নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
বহুদূর হেটে এসে বহুদিন পর,
হৃদয়ে রয়ে যায় সে অনন্ত স্বাক্ষর।
নিয়ত অসহায় স্মৃতির চারণভূমি,
তুমি তো জানো প্রেম; তোমায় কতটা আমি........
ধূসর জ্যোছনার মতো প্রগাঢ় ভালোবেসে
নত হয়ে বেঁচে আছি কবিতার কাছে
তারপর
বাতিদান নিভে ছন্দহীন
তেমন করে আর জমে নাতো দিন।
এবং
আমাদের সুখ সব হাটে গেছে চুরি
যেখানে ফেরারি ফেরিওয়ালার কাঁচের চূড়ি,
আমার সুখ কাঁকনের সে হাটে গেছে চুরি,
তোমার বয়স তখন তেইশ কিংবা কুড়ি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৪
৪৫ বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
৪৫ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সব ধুসর হয়ে যাচ্ছে ....
আপনার লেখা ভালো লাগছে বেশ ।