নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

LET'S START...........

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

আজমান আন্দালিব

নিজের সম্পর্কে আর কি লিখবো, অন্যেরা যা ভাবছে তা-ই শেয়ার করবো...

আজমান আন্দালিব › বিস্তারিত পোস্টঃ

জামাত শিবিরের প্রোপাগান্ডার বিরুদ্ধে আরেকটি যুদ্ধ- লিফলেট এর কন্টেন্ট তৈরীর আহ্বান

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

ঘটনা একঃ গত শুক্রবার এলাকার মসজিদে গিয়েছিলাম জুমা'র নামাজ পড়ার জন্য। আমার পাশে বসা এলাকার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি এখানে কেন? আপনার তো শাহবাগ থাকার কথা। শাহবাগে ব্লগাররা যে আন্দোলন করছে তারা তো সবাই নাস্তিক।



ঘটনা দুইঃ জুমা'র দুই রাকাত ফরজ নামাজ শেষে ইমাম সাহেব মোনাজাত ধরেছেন। একপর্যায়ে বললেন, হে আল্লাহ শাহবাগে ব্লগার নামক নাস্তিক যারা ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের তুমি হেদায়েত দান কর।



উপরোক্ত ঘটনা দুটি আমার মনকে যথেষ্ঠ পীড়িত করেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই স্বতস্ফূর্ত আন্দোলনকে কি কৌশলেই না জামাত শিবির উল্টো কাজে লাগিয়েছে তা দেখে আমি শঙ্কিত বোধ করছি। জামাত শিবিরের এই প্রোপাগান্ডা থেকে বের হয়ে আসার জন্য আমাদের নতুন করে সবকিছু ভাবতে হবে।



শব্দনীড় ব্লগে আ.শ.ম এরশাদ লিফলেট আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন। বক্তব্যটি হুবহু তুলে ধরছি-

আমরা কি ফেসবুকের গণ্ডিতে শেয়ার করবো সব? এতেই কি অপপ্রচার বন্ধ হবে? গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ওরা যে ভাবে লিফলেট দিচ্ছে, আমার দেশ গংরা যেভাবে উঠেপড়ে লেগেছে সেখানে বাংলাদেশে অল্প নেট ব্যবহারকারীদের মধ্যে আমাদের সত্য তথ্য গুলা শেয়ার করে কতটা লাভ হয় সেটাতে আমার সন্দেহ হয়।

আমাদের এখন শুরু করতে হবে লিফলেট অন্দোলন- লিফলেট করতে পারি –জামাত নেতাদের ছেলে মেয়েকে বাংলা ইংলিশ মাধ্যমে শিক্ষিত করা নিয়ে; লিফলেট করতে পারি মওদুধীর ধর্ম নিয়ে কটাক্ষ গুলা নিয়ে; লিফলেট করতে পারি গোলাম আযম গংদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী উক্তি সমগ্র নিয়ে ; আরো বিভিন্ন ভাবে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রজন্মের মুক্তিযুদ্ধকে মাস পিপলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা দুই-তিন জন ব্লগারের কথা বলে বলে সমস্ত ব্লগারদেরকে নাস্তিক বানিয়ে ফেলছে। আমরা হাদিসের আলোকে বলতে পারি -যে মুসলমান একবারও কলেমা অথবা আল্লাহু আকবর বলেছে তাকে নাস্তিক বলা ইসলামে সম্পুর্ণ না জায়েজ- এই সমস্ত বিষয় গুলা আমাদেরকে আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে ।



শাহবাগের মোড়ে এবং ফেসবুক ব্লগের সীমিত গণ্ডিতে এটাকে রাখলে আন্দোলনকে শত্রুরা ভিন্নখাতে নিয়ে যাবে । তারাওতো বসে নেই ; 17 দিন ধরে তারা ভেবেছে এই আন্দোলনে কিভাবে কালিমা লেপন করা যায়। যেই ভাবা সেই কাজ। তারা নিয়ে এনেছে সেই পুরনো অস্ত্র। ধর্ম নিয়ে আঘাত করলেই বাংলাদেশে কেল্লাফতে। লালসালুর মজিদেরা জানে “ঐ মিয়া দাড়ি কই” বললেই তরুণদের উদ্যোগ থেমে যায়। চুপসে যায়। আসুন এবার শুরু করি লিফলেট আন্দোলন- সেটা মেগা সিটিতে নয় ; সেটা ইউনিয়নে ,ইউনিয়নে। আমরা প্রত্যেকে এক হাজার করে লিফলেট করতে পারি; লিফলেটের কন্টেন্ট লে আউট বানিয়ে শেয়ার করতে পারি। আমি সময়ের অভাবে একটা ভালো লিফলেট বানাতে পারছি না। কেউ আমাকে ভালো কন্টেন্ট সাজিয়ে দিলে আমি শুরু করবো। লিফলেট গুলা হতে হবে কম কথায় বেশী আবেদনের, অপপ্রচারের বিরুদ্ধে সত্য উচ্চারণ। পিসির সামনে বসে থাকার সময় নয় এখন। এখন সময় নয় শাহবাগ নিয়ে, তার সংশয় নিয়ে, তার ফল্ট নিয়ে সংশয়বাদীতা নিয়ে জ্ঞান জাহিরের। এ সব নিয়ে পরেও করা যাবে। এই যুদ্ধে হারলে কেমন হবে ভাবুন? ওরা আসছে মরণ কামড় নিয়ে। আমরা স্লোগান দিচ্ছি আর ওরা প্র্যাকটিকেলী সেই জবাই শুরু করে দিয়েছে । সবচেয়ে দরকার জনমত তৈরী। তাদের অপপ্রচারে জনমতের যে নাড়া সেটাকে এখন সংহত হতে হবে।




আপনাদের কাছে অনুরোধ অল্প কথায় চমৎকার একটি লিফলেটের নমুনা কন্টেন্ট তৈরি করুন। আমরা এ লিফলেট ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশের সমস্ত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে। লিফলেট প্রস্তুত করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে আমরা জামাত শিবিরের প্রোপাগান্ডার বিরুদ্ধে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

বিদ্রোহী মজলুম বলেছেন:
হায় হায়!!! এখানে দেখছি যে রাষ্ট্র পক্ষের সাক্ষীরা সাইদির নামই জানেন না

https://www.facebook.com/REAL.WAR.CRIMINAL

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

মিথ্যুক আমি বলেছেন: উপরে একটা ছাগু ধরা পড়েছে। ভাই বিদ্রোহী মজলুম চিন্তা কইরেন না মেশিনম্যানের মেশিনটা দোজখে যাওয়ার আগ পর্যন্ত আপনার জন্য বরাদ্দ করা হবে আশা করি। তবে ভাই ইজ্জত আব্রুর কথা বাদ ই দিলাম তাই বলে কি আপনাদের একটু লাজ লজ্জাও থাকতে নেই X((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

আজমান আন্দালিব বলেছেন: ছাগুদের মিথ্যার জবাব দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি সাথে থাকবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

মাগুর বলেছেন: ওক্কে.....লিফলেট এর কনটেন্ট রেডী করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ মাগুর। আপনার কাছ থেকে লিফলেট এর নমুনা প্রাপ্তির অপেক্ষায় রইলাম। শুভকামনা জানবেন।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: গুড পোস্ট। +


মাগুর বলেছেন: ওক্কে.....লিফলেট এর কনটেন্ট রেডী করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

আজমান আন্দালিব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এ্যাডভোকেট সাহেব। শুভকামনা জানবেন।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

আশমএরশাদ বলেছেন: অনেক ধন্যবাদ আন্দালিব ভাই কোথাও পেলে জানাবেন আমি ১০০ পিস দিব।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

আজমান আন্দালিব বলেছেন: আপনার উদ্যোগকে আরও বেগবান করার জন্যই আমার এই প্রচেষ্টা। শুভকামনা আপনার জন্য।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: সব ক্ষেত্রেই প্রতিরোধ গড়ে তুলতে হবে..
শুভকামনা রইল।
:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

আজমান আন্দালিব বলেছেন: জামাত শিবির ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের ক্ষেপিয়ে তুলছে নানান মিথ্যা গুজব ছড়িয়ে। সচেতন ব্লগার সমাজ আজ এই ঘৃণ্য পশুদের প্রোপাগান্ডার শিকার। সাধারণ মানুষের মনে রাজাকারগোষ্ঠীর এই দুরভিসন্ধি তুলে ধরতে হবে।
ধন্যবাদ আপনাকে।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

ইখতামিন বলেছেন:
ভালো উদ্যোগ.
৫ম ভালো লাগা প্লাস

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন। স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে সবসময়। শুভকামনা।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

htusar বলেছেন: ভাল উদ্যোগ। আইডিয়া কম,নাইলে হেল্পাইতাম। আপনাদের সাফল্য কামনা করি ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: আমার বাসার পাশে দোকানের আগে প্রথমআলো নিত , আর ১টি স্থানিয় পেপার নিত , এখন সে আমার দেশ ও নয়া দিগন্ত নিচ্ছে আমি তাকে বেপার টা জিজ্ঞাসা করলাম ভাই পেপার পরিবর্তন এর কারন কি ?

উত্তর দিলেন - প্রথমআলো ১টা চোর । বাকি পেপার গুলো সব সরকারের দালাল , তাই আমি এখন থেকে আমার দেশ ও নয়া দিগন্ত নিচ্ছি ।

আমি তো শুনে অবাক তিনি আমাকে আরও বললেন যে এতদিন জামাত এ ভোট দিয়েছি জামাত যদি বাতিল হয়ে যায় তাহলে বিএনপি কে ভোট দিবো , নৌকাতে যেই ভোট দিবে সেই নাস্তিক ।

আমি তো আকাশ থেকে পড়লাম আর বললাম ভাইয়া এখনো ভোটার আইডি কার্ড পাইনি , ভোট দিয়ার কোন প্রকার অভিজ্ঞতা আমার নেই ।

আমি কোন দলের না। আমি এই গুলা বুঝিনা আপনি আমাকে তারাতারি ফ্লেক্সি করে দেন । মোবাইল এ টাকা নাই ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আজমান আন্দালিব বলেছেন: সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জামাত শিবির ফায়দা লুটছে। তাদের এই অপপ্রচার প্রতিরোধের এখনই সময়।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

আলতামাশ বলেছেন: আপনার পোস্ট আজ চোখে পড়ল।
আপনারা চাইলে কওমি মাদ্রাসার ছাত্র ও আলেম এবং সাধারণ মুসল্লিদের জন্য একটি লিফলেট তৈরী করে দিতে পারব ইনশাআল্লাহ।
জানাবেন, দয়া করে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আজমান আন্দালিব বলেছেন: আলতামাশ আপনার কাছে অনুরোধ এরকম একটি লিফলেট তৈরি করে দিন। কমেন্টের ঘরেই দিবেন। এখান থেকে নিয়ে আমরা এটি ছাপাবো। ধন্যবাদ আপনাকে এ উদ্যেোগের সাথে থাকার জন্য।

১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১০

শতাব্দী রায় বলেছেন: কমেন্টের ঘরে দেয়াটা কতটা নিরাপদ? আমাদের প্লান মাফিক কাজ করা উচিত। আপনি জানেন হয়তো ব্লগাররা সবচেয়ে বেশি অনিরাপদ। একটা ই-মেইল ঠিকনা দিন সবার আইডিয়া এবং কনটেন্ট ওখানে দিবে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ। [email protected] এখানে দিতে পারেন। শুভকামনা।

১২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪২

আলতামাশ বলেছেন: লিফটেট তৈরী করে একটি পোস্ট দিয়েছি, দেখুন তো হয়েছে কি না?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০০

আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ। প্রতিমন্তব্য করেছি। ভালো থাকবেন।

১৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১০

ওবায়েদুল আকবর বলেছেন: আসলেই প্রোপাগান্ডা চলছে মারাত্মকভাবেই চলছে। যত তাড়াতাড়ি পারেন লিফলেট ছড়িয়ে দিয়ে মানুষের ভূল ধারণা ভেঙ্গে দিন। আমিও আমার মত চেষ্টা শুরু করেছি। শুভকামনা রইল।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০১

আজমান আন্দালিব বলেছেন: এই প্রোপাগান্ডার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে।

১৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭

আলতামাশ বলেছেন: ভাই, কাজ কতদূর এগিয়েছে?

১৫| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:০০

rafiq buet বলেছেন: হেফাজত নিয়ে আমার পোস্টে কিছু আলোচনা আছে আখতারুজ্জামান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.