নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

গিলটি বিফোর পুরুপ অফ ইনোসেন্স । আগে ফাঁসী পরে বিচার

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭



এই ফটো টা সহ কর্মি বন্ধুকে দেখাইয়া বললাম, বলতো এই কালো চশমা চোখের লোক আর এই বর্তমান ছবির মানুষটা কি একই ব্যক্তি ।

সে ফটো টা দেখে বললো, অনেক পুরানো ছবি, বিষয় কি, ক্রিমিনাল কেইস?

বলাম, হ্যা, চল্লিস বৎসর আগের ছবি ।

সে নিজ থেকেই বললো, ওয়ার ক্রাইম ।

বলাম, হ্যা

সে ছবিটি কিছু মাফে যোকে বললো, না – বলতে পারবো না ।

বললাম, কেন?

সে বললো, গালে ছায়া, চোখে কালো চশমা । ছায়ার জন্য দাড়ির অবস্হান বুঝা যাচ্ছে না । কালো চশমার জন্য চোখ দেখা যাচ্ছে না । যদি চোখ দেখা যেত তা হলে হয়তো বলা যেত ।

বললাম, এ জন্য কি বড় বড় ক্রিমিনালরা কালো চশমা পড়ে ।

সে জানতো চাইলো ঘঠনা কি?

সংকেপে বলাম, ছবির ওই ব্যক্তির জীবন যাবত কারাডন্ড হয়েছে, এখন সরকার ফাঁসী দিতে চায়,পাবলিক ডিমান্ড । শাবাগের কথা বললাম না, বললেও বুঝবে না আর বুঝাতে হলে লম্বা গল্প বলতে হবে । এত সময় হাতে নেই ।

বললাম, আসামী বলছে এ ছবি তাঁর ছবি নয় । প্রোসিকিউসন বলছে এই ছবিটাই প্রমান ।

সে বললো, প্রোসিকিউসন কি প্রমান করতে পেরেছে, এই ফটো আসামীর ফটো ।

বলালাম, প্রোসিকিউসন বলেছে এই ফটো আসামীর ফটো, প্রমান আবার কি?।

সে বললো, অর্থাৎ তা হলে আসামীই প্রমান করতে হবে এ ছবি তাঁর ছবি নয়, তাই না!!!

বললাম, মনে হয় এই মত ।

বললাম, সব সাক্ষি, শুনা সাক্ষি । যেমন, এক সাক্ষি বললো, আগের দিন রাত্রে সাক্ষি দেখেছে, আসামীর হাতে রাইফেল, পরের দিন গন হত্যা সংঘটিত হয়েছে ।

সে হেসে দিলো । বললো, বুঝেছি, গিলটি বিফোর পুরুপ অফ ইনোসেন্স ।

তার এ কথা শুনেতো চিন্তায় পরে গেলাম, এর অর্থ কি !!

এত দিন শুনে আসছি, ইনোসেন্স বিফোর পুরুপ অফ গিলটি ।

ভাবছি কোন আইনের ছাত্র কে জিঞ্জাস করবো, গিলটি বিফোর পুরুপ অফ ইনোসেন্সের অর্থ কি , আর ভাবছি, এটা এই মতে হতে হলে কেমন হয়:



এখন মৌলানা সাইদী কে ফাসী দেওয়া হবে, পাবলিক ডিমান্ড আর প্রধান প্রধানমন্ত্রীর অনুরোধে ।

পরে যখন মৌলানা সাইদীর কবরের উপর দুপরা ঘাস উঠবে তখন মামলার রায় প্রকাশ করা হবে ।

বিচারে তখন আসামী দোষী প্রমানিত না হলেও কোন অসুবিদা নেই, কারন আসামী দোষী প্রমানিত না হওয়ার পূর্বে আসামী দোষী ছিলো ।

আগে ফাঁসী পরে বিচার

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:


চাপ প্রয়োগে রায় সমাজের জন্য ভালো না: সুলতানা কামাল

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমি যেটা বুঝেছি সেটা হলো:
গিলটি বিফোর পুরুপ অফ ইনোসেন্স ---- নিস্পাপ/নির্দোষ প্রমানিত না হওয়া পর্যন্ত দোষী মনে করা।
ইনোসেন্স বিফোর পুরুপ অফ গিলটি ---- দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত নিস্পাপ মনে করা।

গিলটি বিফোর পুরুপ অফ ইনোসেন্স ---- মানে হলো। মোল্লা সাহেব নিজেকে যদি নিস্পাপ/নির্দোষ প্রমানিত না করতে পারে তাহলে তাকে সবাই অপরাধী মনে করবে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

নায়করাজ বলেছেন: এই কয়টা যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য আপনারা অস্থির হয়ে গেছেন কেন ?

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

আমি শুধুই পাঠক বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/100256/small/?token_id=d92ea6b0929bed5a6bbee748d902450b

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

আমি শুধুই পাঠক বলেছেন:

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:১৩

কাদা মাটি জল বলেছেন: ছাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.