নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে আর কি লিখবো, অন্যেরা যা ভাবছে তা-ই শেয়ার করবো...
রাস্তাঘাটে চলাচল করতে গেলে আপনার চোখে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কিছু ব্যানার, ফেস্টুন চোখে পড়বে। ব্যানার ফেস্টুনগুলোতে নিজ দলের নেতা, নেত্রী তাদের ছেলেপুলে এমনকি নাতি নাতনীদেরও ছবি থাকে। এছাড়াও স্থানীয় পৃষ্ঠপোষকতাদানকারী নেতাদের গুণকীর্তনও থাকে। উদাহরণস্বরূপ অমুক ভাইকে ছাত্রলীগের কানাগলির সাধারণ সম্পাদক করায় ছাত্রলীগের সভাপতিসহ দেশ নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তমুক ভাইকে যুবদলের স্যুয়ারেজ পাইপের সাংগঠনিক সম্পাদক করায় যুবদলের সাধারণ সম্পাদকসহ আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ...ইত্যাদি ইত্যাদি।
আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির নেতা-নেত্রীদের বড় বড় ছবি এসব ব্যানার ফেস্টুনে শোভা পায়। ভবিষ্যতে নেতা হিসেবে আত্মপ্রকাশে ইচ্ছুক এরকম কিছু ব্যক্তিরও ব্যানার ফেস্টুন চোখে পড়ে। ভবিষ্যত নেতাদের ব্যানার ফেস্টুনে সাধারণত নিজের ছবির পাশাপাশি ঈদ শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা ইত্যাদি থাকে। অবশ্য এখন পর্যন্ত জামায়াত এবং কমিউনিষ্ট পার্টির এরকম ব্যানার ফেস্টুন চোখে পড়েনি। অদূর ভবিষ্যতে এসব পার্টির নেতারাও এরকম ব্যানার ফেস্টুনের মাধ্যমে শুভেচ্ছায় অভিষিক্ত হলে অবাক হওয়ার কিছু নেই।
এখন আসুন আমরা দেখি এ ধরনের ডিজিটাল ব্যানার ফেস্টুনের আর কি কি রূপ হতে পারে...
১। টেন্ডার শুভেচ্ছাঃ শিক্ষা ভবন, খাদ্য ভবন, বিদ্যুৎ ভবন, গণপূর্ত ভবনের সমস্ত টেন্ডার পাইয়ে দিতে সহায়তা করায় টেন্ডারবাজির পরীক্ষিত নেতা, সন্ত্রাসের বরপুত্র, আন্ডারগ্রাউন্ডের অবিসংবাদিত নেতা জনাব টুন্ডা ভাইকে শুভেচ্ছা।
২। বদলি শুভেচ্ছাঃ বদলপুরের পুলিশ সুপার, দলের প্রতি নিবেদিত প্রাণ, গোলাপগঞ্জের প্রাণপুরুষ জনাব তৈলুর রহমানকে বদলি করে গোলাপগঞ্জ এনে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমে ভূমিকা রাখায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা।
৩। ঘুষ শুভেচ্ছাঃ জনাব ইতর আলীকে বিপুল অঙ্কের ঘুষের বিনিময়ে বিমান বন্দরের চীফ সিকিউরিটি পদে নিয়োগদান করায় বিমান মন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা।
৪। মনোনয়ন শুভেচ্ছাঃ আগামী সংসদ নির্বাচনে দলের পরীক্ষিত নেতা বিশিষ্ট কালোবাজারি, চোরাচালান সম্রাট জনাব সম্রাট ভাইকে অমুক এলাকা থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ায় মাননীয় দলনেত্রীকে ফুলেল শুভেচ্ছা।
আর কিভাবে শুভেচ্ছা জানিয়ে ডিজিটাল ব্যানার বা ফেস্টুন হতে পারে জানান...
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
আজমান আন্দালিব বলেছেন: হুম ঠিক বলেছেন মাসুম ভাই।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আর কিছু হোক বা না হোক, ঘুষ শুভেচ্ছার দরকার আছে!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
আজমান আন্দালিব বলেছেন: ঘুষ শুভেচ্ছার জয় হোক...ধন্যবাদ আপনাকে।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
হাসান মাহবুব বলেছেন: স্যাটায়ার ভালো হৈসে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুব ভাই। শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন:
এ ধরনের ডিজিটাল ব্যানার ফেস্টুনের এরকম রূপ হতে দেরি হবে না মনে হয়