নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

আত্মাঃ অতীত থেকে এসেছে, ভবিষ্যতে চলে যাবে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৩৪

পরকাল বিশ্বাস করলে আছে, না করলে নাই।
পরকালের আগের কাল বর্তমান, বর্তমানের পূর্বকাল অতীতকাল।

পরকাল অন্য অর্থে ভবিষৎ-কাল।
আত্মা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে।
আত্মার কোন ক্ষয় নাই, তার কোন মৃত্যুও নাই।
আত্মা একটা শক্তি যার কোন রং নাই, গন্ধ নাই, স্বাদ নাই, যাকে দেখা যায় না ছোঁয়াও যায় না, কেমনে আসে কেমনে যায় তাও কেউ যানে না।

পরকাল বিশ্বাস না করলে আত্মা বলতে কিছুই না। যুক্তি দিয়ে বিশ্বাস করার মত কোন যুক্তিও নাই।

পরকাল নাই, আত্মা নাই কিন্তু জীবন বা প্রান বলতে তো কিছু একটা আছে, না এটাকেও অস্বীকার করে বলবো, আমরা অস্তিত্বহীন!

মায়ের গর্ভে আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়, তখন জীবন থাকে না। যখন জীবন থাকেনা তখন থাকে বলি মৃত। মায়ের গর্ভেই কোন এক সময় বাহির থেকে আত্মা এসে ঢুকে, যতক্ষম পর্যন্ত আত্মা দেহে থাকে ততক্ষন পর্যন্ত বলি জীবন আছে আর যখন এই আত্মাকে বাহির করে নিয়ে যাওয়া হয় তখন বলি মৃত।

আত্মা দেহের ভিতর ঢুকানোর আগেও ছিল, তখন আমরা ছিলাম মৃত। জীবত থেকে আত্মা যখন বাহির করে নেওয়া হবে তখন দেহ হবে মৃত, জীবনহীন দেহ।

আবার যখন মৃত দেহের ডিএনএ থেকে আরেকটা দেহ তৈরি করে সেই আত্মাকে ঢুকানো হবো (কি ভাবে হবে সেটা আমাদের জ্ঞানের বাহিরে) তখন দেখব আরেকটা জগত সেটাকে পরকাল বলি।

আজকের আত্মা পরকালের ভবিষ্যত, কি ভাবে নিজের আত্মাকে অস্বীকার করবো!



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি আত্মা বিশেষজ্ঞ ।সমস্ত প্রানীর কি আত্মা আছে।মানুষের আত্মা আর কুকুরের আত্মার মধ্যে পার্থক্য কি?এই দুই আত্মা চিনার উপায় কি।

০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৩

মোঃ আয়ান মিয়া বলেছেন: মানুষ ছাড়া অন্য সব প্রানীর জীবন সম্বন্ধে আমার কোন জ্ঞান নেই। আমি কে সেটার জানার চেষ্টা করতেছি মাত্র। দুই লাইন লিখলেই কেউ বিশেষজ্ঞ হয়ে যায় না। নিজে একবার জানা চেষ্টা করে দেখুন, সাগরের গভীর কতটুকু। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন সাগরের গভীরতা জানতে চান?গভীরতা জানলে কি প্রমান হবে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১০

মোঃ আয়ান মিয়া বলেছেন: সব চেয়ে গভীর যে সাগর। গভীরতা জানলে কিছু প্রমানিত হবে না। প্রয়োজন না থাকলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। কুকুরের আত্মা আছে কি না সেটা আমারও জানার প্রয়োজন নাই।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

জ্যাকেল বলেছেন: আপনার পোস্টের কথাবার্তা আমার সাথে মিলে যায়। যাইহোক, প্রত্যেক জীবিত প্রাণের আত্মা আছে বলেই ইংগিত আছে আমাদের কোরআনে। আর মানুষ মাতৃগর্ভে প্রথমে যে মৃত তা কোরআন থেকেও জানা যায়।

অঃটঃ কেউ অহেতুক কথাবার্তা বললে সেটার যুতসই জবাব দেওয়া অপ্র‍য়োজন বলে মনে করি।

০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১

মোঃ আয়ান মিয়া বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষের আত্মাও অনন্য। ধন্যবাদ

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: আত্মা বলে কিছু নাই।

০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

মোঃ আয়ান মিয়া বলেছেন: না থাকলেই ভাল হতো, এত ঝামেলা থাকত না। হাই কোর্টের প্রয়োজন হত না, ফিংঙ্গার প্রিন্ট যুক্ত আইডি কার্ডও আবিষ্কার হত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.