![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Film maker হতে চাই" এ শুধু এক মুখের বুলি হয়েই রয়ে গেলো। এমন এক খানা ভাব যেনো হাতে আলাদীনের চেরাগটা আছে, যে মনের আশা ব্যাক্ত করলাম আর MAGIC!!!!! আশা পূরণ হয়ে গেলো। বাস্তবতাটা অনেক কঠিন এবং তার থেকেও বেশি কঠিন হল নিজের স্বপ্নকে পূর্নতার রূপ দেয়া। কেমন যেনো এক আস্থাহীনতায় ভুগি। নিজের মনে কোনো কিছু করার প্রবল ইচ্ছাটা যতটুকু, মানুষের কাছ থেকে Criticism পাওয়ার ভয়টাও ততটুকুই।
অবশ্য সব মানুষের কাছ থেকে Criticism পাওয়ার ভয় থাকেনা। শুধু যারা আমাকে চিনে তাদের কাছ থেকেই নিন্দিত হতে দ্বিধা বোধ হয়। (অবশ্য সবারই বোধহয় পরিচিত মানুষটির কাছ থেকে নিন্দা পাওয়া বা আশানুরূপ প্রশংসা না পাওয়ার একটা ভয় কাজ করেই।)
ছোটবেলা থেকেই আমি বেশ প্রশংসা অর্জন করেছি। পড়া-লেখা, আচার- আচরণ সব দিক দিয়েই আমি ছিলাম সবার সেরা। যদিও এখন একদম ভালো ধরনের রসাতলেই গিয়েছি কিন্তু নিজের সেই Perfect মেয়ের Image টা ধরে রাখতেই মন চায়।যারা আমকে চিনে, তাদের কাছে নিজের শ্রেষ্ঠত্বের ভাব-মুর্তিটা ধরে রাখতে ভালো লাগে। আর যারা আমাকে চিনে না তাদে কাছ থেকে সুনাম, কুনাম তেমোন একটা প্রভাব ফেলেনা। আবার প্রভাব ফেলেও। সেই সুনাম গুলাকে নিজের শক্তিতে রূপান্তরিত করে এবং দুর্নাম অথবা নিজেকে আরো ঝালাই করার জন্য বিভিন্ন মানুষদের কাছ থেকে যে সকল পরামর্শ পাই, সেটকে সাথে করে নিয়ে নিজেকেে আরো উন্নত করতে চাই। তাই তো এই অজ্ঞাত ব্লগার পরিচয়ে অনেক জ্ঞানের অন্বেষণে এখানে আসা । কিন্তু মন তো আবার ঘুমাতেও চায়, অলস বসেও থাকতে চায়, তাই দিন শেষে আমার আলস্যই আমার 'Image ধরে রাখার' ইচ্চার কাছে জিতে যায়।
কিছুদিন আগে এক ফটোগ্রাফাার বন্ধু আমার কাছে একটা Short Film বানানোর জন্য একটা Script চায়। বিষয়? -"insomnia/অনিদ্রা"। বন্ধুর কাছে একদিন সময় চাইলাম এবং রাত জেগে জেগে এই Short Film এর কথা ভাবতে থাকলাম। আস্তে আস্তে মাথায় খুব সুন্দর একটা Concept এর ও উদয় হল। বন্ধুকে জানালাম, সে সম্মতিও জ্ঞাপন করলো। কিন্তু ঝামেলা ঘটলো এর পর। শুনতে পারলাম যে বন্ধু কিনা নিজেও আরেকটা Concept নিয়ে চিন্তা-ভাবনা করছিলো (যদিও তার টার থেকে আমার নিজের Concept টাই আমার বেশি ভালো লাগছিলো, তাও আমি তার Idea টা কেই বেশি প্রাধান্য দেই (অবশ্য তার Concept টার মাঝে একটা জোরালো সামাজিক বার্তা ছিলো, যেটা হয়ত আমার টাতে ছিলোনা বিধায় আমি আমারটা নিয়ে ওতটা মাথা ঘামাই নি)
তবে বন্ধু খুব করে বলল যে আমি যেন আমার script টাও তাকে দেই। আমার script এর প্রতি বন্ধুর এমন আগ্রহ দেখে আমি script টা লিখে দিতে রাজি হয়ে গেলাম। কিন্তু কেন যেন পরে মনে হল যে হয়্ত আমার script টা বাকিদের ভালো লাগবেনা। হয়ত শেষ-মেশ আমার script নিয়ে কাজও করা হবেনা। এই ভয়েই আমি আমার বন্ধুকে script টি দিতে মানা করে দেই। ইকটু খারাপ লাগলো জেনে যে সে আমাকে আর জোর ও করলোনা script টার জন্য। তাই আমার idea আমার মাঝেই রয়ে গেলো।
ঠিক এভাবেই প্রত্যেকবা নিজের ইচ্ছা কে মানুষের কাছ থেকে পাওয়া কিছু কাল্পনিক Criticism এর কাছে খুব নির্মম ভাবে হেরে যেতে দেই। যে যতই বলুক না কেনো, দিন শেষে নিজেকে সবার কাছে সবচেয়ে Perfect হিসেবেই ধরে তুলতে ভালো লাগে। কিন্তু এই প্রচেষ্টার মাঝে যে আমি নিজের ভেতরটা কে কতটুকু নিঃশ করে ফেলছি এবং নিজেকে যে কতটুকু ভিত্তিহীন ও অকর্মন্য মনে হয় তা আমি ই জানি।
অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের প্রশ্ন, "উপরোক্ত সমস্যার কিছু unique সমাধান কি পেতে পারি?"
©somewhere in net ltd.