![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকতাল একখান কাকতালীয় শব্দ
শব্দটাই
আসলে কাকতাল বলে কিছু নাই
যদিও এখানে এসে পড়াটা
অদ্ভুদ!
একটা প্রশ্ন নিয়ে সন্ধা থেকে হন্যে-স্তব্ধ
অবশেষে
একে-ওকে যাকে-তাকে ধরতে ধরতে
একজন;
আরে!
পাঠালেন এইখানে
তাজ্জব!
এক 'সত্যের ফেরিওয়ালা'
আমারই প্রশ্ন হাতে হয়ে আছে জব্দ
উত্তর আসেনি তখনও-নিস্তব্ধ
ফিরে যাব!
কাকতাল বড্ড কাকতালীয়
বলল,
রেখে যাও যাইহোক চিহ্ন...
০৬.০৯.১১
©somewhere in net ltd.