নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

LET'S START...........

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

আজমান আন্দালিব

নিজের সম্পর্কে আর কি লিখবো, অন্যেরা যা ভাবছে তা-ই শেয়ার করবো...

আজমান আন্দালিব › বিস্তারিত পোস্টঃ

এমপি হওয়ার সহজ এবং কার্যকর তরিকা

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

১। আপনার বাপ দাদা কেউ যদি এমপি থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে ধরে নিন যে আপনি ১০০% কোটায় সামনে যে কোনো সময় এমপি হতে যাচ্ছেন।



২। আপনি টেন্ডারবাজি, চাঁদাবাজি, চোরাচালানি, কালোবাজারি করে বিপুল বিত্তবৈভব কামিয়েছেন। এখন আপনার সুনামের প্রয়োজন। একটা ফুলের তোড়া সাজিয়ে ক্ষমতাসীন কোনো একটা দলে ভিড়ে যান। কোটি খানেক টাকা দলীয় প্রধানকে নজরানা দিয়ে মনোনয়ন কিনে নিন। আরও কোটি খানেক টাকা আপনার নির্বাচনী এলাকার কাঙাল জনগোষ্ঠীর পেছনে চা-বিড়ি বাবদ ব্যয় করুন। ব্যাস! আপনার এমপি হওয়া ঠেকায় কে?



৩। আপনার স্বামী/স্ত্রী/ভাই এমপি বা দলের বড় নেতা ছিল। দলীয় কোন্দলে মারা পড়েছে। আবেগপ্রবন বাঙালির সহানুভূতি ৯০ ডিগ্রী আপনার দিকে ঘুরে যাবে। সুযোগ বুঝে দলীয় প্রধানের সাথে লবিং করে মনোনয়ন নিয়ে নিন। আপনি এমপি হয়ে যাচ্ছেন নিশ্চিত।



৪। আপনি ছাত্র নেতা ছিলেন। পাঠ্য বইয়ের চাইতে পিস্তল-ছুরি-চাকু-চাপাতির প্রতি আপনার সখ্য ছিল বেশি। আপনাকে ব্যবহার করে অনেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গিয়েছে। আপনিই বা পিছিয়ে থাকবেন কেন? পিস্তল-চাপাতির জোরে আপনি মনোনয়ন নিয়ে নিন। এলাকার লোকজন ভয়েই সব ভোট আপনাকে দিয়ে দেবে। আপনি এমপি হয়ে তাদের ভয় কাটিয়ে দিন।



৫। আপনি কোনো এলাকার উঠতি নেতা। আপনার এমপি হওয়ার খায়েস। কিন্তু বর্তমান এমপি কিছুতেই আপনাকে সুযোগ দিচ্ছে না। আপনি বিরোধী দলে যোগ দিয়ে একবার চেষ্টা নিতে পারেন। একবার না পারিলে দেখ শতবার মন্ত্র জপতে থাকুন। একসময় না একসময় আপনার কপালে ঠিকই শিকে ছিঁড়বে।



৬। আপনার এমপি হওয়ার প্রবল শখ। কিন্তু লোকবলহীন নামকাওয়াস্তে দলের প্রধান হওয়ায় ভোটের বাজারে কখনোই সুবিধা করতে পারেন না। চিন্তার কিছু নেই। আপনি মূল দলের সাথে যুক্ত হওয়ার তরিকা গ্রহণ করুন। প্রয়োজনে শতদলীয় জোট গঠনে ভূমিকা রাখুন। তারপর দলীয় প্রধানের পায়ে তেল মালিশ করে জোটের আশীর্বাদে এমপি হয়ে যান। আপনার এই অসামান্য অবদানের কারণে চাই কি টেকনোক্রেট কোটায় মন্ত্রীও হয়ে যেতে পারেন।



৭। আপনি একজন আমলা। চাকুরি করতে গিয়ে দেখেছেন যে, একজন এইট পাস এমপিকে স্যার বলতে হচ্ছে। পেশার প্রতি বীতশ্রদ্ধ হয়ে আপনি চাকুরি ছেড়ে দেবেন ভাবছেন। অধৈর্য হবেন না। দু'চারটা সুযোগ লুফে নিয়ে কোটি টাকা কামিয়ে নিন। তারপর চাকুরি ছেড়ে কিছু টাকা ছড়িয়ে ছিটিয়ে মনোনয়ন কিনে নিন। এখন আপনি এমপি। কি খুশী তো!



৮। আপনি রাজনৈতিক পরিচয়ে এলাকার প্রভাবশালী মাস্তান। শান্তিপ্রিয় জনগণ আপনার প্রতি রুষ্ঠ। চিন্তার কিছু নেই। কথায় এবং কাজে কর্মে দলীয় প্রধানকে তেল দিতে থাকুন আর বিরোধীদেরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে যান। আপনি নিশ্চিত দলীয় প্রধানের গুডবুকে থাকবেন। আর এক্ষেত্রে আপনাকে এমপি বানিয়ে সংসদে নিয়ে যাওয়ার দায়িত্ব তো দলীয় প্রধানের।



৯। আপনি দুই নাম্বারি করে অনেক টাকা বানিয়েছেন। দেশের মানুষ আপনাকে চিনে না। টাকা কি কব্বরে নিয়ে যাবেন? কিছু টাকা খরচ করে ইলেক্ট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া খুলে বসুন। তারপর আপনাকে আর পায় কে! যে দলের নমিনেশন নিবেন সেই দল প্রধানকে বড় বড় শিরোনামে কাভারেজ দিতে থাকুন। দলীয় প্রধানই আপনাকে খুঁজে নির্বাচনে জিতিয়ে এনে সংসদে পাঠাবে। সুতরাং নো টেনশন।



১০। আপনি ভবিষ্যতে এমপি হওয়ার মনোবাসনা পুষে চলেছেন। এমপি হতে পড়াশুনায় ডিগ্রী লাগে না। সুতরাং এ ঝামেলায় কেন যাবেন? তাইরে নাইরে করে স্কুল কলেজ পাশ দিতে পারলে তো ভালোই। না দিতে পারলেও কোনো ক্ষতি নেই। চাঁদাবাজি মাস্তানি করে যে টাকা কামাবেন তা নেতাদের পিছনে ঢালতে থাকুন। একসময় আপনি নিজেই বুঝে যাবেন কেমন করে এমপি হওয়া যায়!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১০ এ ১০। ;)

ভাই এমপি হওয়ার সহজ তরিকা নামে চটি :P হিসেবে মার্কেটে ভালই চলবে ;)


দি দূর্ভাগ্য আমাদের!!। আজ ৪২ বছরেও এতটুকু উন্নয়ন কি হয়েছে??????

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...ভালো বলেছেন ভাই। এমপি হওয়ার সহজ তরিকা নামে চটি :P হিসেবে মার্কেটে ভালই চলবে ;)
এভাবে চললে ৪২ কেন ৪২০ বছরেও কিছু হবে না মনে হয়।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্ত্রি হওয়া সোজা ভাইরে মন্ত্রি হওয়া সোজা ,
লিখা পড়ার বালাই নাই শুধু ফন্দি ফিকির খোঁজা ।


=p~ =p~ =p~ =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

আজমান আন্দালিব বলেছেন: আরেকটু টেনে লম্বা করলে তো ভাই মন্ত্রী নিয়ে যুগান্তকারী একটি ছড়া পেতাম।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: জটিল বুচ্ছি দিছেন। প্লাস লন :)
++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আজমান আন্দালিব বলেছেন: জটিল বুদ্ধি নারে ভাই। এটাই এমপি হওয়ার সবচেয়ে সহজ তরিকা। প্লাসের জন্য ধন্যবাদ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

বেশিরভাগ এমপি হয় কিন্তু এইসব পদ্ধতিতেই !

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আজমান আন্দালিব বলেছেন: এর বাইরে বাংলাদেশে আর কিভাবে এমপি হওয়া যায় আমার জানা নেই। জানা থাকলে শেয়ার করুন প্লিজজজজজজজ

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: কথা সত্য!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আজমান আন্দালিব বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

সায়েম মুন বলেছেন: হক কথা বলছেন। পোস্ট ভালা পাইলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আজমান আন্দালিব বলেছেন: পোস্ট ভালা পাওয়ার জন্য ধইন্যা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.