নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮

আজ ২৬ শে মার্চ "#মহান_স্বাধীনতা_দিবস্""। "স্বাধীনতা" শব্দটা মনে হলে এক ধরনের অনুভূতি কাজ করে, একেবারে অন্যরকম সব থেকে আলাদা ভিন্নধর্মী এক অনুভূতি। জানিনা কেন ?? এই অনুভূতিটা আরো বেশি গভীর হয় যখন চোখের সামনে ভেসে উঠে ফিলিস্থিন,সিরিয়া, ইরাক-কাশ্মীর যুদ্ধের চিত্র । যখন দেখেছিলাম গাঁজায় নীরিহ মানুষের বিনা অপরাধে মৃত্যুর অমানবিক চিত্র ।
শুনি, তাদের স্বাধীনতার জন্য আকুল আর্তচিৎকার...তখন নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হয় একজন স্বাধীন দেশের নাগরিক হবার জন্য । প্রতিবার নামাজে আল্লাহর কাছে হাজারবার কৃতজ্ঞতা জানাই (ইনশাল্লাহ্)

১৯৭১ সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা অর্জন করি আমাদের বহু কাঙ্খিত স্বাধীনতা। দোয়া করি সেই সব শহীদদের জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের একটি সুজলা-সুফলা স্বাধীন দেশ উপহার দেবার জন্য ।

স্কুলে থাকতেএকটা ভাব-সম্প্রসারন পরতাম , "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"। তখন ওটা ঠিক ভালোভাবে বুঝতাম না অথবা সেই ধরনের পরিপক্বতাও সম্ভবত ছিলোনা এটাকে বুঝার মত..আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্কুল অধ্যায় পার করে কিছুটা বুঝতে পারছি ..

সাথে সাথে মনে পড়ে যায়, হায়দার হোসেনের সেই গানটার কথা ,

"কী দেখার কথা কী দেখছি, কী শোনার কথা কী শুনছি, কী বলার কথা কী বলছি, কী ভাবার কথা কী ভাবছি..৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি"...খুব হার্ট টাচিং গান !

এখন ২০১৫.... স্বাধীনতার এত বছর পর-ও তাহলে কেন এই গান?? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান কেমন স্বাধীনতা চেয়েছিলেন যা এখনো আমরা খুঁজতেছি ???

আমি স্বাধীনতা-যুদ্ধ দেখিনি, কিন্তু টিভিতে দেখেছি শেখ মুজিবের সেই কালজয়ী ভাষণ যা আমাকে ইমোশনাল করে তোলে,এখনো লোম খাঁড়িয়ে যায়..কিছুটা বুঝতে পারি স্বাধীনতার জন্য কেন এই গান?? আজ দেশের মানুষ পরাশক্তির হাত থেকে মুক্ত..কিন্তু কেন জানি মনে হচ্ছে স্বাধীনতার আড়ালে আমরা আজো পরাধীন.. এই দেশের সরকার পরিবর্তন হয়..পরিবর্তন হয় স্বাধীনতার ছবি..পাঁচ বছর থাকে সরকারী দল ..তারা সবকিছুতে স্বাধীনতা উপভোগ করে..সন্ত্রাসী, চাঁদাবাজী, হত্যা, চুরি, দুর্নীতি সবকিছু...
তারপর, পরের পাঁচ বছর সরকার পরিবর্তন হয়..পরাধীন হয় আগের পার্টি..পাঁচ বছর পরপর পরিবর্তিত হয় স্বাধীনতার ঘোষকের নাম খুব স্বাধীনভাবে..হায়রে আমার স্বাধীনতা !!!!


বিডিআর মিউটিনি, টক অব দ্যা টাইম.. স্বাধীন দেশের এতবড় সংকটময় মুহূর্তে পার্লামেন্টে দেখি সরকার বিরোধী দলকে দোষারোপ করতেছে...স্বাধীনতা যুদ্ধের কথা মনে হলে তখন আমার হাসি পায়...দেশের বুদ্ধিজীবিরা বিডিআর-আর্মি নিয়ে বিভিন্ন মন্তব্য করে..কেউ বলে , "আর্মি, নোও নীড, দে আর করাপ্টেড"... আমরা জানি পিলখানার এই ঘটনায় নিহত হয় অনেক আর্মি অফিসার যা কোন যুদ্ধেও হয়নি..জাতির এই দুর্যোগের মুহূর্তে কেউ আবার নিজেদেরকে স্বাধীনতার একমাত্র ধারক ও বাহক মনে করে একচেটিয়া পলিটিক্স করে। আমরা সামগ্রীক জীবনের থেকে ব্যক্তিগত মরণকে প্রাধান্য দেই..১৯৭১ এ দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো কি এইজন্য ???

#২৬_শে_মার্চ, মহান স্বাধীনতা দিবস..দেশের বিভিন্ন জায়গায় সেমিনার, আলোচনা, বিতর্ক, কবিতা-নাচ-গান হয়..২৬ মার্চ কে নিয়ে অনেক বিশ্লেষণ হয়, কেবল আলোচিত হয়না স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যটা...ব্যক্তিপূঁজা হয়, কিন্তু ব্যক্তি-জীবনি থেকে আমাদের শিক্ষা দেয়া হয়না..আমাদেরকে শেখানো হয়না যে,
"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন", বুঝানো হয়না, কিভাবে আমরা এই স্বাধীনতা রক্ষা করবো । শুধু হয় দলীয় সঙ্কীর্ণ আলোচনা, স্বাধীনতার সময়ে কার কন্ট্রিবিউশন বেশি ছিলো, মুজিব না জিয়া??? স্বাধীনতা দিবস কি আজ কেবল লৌকিকতায় পরিনত হয়েছে ??


আমি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোন আলোচনাসভাবর বিরুদ্ধে কথা বলতেছিনা, শুধু এটুকুই বলতে চাই যে১৯৭১ এর পর কত আলোচনা হলো , কত কবিতা রচনা হলো এই নিয়ে কিন্তু আমাদের অবস্থার কি কোন পরিবর্তন হয়েছে ? ? ? আমাদের ভিন্ন ভিন্ন বিশ্লেষণ থাকতে পারে স্বাধীনতা বিষয়ে কিন্তু আমি মনে করি চুড়ান্ত লক্ষ্য/গোল/মত অভিন্ন.. কি সেটা? ..to uphold our liberation... কিন্তু আমরা কিভাবে আমাদের লক্ষ্য অর্জন করবো সেটা আলোচনা করিনা ।

আজকের তরুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেমনটা উৎসাহিত, দেশের অনবরত অরাজনৈতিক অবস্থা তৈরী করা সন্ত্রাসের বিচারের জন্য তারা ততটা উৎসাহ পাচ্ছেনা !
.
শামসুর রহমানের একটা কবিতা পড়েছিলাম, "স্বাধীনতা তুমি"

স্বাধীনতা বিষয়ে যে উপমাগুলো কবি সেখানে লিখেছেন তা কেবলি মনে হয় কবির কল্পনা ছাড়া আর কিছুনা । আজ "স্বাধীন" শব্দটার-ই অনেক রকম ব্যাখ্যা করে নিজেরাই এটাকে পরাধীন করে তুলতেছি...

আমাদের আসল ভুলটা হয়তো, স্বাধীনতার পরেই আমরা এমন কোন লিডার তৈরী করতে পারিনি যে আমাদের স্বাধীনতা রক্ষা করবে..

ফররুখ আহমদ তার "পাঞ্জেরী" কবিতাটায় মনে হয় এ কথাটাই ঘোরভাবে ঈঙ্গিত দিয়ে গিয়েছেন

-------
অন্ধকার আকাশ্
-----

#অভ্র

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

এ.আর দিপু হাসান বলেছেন: বড় যুদ্ধ কোনটা ? দেশকে স্বাধীন করা নাকি নিজের নফসকে ??

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৮

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: এ ক্ষেত্রে দেশকে স্বাধীন করা অতঃপর নিজের নফসকে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.