নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় এই,যে আমার কিছুই জানা নেই...

অজ্ঞাত অন্বেষা

অজ্ঞাত অন্বেষা › বিস্তারিত পোস্টঃ

জানতে চাই।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

অনেকদিন পর ব্লগে আসলাম। সেমেস্টার ব্রেক আসে, সেমেস্টার ব্রেক যায়। আর আমি... স্থির মানোবীর মত নিজেকে রুমের মধ্যে খাটের এক চিপায় আবদ্ধ করে রাখি। আজ লিখবো, কাল লিখবো করে করে অনেক দিন কিছু লিখিনা। তবে আজ ও লিখবোনা। আজকে ঘুরতে আসছি খালি ;) :) :-P কিন্তু যেহেতু অন্বেষ করা আমার নেশা, তাই ব্যক্তি সকলের কাছে একটা প্রশ্ন রেখে যাবো।

অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের প্রশ্ন, "জীবনে কোন সম্পর্ক টি বেশি গুরুত্বপূর্ণ? রক্তের? নাকি রক্তের সম্পর্ক বিহীন একজন পালোকের?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৪

রবিউল ইসলাম রক্সী বলেছেন: আমার মনে হয় পালকের।তবে রক্তের সম্পর্ক ভুলে যাওয়া যায়না।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৯

ফাহমিদা বারী বলেছেন: দুটো সম্পর্কই দুই রকম গুরুত্ব বহন করে। রক্তের সম্পর্ক সৃষ্টিকর্তা প্রদত্ত বাঁধন, যেটাকে কখনো অস্বীকার করা সম্ভব নয়। আবার পালকের নিঃসার্থ ভালোবাসাও মূল্যহীন নয়। সেখানে একটা হারানোর ভয়ও কাজ করে।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: রক্তের। তবে পরিস্থিতি ভেদে ভিন্ন হতে পারে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে রক্তের সম্পর্কই আগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.