নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

LET'S START...........

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

আজমান আন্দালিব

নিজের সম্পর্কে আর কি লিখবো, অন্যেরা যা ভাবছে তা-ই শেয়ার করবো...

আজমান আন্দালিব › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখে মন

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

মানুষ মাত্রই স্বপ্ন দেখে। যার যার অবস্থান থেকে সে স্বপ্ন ভিন্ন ভিন্ন হয়। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা নিয়ে আমরা উপহাস করি। কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই। ছেঁড়া কাঁথায় শুয়ে যে স্বপ্ন দেখে সে লাখ টাকা মূল্যের বেশি স্বপ্ন দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। যিনি বিএম ডাব্লিউ গাড়িতে ঘুরেন তিনি প্রাইভেট প্লেনের স্বপ্ন দেখতেই পারেন। একজন পঙ্গু ভিক্ষুক স্বপ্ন দেখে প্রতিটি দিন ভিক্ষার পরিমাণটা আরেকটু কিভাবে বাড়ানো যায়। একজন চাকুরিজীবী স্বপ্ন দেখেন পরিবার পরিজন নিয়ে আরেকটু সম্মানের সাথে কিভাবে থাকা যায়। একজন ব্যবসায়ী স্বপ্ন দেখেন ব্যবসায়টাকে কিভাবে বড় করে আরেকটু আয় বাড়ানো যায়। একজন শ্রমিক স্বপ্ন দেখেন শ্রমের মূল্য তার কতটুকু বাড়লো। এভাবে জনে জনে স্বপ্নের ভেদাভেদ হয়।



আমরা প্রতি পাঁচ বছর পর পর নতুন নেতৃত্বের স্বপ্ন দেখি। বড় নেতা, ছোট নেতা, খুচরা নেতা, পাতি নেতারা কী স্বপ্ন দেখেন- আসুন দেখি...



সরকারি দলের চাঁদাবাজের স্বপ্নঃ হায় হায়! পাঁচ বছর দেখতে না দেখতেই চইলা গেল। এখন নতুন সরকার আসলে নতুন কইরা সিস্টেম করতে হৈব।

বিরোধী দলের চাঁদাবাজের স্বপ্নঃ আইতাছে...আইতাছে...আমাগো দিন আইতাছে। আর ক'টা দিন সবুর কর রসুন বুনেছি...



সরকারি দলের মন্ত্রীর স্বপ্নঃ আহা! সিকিউরিটি গার্ড, সরকারি বাড়ি, গাড়ি, পিস্তল-বন্দুক, ধমক-ধামক, সুপারিশ-পার্সেন্টেজ নিয়া তো ভালোই কাটাইলাম। পাঁচ বছর কেমন চোখের পলকে শেষ হয়ে গেল। আরও পাঁচ বছরের জন্য থাকার ফন্দি ফিকিরটা কইরা লই।

বিরোধী দলের মন্ত্রীর স্বপ্নঃ আহা! ক্ষমতার স্বাদ পাঁচ বছর কেমনে ভুইলা ছিলাম! এখনই সময় ক্ষমতায় যাওয়ার। পুরো দেশটাকে এইবার পৈত্রিক সম্পত্তি বানিয়ে নেবো।



সরকারি দলের এমপির স্বপ্নঃ টেকা পয়সা তো ভালোই কামাইলাম এই পাঁচ বছরে। নেত্রীর নেক নজরে থাকার লাইগ্যা তো অনেক কিছুই করলাম। নমিনেশন টা পাবো তো! নির্বাচনে জিততে পারবো তো!

বিরোধী দলের এমপির স্বপ্নঃ জনগণ এইবার বিরোধী দলের কলাগাছ দাঁড়াইলেও ভোট দিব। নেত্রীর নেক নজরে থাকার লাইগ্যা ভাঙা হাত-পা নিয়া রাস্তাঘাটে দৌড়াদৌড়ি কইরা হরতাল-ভাংচুর করছি। নমিনেশনটা নেত্রীর কাছ থেকে নিতেই হৈব।



হাইব্রীড নেতার স্বপ্নঃ বিএনপি কইরাও আওয়ামী লীগের পতাকার নিচে আছিলাম এতদিন। গলাবাজি, তেলবাজি কইরা বুঝাইতে চাইছি আমি সবচেয়ে বড় আওয়ামী লীগার। এখন তো মুজিব কোট চেঞ্জ কইরা সাফারি পড়নের সময় হৈয়া গেছে।



পাড়ার ভবঘুরে পোলার স্বপ্নঃ গতবার 'এ' দলের এমপি'র পিছনে দৌড়াইছি। এইবার 'বি' দলের এমপির পিছনে দাঁড়াইব। টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজিটা হাতছাড়া হৈতে দেওন যাইব না।



গলির মুখের বখাটে পুলার স্বপ্নঃ এতদিন তো বাংলাদেশ আওয়ামী লীগের গলি কমিটির মেম্বার হৈয়া পুষ্টার ব্যানার ছাপাইয়া এলাকায় পরিচিত মুখ হৈয়া গেছি। ইভ টিজিং, ফিটিং ফাটিং যাই করি না কেন, বড় ভাই ছাড়াইয়া আনছে। নতুন সরকার আইলে আরেকটা বড় ভাই কই পামু!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪

সমুদ্র কন্যা বলেছেন: স্বপ্নকথন মজার হইসে।

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ সমুদ্র কন্যা।

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: ব্লগারের স্বপ্ন- হিট, লাইক, স্টিকি...

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...দারুণ বলেছেন।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারো স্বপ্নই ছোটো নয় ;)

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

আজমান আন্দালিব বলেছেন: ঠিক বলেছেন। কারও স্বপ্নই ছোট নয়।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ঐ স্বপ্নগুলো কখনো শেষ হয়ে যায়না বলেই আমরা বেঁচে থাকি।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

আজমান আন্দালিব বলেছেন: স্বপ্ন দেখার মধ্যেই বেঁচে থাকার প্রেরণা। অনেক ধন্যবাদ ভাই।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

সপন সআথই বলেছেন: sopnovongo jeno na hoy, ei kamona kori :)

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১

আজমান আন্দালিব বলেছেন: কারও যেন স্বপ্ন ভঙ্গ না হয়। শুভকামনা আপনার জন্য।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: আজমান আন্দালিব,

লেখার প্রথম প্যারাটিতে নিদারুন কিছু সত্য স্বপ্নসম্ভবের কথা ।
বাকীটুকু রাজনৈতিক স্যাটায়্যার । জঘন্য রকমের সত্য । কঠিন অনুভব থেকে লেখা ।

বলতে লজ্জা নেই - আমার স্বপ্ন, আজমান আন্দালিবদের মতো যে তরুনদল আড়ে আড়ে কিছু স্বপ্ন দেখে পরিবর্তনের; সে আশা জাগানীয়া স্বপ্ন যেন সকলের মাঝে একদিন স্বপ্ন না থেকে দ্রোহ হয়ে ওঠে .........

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪

আজমান আন্দালিব বলেছেন: চোখ এড়িয়ে গিয়েছিল মন্তব্যটি। এই মূল্যবান মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.