মত অনেক আশা ও উত্তেজনা থাকে। সেটা মেয়ে হলেও সবাই খুশি আর ছেলে হলে তো মারহাবা মারহাবা ব্যাপার। তবে একটি পরিবারে, শুরুতেই একটি মেয়ে সন্তান চলে এলে, এর পরবর্তী সন্তানটি যেন ছেলে হয় সে নিয়ে মানুষের আশা এবং উত্তেজনার সীমা তো থাকেই না বরং চিন্তা আরো দ্বিগুণ বেরে যায়, ‘পাছে যদি এইবার ও মেয়ে হয়?’
তবে সেলিনার এই ব্যাপার নিয়ে কোনোই মাথা ব্যাথা নেই। তার কাছে সবচেয়ে জরুরি বিষয় হল তার আসন্ন সন্তানের সুস্থতা।কিন্তু যে যাই মনে করুক, কিছু মানুষের জন্য গর্ভের সন্তানটি সুস্থ আছে কিনা সেটা জানা যতটা না জরুরি ছিলো,তার থেকেও বেশি জরুরি ছিলো সন্তান টি 'ছেলে কি মেয়ে', সেটা জানা। সেলিনা কে তাই Ultra-sonogram করতে যেতে বললেন সেলিনার স্বামী।
যেই ডক্টর সেলিনার ১ম সন্তানের সময় অপারেশন করেছিলেন, এইবারও তার কাছেই গেলো সেলিনা। Ultra-sonogram এর রিপোর্টটি দেখিয়ে ডক্টর এর কাছে সে জানতে চাইলো তার কোল আলো করে এইবার কি কন্যা সন্তান আসবে নাকি পুত্র সন্তান?
রিপোর্ট টি দেখে ডক্টরটি আমতা আমতা করে বললেন যে রিপোর্টটা তে সেইভাবে কিছুই বুঝা যাচ্ছেনা। একথা শুনে সেলিনার বুঝতে আর এক মুহূর্তও দেরী হলনা যে এইবারও সে একজন কন্যা সন্তান জন্ম দিতে যাচ্ছে।
সেলিনা আর কিছু জিজ্ঞেস না করে শুধু এত টুকুই জানতে চাইলো যে তার সন্তান টি সুস্থ আছে কিনা।
আশংকাজনক কোন ব্যাপার নেই শুনেই সেলিনা খুশি হয়ে গেলো। তার এরূপ প্রতিক্রিয়া দেখে ডক্টর তাকে একটাই কথা বললেন, ‘Salina you are a brave women’
কিন্তু একজন মা যেই ভাবে তার আসন্ন সন্তানের ব্যাপের ভাবেন, সেই ভাবনা বা সেই রকম চিন্তা করার সাহসটাও অন্য কারোর থাকে না, এমনকি সন্তানটির বাবার ও না।
Ultra-sonogram এর রিপোর্টটি পেয়ে বড়ই কষ্ট পেলেন সেলিনার স্বামী। বাকি ১০ জনের মত তিনিও আশা করেছিলেন এইবার হয়ত তিনি একটি পুত্র সন্তানের মুখ দেখতে পারবে। কিন্তু বিধাতা তার জন্য এমন কিছু চেয়েছেন যা তিনি নিজেও হয়ত চাননি।
হয়ত মুখে বলেন নি, কিন্তু সেইদিন বিকেলে বউ কে রেস্টুরেন্ট এ স্যুপ খাওয়ানোর কথা ছিল তার...... সেই স্যুপ আর খাওয়া হলনা সম্ভাব্য কন্যা সন্তান প্রস্রবকারী অভাগা সেলিনার।
বাড়ি ফিরতেই সেলিনার বাসায় আসল তার দুই ননদ। আল্লাহ্‌র অশেষ রহমতে তাদের দোনোজনের ঘরেই আশীর্বাদ স্বরূপ, একটি করে ছেলে সন্তান রয়েছে। তারা মানুষের মত মানুষ হচ্ছিল কী বখে যাওয়া সঙ্গীদের সঙ্গ দোষে ভেসে যাচ্ছিল সেটা দেখার বিষয় না। মোক্ষম বিষয় হল তারা ‘ছেলে’। ব্যাস।
সেলিনার এইবার ও মেয়ে হবে শুনে তার দুই ননদ তাদের ‘বিজয় উল্লাস’ স্বরূপ হাসি টাকে অনেক কষ্টে সামাল দিয়ে এক দুঃখ ভারাক্রান্ত চেহেরা করার চেষ্টা করে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ‘ আবার ও মেয়ে?’
সেলিনা কিছুই বলল না।
*********
অবশেষে সেলিনার কোল আলো করে পৃথিবীর মুখ দেখল তার দ্বিতীয় কন্যা সন্তান। সন্তান হওয়ার সাথে সাথেই নার্স ও বলে উঠলেন, ‘আবারো মেয়ে?’
সেলিনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নার্স টা স্বয়ং একজন 'নারী' হয়ে কীভাবে এমন একটা মন্তব্য করতে পারলো? তবে কি তার জন্মের সময়ও সবাই একই মন্তব্য করেছিলো? নাকি তার নিজের ঘরে কোনো পুত্র সন্তান নেই বলে সকলের কাছ থেকে তাকে শত ধিক্কার সইতে সইতে আজ অবচেতন ভাবেই তার মুখ দিয়েও এমন কথা বের হচ্ছে? নাকি যা সেলিনার কাছে অস্বাভাবিক ঠেকছিলো, বাস্তবে সেটাই স্বাভাবিক?
‘কেন? তার আবারো মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? মেয়ে হয়েছে তাতে তার কি দোষ? মেয়ে জন্ম দেয়া কি কোনো অপরাধ?’
হয়ত অপরাধ ছিল কারণ, সেই রাতে সেই অভাগা মেয়েটির মুখে এক ফোঁটা দুধ ও উঠেনি। যেই বাবা তার প্রথম মেয়ের জন্মের সময় মেয়েকে কি খাওয়াবে ভেবে ব্যকুল হয়ে গিয়েছিল, সেই বাবাই তার দ্বিতীয় মেয়ের রাতে খাওয়ার জন্য দুধ আনতে ‘ভুলে গিয়েছিলেন’

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৬ রাত ১:২৯

গেম চেঞ্জার বলেছেন: :( এইরকম মানসিকতার মানুষদের সমাজ থেকে কমে যদিও কমে যাচ্ছে তারপরও এদের নীচ মানসিকতার জন্য ধিক্কার জানানো ছাড়া আপাতত কিছু করার নেই।

২| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:১৩

রুদ্র জাহেদ বলেছেন: এমন মানসিকতার মানুষ সমাজে এখনো অহরহ।ভাবতেই অবাক লাগে!আমরা কি সত্যি মানুষ!

৩| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার বাবার খুব ইচ্ছে ছিলো তার প্রথম সন্তান মেয়ে হবে, হয়নি। ভেবেছিলেন দ্বিতীয় সন্তান মেয়ে অবশ্যই হবে, আমি জন্মালাম। কোন অভিযোগ ছিলোনা তার, কিন্তু দাদীর কাছে শুনেছি, তিনি মনে বেশ কষ্ট পেয়েছিলেন, খুব করে চেয়েছিলেন তার একটা মেয়ে হবে! :``>> বাবা তাই এখন চাচা বা অন্যকোন আত্মীয়ের মেয়ে হলেই দৌড়ে যান কোলে নেয়ার জন্য। আমার সব মেয়ে কাজিনগুলো তাদের মামা বা চাচার কাছ থেকে সবচেয়ে বেশী আদর আর গিফট্ পেয়েছে X(

ব্যক্তিগতভাবে আমিও চাই আমার প্রথম মেয়ে হোক। :P কিন্তু এখনোতো বিয়েই হলোনা /:)

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আপনার বাবার এমন মহৎ চিন্তা কে স্বাগত জানাই এবং ধৈর্য ধরুন, সময় মত বৌ, বাচ্চা সব হবে ইনশাল্লাহ্!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.